প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে ‘সুন্দরভাবে’ প্রস্থানের আহ্বান করলেন দুদু
১০ আগস্ট ২০২৩, ০৫:১৩ পিএম | আপডেট: ১০ আগস্ট ২০২৩, ০৫:১৩ পিএম
ক্ষমতা ছেড়ে সুন্দরভাবে প্রস্থানের জন্য প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
শামসুজ্জামান দুদু বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তারেক রহমানকে কথা নেই, বার্তা নেই দিন রাতে কোর্ট বসিয়ে আপনারা সাজা দিয়ে দিলেন। তাকে এত ভয় কেন? আমরা তো আপনার (প্রধানমন্ত্রী) সম্মানজনক একটা বিদায়ের ব্যবস্থা করছিলাম। এ কারণে আমরা আপনার পদত্যাগের দাবি করেছি। পদত্যাগ করলে আপনি সহিসালামতে একটি ভালো জায়গায় যেতে পারতেন। গণঅভ্যুত্থানে যদি পতন হয়, তাহলে আপনার অবস্থা কোন জায়গায় কীভাবে দাঁড়াবে চিন্তা করেছেন? ১৯৭৯ সলের গণঅভ্যুত্থান দেখেননি আইয়ুব খানের কীভাবে পতন হয়েছে, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান দেখেননি এরশাদের কীভাবে পতন হয়েছে?’
তিনি বলেন, ‘এই সরকারের তো কোনো অস্তিত্ব নেই। কোনো সরকার থাকলে কি হাজার হাজার, লাখ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়? সব থেকে খারাপ সরকার থাকলেও তো এত টাকা পাচার হওয়ার কথা নয়। তার মানে বোঝা যায় এই সরকারের কোনো অস্তিত্ব নেই। তারা নামে মাত্র সরকার, এই সরকারকে কেউ মানে না। গয়েশ্বর চন্দ্র রায়ের মতো একজন নেতাকে কীভাবে মাটিতে ফেলে পেটানো হয়েছে তা পত্র-পত্রিকাতে এসেছে।’
তিনি আরও বলেন, ‘হঠাৎ করে গয়েশ্বর চন্দ্র রায়ের উত্থান হয়নি, তিনি সাবেক ছাত্র নেতা, যুব নেতা ও সাবেক মন্ত্রী। আমান উল্লাহ আমান গণঅভ্যুত্থানের নেতা, হঠাৎ করে তার উত্থান হয়নি। তাকে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে অচেতন করে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রতিনিধি দল এলো ফুল দিতে। আপনারা কি ইয়ারকি করেন? গয়েশ্বর চন্দ্র রায়ের সামনে টেবিলে খাবার রেখে সারা দেশে প্রচার করলেন। আমরা তো গ্রেপ্তার হয়ে অনেকবার গিয়েছি ডিবি অফিসে, কই তখন তো ছবি তোলেননি, খাবার খাওয়াননি। ইয়ারকি করেন আপনারা?’
‘আমাদের একটাই দাবি বেগম জিয়াকে ভালোয় ভালোয় ছেড়ে দিন। আর যদি না ছাড়েন তাহলে জনতা তাকে জেল ভেঙে মুক্ত করে নিয়ে আসবে। এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে, প্রধানমন্ত্রী আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনি সরকারি কর্মচারীদের আশ্বস্ত করতে চেয়েছেন, তারা যেন ভয় না পায়। ভয় তো ছায়ার মতো আপনার চারদিকে ঘোরাঘুরি করছে। এটা দেশবাসী ও সরকারি কর্মকর্তারাও জানেন। এজন্য সরকারি কর্মকর্তারা আপনার কথায় আশ্বস্ত হতে চাচ্ছেন না।’
এ সময় তিনি পুলিশ বাহিনীর ব্যাপারে বলেন, ‘পুলিশের শতকরা পাঁচজন বাদে বাকি ৯৫ জনই ভালো ছিল। পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধ করেছে। একসময় পুলিশ সুনামের অধিকার ছিল। তবে বর্তমানে পুলিশকে সরকার অপরাধী হিসেবে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। সরকার অপরাধীদের প্রোমোশন দেয়। লজ্জা লাগে আমাদের।’
তারেক রহমানকে মামলা থেকে রেহাইয়ের দাবি জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘তারেক রহমানকে মিথ্যা মামলা থেকে রেহাই দিন। তার বিরুদ্ধে থাকা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আর জুবায়দা রহমানের জন্য জাতির কাছে ক্ষমা চান। যাকে খুশি আপনি (প্রধানমন্ত্রী) মামলা দিচ্ছেন। একটু ভাবেন তো এক কিংবা দুই মাস পরে তো ক্ষমতায় থাকবেন না। পৌনে দুই লাখ মামলায় ৪০ লাখ মানুষকে আসামি করা হয়েছে। আমরা যদি কোর্টে হাজিরা না দেই, আমরা যদি জেলখানার সামনে যাই, তাহলে ৪০ লাখ মানুষকে কোথায় রাখবেন৷ এখনো সময় থাকতে সুন্দরভাবে প্রস্থানের জন্য পদত্যাগ করুন। আর না করলে অমর্যাদাকর পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করছে। সেটা আপনার জন্য ভালো হবে না। কারণ শেখ মুজিবুর রহমানের কন্যা আপনি। আমরা আপনার খারাপ চাই না।’
আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুক পীর সাহেবের সভাপতিত্বে আরও অনেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, বিএনপি গণতন্ত্রের লড়াই করে এবং করছে। দুইবার আমাদের ইতিহাসে আওয়ামী লীগ বহু দলীয় গণতন্ত্রকে ধ্বংস করেছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করার যে কৃতিত্ব সেটা দেওয়া উচিত জিয়াউর রহমানকে। ৭৫ সালে উনি সব রাজনৈতিক দলকে ফেরত আনলেন। এই কৃতিত্ব উনাকে দিতে কেন এতো কার্পণ্য করে আমি বুঝি না। দ্বিতীয়বার ১৯৯০ তে উনার বিধবা স্ত্রী বেগম খালেদা জিয়া যে কষ্ট করেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে এটার একটা স্বীকৃতি দিতে হবে। এই দুইজনকেই স্বীকৃতি দিতে হবে। আওয়ামী লীগ দুইবার গণতন্ত্র ধ্বংস করেছে আর বিএনপি দুইবার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে। এই সিম্পল ইতিহাস মনে রাখতে হবে।
তিনি বলেন, যেভাবে এই জালিম সরকারের অধীনে অত্যাচার হচ্ছে, দুই হাজার আলেম ওলামাদের জেলে আটকে রেখেছে সরকার। জামায়াতে ইসলামীর প্রধানকে জেলে রেখেছে। ওদের কোনো মামলা আমরা বিশ্বাস করি না। ওদের কোনো মামলার রায়ের ওপর আমাদের ভরসা নেই। ওরা কাকে বিচার করে, কাকে অপরাধী বলে, কাকে নিরপরাধী বলে আমি বিশ্বাস করি না। জনগণ এই রায় মানে না। এই সরকার পতনের পর আমরা এইসব রায়কে উঠিয়ে নতুন ব্যবস্থা নেব। যারা আসল অপরাধী তাদের ধরা হবে।
তিনি আরও বলেন, তারেক রহমান, জোবায়দা রহমানসহ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে নামা আমার দল গণঅধিকার পরিষদ ও ৩৭ দলের কর্মীদের নামে আওয়ামী লীগ যে মামলা দিয়েছে সেগুলো টিকবে না। তারা যত খুশি মামলা দিক। তারা ভাবছে এই মিথ্যা মামলা দিয়ে আন্দোলন আটকাতে পারবে। এই মিথ্যা মামলা দিয়ে আমাদের আটকাতে পারবে না। আমরা সুদৃঢ়ভাবে সঠিক পথে আছি সেটা আমরা বুঝতে পারছি। এই জালিম সরকারকে হঠানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাই আমাদের এটা করতে হবে, বাঁচার জন্য করতে হবে। আওয়ামী লীগ একটা সেতু পার হয়ে ক্ষমতায় গিয়েছে, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। তারা সেই সেতুটা পার হয়ে ওপারে গিয়ে ক্ষমতা নিয়ে সেই সেতু উড়িয়ে দিয়েছে। যাতে আর কেউ ব্যবহার না করতে পারে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নাটোরে মহাশ্মশানের মন্দিরে তরুণ দাস হত্যার মূল আসামি গ্রেপ্তার
টাকাটাই শেষ কথা বাকি সব বাতুলতা! শফিক রেহমান সম্পর্কে যা বললেন ডা: জাহেদ
উত্তরা পশ্চিম থানার জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং
ওসি শাহ আলমকে কত টাকার বিনিময়ে ছেড়েছেন, প্রশ্ন হান্নান মাসউদের
দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা
৩১ দফা বাস্তবায়নের লক্ষে লাকসামে বিএনপির জনসভা
এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
শিবচরের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ২
গার পাহাড় সীমান্তে শাড়ি-লেহেঙ্গা, সানগ্লাসসহ ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানকে টপকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ
নরসিংদীতে সাদপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে
রাণীনগর উপজেলা পরিদর্শনে এসে শীতার্তদের শীতবস্ত্র দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল
রাজশাহীর চারঘাটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম