ছাত্রলীগের সমাবেশ : বন্ধ রয়েছে ১১টি রাস্তা, ভোগান্তি
০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৫ পিএম | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৫ পিএম
বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইতোমধ্যে জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। সমাবেশে পাঁচ লাখ লোক জড়ো করার টার্গেট নিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি। এতে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের ১১টি রাস্তায় যান চলাচল বন্ধ রেখেছে পুলিশ। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণের।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে এলাকা ঘুরে এমন তথ্য জানা গেছে।
দুপুরে শাহবাগ থেকে উত্তরা যাওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গন্তব্যের গাড়ি পাননি জবা আক্তার। তিনি বলেন, ‘অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি, এক আত্মীয়ের বাসায় জরুরি যাওয়া দরকার। কিন্তু কেমনে যাব? মাঠের ভেতরে ছাত্রলীগের সমাবেশ কিন্তু রাস্তার অবস্থা এমন কেন, তা বুঝে আসে না।’
রহিমা বেগম নামের আরেক নারী বলেন, ‘আমার বাসা মিরপুরে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমার রোগী ভর্তি। তাই আজ সকালে বাসে শাহবাগে এসেছিলাম। কিন্তু কারওয়ানবাজার আসার পরে বাস অন্য রাস্তায় চলে যায়। এ সময় বাংলামোটর ও শাহবাগের যাত্রীদের কাওরান বাজারে নামিয়ে দেওয়া হয়। পরে সেখান থেকে হেঁটে হেঁটে শাহবাগ মোড়ে আসি। সেখানে এসে কোনো রিকশা না পেয়ে হেঁটে হেঁটে আবার ঢাকা মেডিকেল যাই।’
ইসমাইল নামের এক যুবক বলেন, ‘আমি নিউমার্কেটে একটি দোকানে কাজ করি। আজ বাড়ি যাওয়ার জন্য এসেছিলাম। কিন্তু সেখানে কোনো বাস নেই। তাই দীর্ঘক্ষণ অপেক্ষা করে হেঁটে হেঁটে পল্টন মোড়ে এসেছি। সেখান থেকে একটি রিকশা করে যাত্রাবাড়ী যাব। সেখানে গেলে বাস পাব।’
মৎস ভবন এলাকায় দায়িত্বরত আবু সরকার নামের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজ সকাল থেকেই এই এলাকায় গাড়ি চলাচল সীমিত রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।’
বাংলামোটর, পরিবাগ, মৎস ভবন, শিক্ষা ভবন, হাইকোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল এলাকা ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন এলাকা থেকে বাসে করে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন।
ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের ১১টি স্থানে রাস্তা বন্ধ রাখছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকাল ১০টা থেকে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আয়োজিত এই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভিভিআইপি অনেক অতিথি যোগ দেবেন। তাদের চলাচলের কথা চিন্তা করে এসব রাস্তা বন্ধ রাখা হয়েছে।
ডিএমপি জানায়, কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, উপাচার্য ভবন ক্রসিং বন্ধ বা ডাইভারশন করা হবে। নগরবাসীকে এসব এলাকা বা রাস্তা পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়।
ডিএমপি আরও জানায়, সমাবেশে আগত ব্যক্তিদের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠ (ভিআইপি); মলচত্বর; পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; ফুলার রোড রাস্তার দুই পাশে; দোয়েল চত্বর ক্রসিং থেকে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; নবাব আব্দুল গণি রোড রাস্তার দুই পাশে এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে রাখতে বলা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী
মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক
লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা
'ব্লু অরিজিন' রকেট উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন,শুভকামনা জানালেন ইলন মাস্ক
কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল শুরু
ঝিনাইদহে ২৬ টি দোকান দুঃসাহসিক চুরি টাকা ও মালামাল নিয়ে চম্পট
আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে প্যানেল
বগুড়ায় মটরসাইকেল - ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত
‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি করছিলেন এক প্রতারক , আয় ৩০ কোটি !
মাদকব্যবসা নিয়ে দু-পক্ষের সংঘর্ষ-বোমা হামলা-ভাঙচুর, আহত ২০
জুলাই-আগস্ট গণহত্যা : হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্কুল ছাত্র খুন
ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের মুক্তির জন্য উ.কোরিয়ার সৈন্য বিনিময়ে প্রস্তুত জেলেনস্কি
তারুণ্যের উৎসব উপলক্ষে ঈশ্বরগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কিয়ার স্টারমার ‘ভালো বন্ধু’ টিউলিপকে কি বরখাস্ত করতে পারবেন ?
রেহানার কাছ থেকে রেহাই মিলত না কোনো ব্যাংকের