আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা শুরু, সামাজিক মাধ্যমে যে প্রতিক্রিয়া
২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৫ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
গেল কয়েক মাস আগে ভিসা নীতি ঘোষণার পর যুক্তরাষ্ট্র এরই মধ্যে বাংলাদেশের কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ক্ষমতাসীন দলের সদস্য ও রাজনৈতিক বিরোধীদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে বলে জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া শুরু করার ঘোষণা দেওয়ার পর ঢাকায় মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।
ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিও বার্তায় বলেছেন, আজ শুক্রবার বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর। সেই তালিকায় রয়েছেন- আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধীদলের সদস্য। বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র।
গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও এ ভিসানীতির আওতায় পড়তে পারেন।
এর আগে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পদক্ষেপ নেওয়ার কথা জানান।পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয বিবৃতিটি।
এদিকে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিতেই মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি ব্যাপক শেয়ার করা হয়। ভিডিওর নিচে অনেকেই এই পদক্ষেপকে সাধু্বাদ জানিয়ে প্রশংসা করতে দেখা গেছে। তবে কেউ কেউ সমালোচনাও করেছেন।
পোস্টের নিচে রাকিব আল হাসান নামে একজন লিখেছেন, ভিসা নীতি আরোপের বিষয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। আশা করি এটি বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র এবং ভোটাধিকার রক্ষায় শক্তিশালী ভূমিকা পালন করবে। আমরা পররাষ্ট্র দপ্তরের এই পদক্ষেপকে স্বাগত জানাই।
শাহিন মুন্সি নামে অপর ব্যবহারকারী প্রতিক্রিয়ায় লিখেছেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা এবং দুর্নীতিবাজ আমলা, দুর্নীতিবাজ বিচার বিভাগ এবং শেখ হাসিনার নিকৃষ্ট শাসনের হাত থেকে মুক্ত করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে অভিনন্দন। আমাদের পিঠ দেয়ালের বিপরীতে।
সাইফুর রহমান লিখেছেন, ধন্যবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আশা করি আপনাদের দৃঢ় পদক্ষেপে আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পাব। এবং আমরা আশা করি মার্কিন জনগণ ও বাংলাদেশি জনগণের মধ্যে সম্পর্ক সব সময়ের চেয়ে আরও শক্তিশালী হবে। জয় বাংলা। বাংলাদেশ দীর্ঘজীবী হোক
কামরুল শিহাব দূতাবাস মুখপাত্রের উদ্দেশ্যে লিখেছেন, আমাদের গণতন্ত্রের প্রচার ও সুরক্ষায় আপনার অটল সমর্থনের জন্য আমরা আপনাকে এবং আপনার টিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনার অমূল্য সহায়তা আমাদের গণতান্ত্রিক নীতির ক্রমাগত বৃদ্ধি এবং শক্তি নিশ্চিত করতে সহায়ক হয়েছে। আমাদের ভাগ করা মূল্যবোধের প্রতি আপনার উৎসর্গের আমরা গভীরভাবে প্রশংসা করি।
কাওসার আলি লিখেছেন, আমরা বাংলাদেশের সাধারণ জনগণ এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এই ধরনের নিষেধাজ্ঞা আশা করেছিলাম। এটি অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে একটি সময়োপযোগী সিদ্ধান্ত, বাংলাদেশের জনগণ এই ফ্যাসিবাদী সরকারের শাসন থেকে বাঁচতে চায়, তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু এই ফ্যাসিবাদী সরকার জনগণের মতামতকে প্রাধান্য দেয় না। জোর করে নির্বাচন করতে চায়। অভিনন্দন আমেরিকা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
হুতি আক্রমণের বার্ষিকীতে সংহতির আহ্বান আমিরাত নেতাদের
৯ বছর পর দেশে ফিরে স্ত্রীকে পেলেন ঝুলন্ত অবস্থায়
চীনে জন্মহার হ্রাস, অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা
বিএনপিকে ধুয়ে দিলেন সাংবাদিক মাসুদ কামাল
যুক্তরাজ্য-ইউক্রেন ১০০ বছরের ‘যুগান্তকারী’ চুক্তি
লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ন্ত্রণে আসছে, ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশিরাও
কেন চোখের পানি ধরে রাখতে পারেনি ফারিয়া?
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর মৃত্যু
তাপমাত্রা কমে বাড়বে শীত
এলএন-এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, কলম্বিয়ায় শান্তি আলোচনা বাধাগ্রস্ত
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি হলেন ইউসুফ হোসেন
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পড়েছিল মোটরসাইকেল আরোহীর চূর্ণ-বিচূর্ণ লাশ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদরাই আজকের বাংলাদেশ- কক্সবাজারে শিল্প উপদেষ্টা
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন