নির্বাচনের আগেই প্লট ‘উপহার’ পাচ্ছেন ১৮ সচিব
১৫ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ এএম
নির্বাচন কমিশন সচিবালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিবসহ সরকারের ১৮ জন সিনিয়র সচিব ও সচিবকে রাজধানীর অভিজাত আবাসিক প্রকল্প পূর্বাচলে প্লট ‘উপহার’ দেওয়া হচ্ছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বরাদ্দের সিদ্ধান্ত চূড়ান্ত করে এখন বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়ায় আছে।
বরাদ্দপ্রাপ্তদের মধ্যে সাতজন সিনিয়র সচিব। বাকিরা সচিব বা সচিব পদমর্যাদার কর্মকর্তা। প্লট পাওয়া সিনিয়র সচিবরা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ভূমি সংস্কার বোর্ডের সিনিয়র সচিব আবু বকর ছিদ্দীক, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। তাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদার জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির সাবেক মহাপরিচালক মো. বদরুল আরেফীন।
সচিবদের মধ্যে রয়েছেন- লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মুহাম্মদ সলীম উল্লাহ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর মো. আশরাফ উদ্দিন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য (অর্থ ও প্রশাসন) সাবেক মৎস্য সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) একেএম ফজলুল হক, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।
এ বিষয়ে রাজউকের বোর্ড সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ নূরুল ইসলাম বলেন, বরাদ্দ বিধিমালা অনুসারে রাজউক বিশেষ প্লট দিতে পারে। এসব প্লট বরাদ্দের আদেশ আসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে। রাজউক শুধু সেই আদশ বাস্তবায়ন করে।
বিশেষ কোটার কোনো প্লট অবশিষ্ট নেই। এ বিষয়ে এই বোর্ড সদস্য বলেন, প্রতি বোর্ডসভায় দু-একটি করে প্লট বরাদ্দ বাতিল হয়। মন্ত্রণালয় থেকে যে ১৮ জনের নামে প্লট দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাদের জন্য ছয়টি প্লট প্রয়োজন। প্লটগুলো দেওয়া হবে যৌথভাবে। ১০ কাঠার একটি প্লট তিনজনকে দেওয়া হবে। ১৮ জনের জন্য ৬টি প্লট প্রয়োজন। আশা করি এগুলো ম্যানেজ করতে সমস্যা হবে না।
গত ২৯ আগস্ট রাজউকের ১১তম বোর্ডসভায় সচিবদের নামে বিশেষ কোটায় ১৩এ (১) সি ধারায় প্লট দেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে গত ১৪, ১৬ ও ১৭ আগস্ট ছয়টি চিঠিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজউক চেয়ারম্যানকে সচিবদের নামে প্লট বরাদ্দ দিতে নির্দেশ দেয়।
বিশেষ কোটায় প্রত্যেকের নামে একটি করে প্লট বরাদ্দ দেওয়ার মতো প্লট না থাকায় তিনজনকে যৌথভাবে ১০ কাঠা আয়তনের একটি করে প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে। এভাবে ছয়টি গ্রুপে ১৮ জনকে ৬০ কাঠা জমি বরাদ্দ দেওয়া হবে। এসব প্লটের মূল্য কাঠাপ্রতি তিন লাখ টাকা, যা রাজউকের তহবিলে জমা দিতে হবে। যেই তিনজন ১০ কাঠা আয়তনের প্লট পাবেন তারা চাইলেই প্লট ভাগাভাগি করে ছোট করতে পারবেন না। তাদের যৌথভাবে বাড়ি নির্মাণ করতে হবে।
রাজউকের প্রতিটি প্রকল্পের প্লটের নির্ধারিত মূল্য রয়েছে। একেক প্রকল্পে প্লটের একেক দাম। এর মধ্যে পূর্বাচল প্রকল্পে আবাসিক প্লটের প্রতি কাঠার মূল্য তিন লাখ টাকা। তবে প্রতি কাঠা আবাসিক প্লটের বাজারমূল্য ৫০ লাখ টাকা থেকে এক কোটি টাকা।
রাজউকের এস্টেট ও ভূমি শাখার একজন কর্মকর্তা জানান, পূর্বাচলের ১০ শতাংশ প্লট বিশেষ কোটার জন্য সংরক্ষিত। এসব প্লট ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে। প্লট না থাকার পরও মন্ত্রণালয় থেকে বিশেষ কোটায় প্লট বরাদ্দ দেওয়ার জন্য চিঠি দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের সেই আদেশ বাস্তবায়ন করছে রাজউক। এর আগে একজন সচিবকেই ১০ কাঠার প্লট দেওয়া হয়েছে। এখন যেসব প্লট দেওয়া হচ্ছে সেগুলোর প্রতিটির বাজারদর প্রায় ১০ কোটি টাকা। সেই হিসাবে প্লট বরাদ্দ পাওয়া এই কর্মকর্তারা তিন থেকে সাড়ে তিন কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন সরকারের এক আদেশেই।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু
ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান
একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন
সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার
শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে
শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন
গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা
বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন
লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা
হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন
চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা
৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত
কুমিল্লা নগরীতে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের
রাষ্ট্র সংস্কারের আগে কোন নির্বাচন নয়: ইসলামী আন্দোলন
ইরান-আফগানিস্তান বাণিজ্য বেড়েছে ৮৪ শতাংশ
‘ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার ও গণতন্ত্রের যাত্রা সুসংহত করবে বিচার বিভাগ’
ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার