লন্ডনে বসে থাকা তারেককে পরিচালিত করছে জামায়াত : শামীম ওসমান
১৯ অক্টোবর ২০২৩, ০৫:৫৯ পিএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩, ০৫:৫৯ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বিএনপি-জামায়াতের একমাত্র টার্গেট শেখ হাসিনা। লন্ডনে যে খুনি (তারেক রহমান) বসে আছে, সে এই দেশে নির্বাচন হতে দেবে না। আমরা ক্ষমতাচ্যুত হলে ওরা (বিএনপি-জামায়াত) প্রতিটি জায়গায় মানুষ মারবে। তবে আমরাও বসে থাকব না। আমরা যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান আছি, মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে নামব।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের ডাকবাংলোয় ৪ নভেম্বরের ঢাকা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার এত বছর পরও স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত এই দেশে রাজনীতি করছে। এটা আমাদের জন্য লজ্জার। লন্ডনে বসে থাকা খুনি তারেককে পরিচালিত করছে জামায়াত। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন শক্তি চায় এ দেশে এসে বসতে। বাংলাদেশের বেলায় তাদের সব মানবতা। বিএনপি-জামায়াত ফিলিস্তিন নিয়ে কথা বলে না, অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। যারা ২১ আগস্ট ঘটায়, তাদেরকে গণতান্ত্রিক শক্তি ভাবব কেন? ২১ আগস্টের গ্রেনেড হামলা থেকে নেত্রীকে আল্লাহ বাঁচিয়েছেন। তিনি আমাদের ১৫ বছর ধরে ক্ষমতায় রেখেছেন। তিনি বেঁচে না থাকলে আমরা নিশ্চিহ্ন হয়ে যেতাম। আমাদের তো রাজনীতিতে আসার কথা ছিল না। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমরা জাপানের চেয়ে উন্নত দেশ হতাম।
শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুকে, নেত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে। আমি প্রথমে কিছু বলিনি। ভেবেছি নারায়ণগঞ্জে আরও অনেকেই তো আছেন, তারাই বলুক। এরপর সহ্য করতে না পেরে সমাবেশের আয়োজন করলাম। মানুষের উপস্থিতিতে রাস্তার একপাশের পরিবর্তে দুই পাশই বন্ধ হয়ে গিয়েছিল সেদিন। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অনেকটা পথ হেঁটে মঞ্চে যেতে হয়েছে, গাড়ি নেওয়া যায়নি সেখানে। সমাবেশের চার কিলোমিটারের পর আরও চার কিলোমিটার মানুষে পরিপূর্ণ হয়ে গিয়েছিল।
এ সময় শামীম ওসমান আক্ষেপ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, পার্টির সেক্রেটারি (ওবায়দুল কাদের) এলেন, আজ আজম ভাই এসেছেন, কিন্তু সেলিনা হায়াৎ আইভী অনুপস্থিত। জগতের কেউ পারফেক্ট নন, কিন্তু এই মুহূর্তে আমাদের ঐক্য দরকার। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে ঠেকাতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগই যথেষ্ট।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এ সময় অন্যান্যের মধ্যে বস্ত্র ও পাটমন্ত্রী এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন বিকেলে শুরু
মনোহরদীতে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিলেন প্রিন্সেস রিমা
মানবতাবিরোধী অপরাধীরা যেন নির্বাচন করতে না পারে : বদিউল আলম মজুমদার
মাগুরায় ৬ ইটভাটায় অভিযান: ১৩ লাখ টাকা জরিমানা, ২টি ভাঙ্গচুর
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মাস্কের বিতর্কিত ইশারা নিয়ে তীব্র সমালোচনা
লাখ লাখ ভারতীয় হারাতে যাচ্ছেন মার্কিন নাগরিকত্ব
শরীয়তপুর পৌরসভার খাল উদ্ধার অভিযান শুরু
কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে গৃহবধূকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি
নির্বাচন ব্যবস্থা সংস্কারে ‘সুপারিশ’ নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার
আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা: ট্রাম্প
সড়ক থেকে সরেছেন প্রবাসীরা, স্বাভাবিক হয়েছে যান চলাচল
হিজাববিহীন তাওয়াফ! কে এই পাকিস্তানি নারী?
চীনের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ভারত আমেরিকা
প্রথম সামাজিক অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প-মেলানিয়া
ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়
শিল্পী সমিতি থেকে ফ্যাসিস্ট নিপুণের স্থায়ী বহিষ্কার
অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্পের কঠোর পদক্ষেপ, সিবিপি ওয়ান অ্যাপ বাতিল
টিকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মানসিক অপ্রকৃতস্থ যুবকের মৃত্যু