অপরিকল্পিত খোঁড়াখুঁড়িতে নাকাল উত্তরাবাসী

Daily Inqilab মাসুদ পারভেজ (উত্তরা)

২৬ এপ্রিল ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৪, ১২:১১ এএম

একনেক প্রকল্পের ৪ হাজার ২৫ কোটি টাকা সরকারি বরাদ্দের ছাড় হওয়ায় নতুন ওয়ার্ডের ড্রেন ও রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। নতুন ওয়ার্ডগুলোকে মেইনস্ট্রিমের সাথে যুক্ত করে উন্নয়ন কাজ শুরু করেছেন। ঠিকাদারের ভুল ও কাজের ধীর গতিতে এটি বার বার থমকে যায়। কাজের শর্ত না মেনেই অদক্ষ শ্রমিক দিয়ে লামচামভাবে মেঘা প্রকল্পের কাজ চলছে এমনটাই অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন নতুন করে সিটি করপোরেশনে যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডের মেঘা প্রকল্পের এ কাজে ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলা রয়েছে। কাজের শর্ত অনুযায়ী এ প্রকল্পে ইটা বালু সিমেন্ট যা ব্যবহার করা হবে সব কিছুর গুনগত মান ১ নাম্বার দেওয়ার কথা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, এ কাজে তদারকির অভাবে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করছে তারা। এসব বিষয় জানা জানি হলে এলাকাবাসীর দাবিতে ১ মাস আগে ঠিকাদারের লোকজন কাজ বন্ধ করে দেয়। পানির সরানোর বড় বড় পাইপ বসানোর সময় উপরে নিচে ভিটি বালু দেওয়ার কথা থাকলেও এ নিয়ম মানছে না তারা। এলাকাবাসীর অভিযোগ পাইপের উপরে নিচে ভিটি বালু না দিলে ভবিষ্যতে গাড়ির চাপে পাইপ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও বহুমুখী সঙ্কটে রাজধানীর উত্তরখান দক্ষিণখান থানার নতুন ৭ ওয়ার্ডে কয়েক লাখ মানুষ ঘরবন্দী হওয়ার অভিযোগ উঠেছে। প্রচন্ড তাপপ্রবাহ অস্থির জনজীবন, গরমে ক্লান্ত শ্রমজীবী মানুষ। তার উপর অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুঁড়িতে সড়কের বেহাল দশা, এমন ঘটনায় দুর্ভোগে নাকাল উত্তরার উত্তরখান ও দক্ষিণখান এলাকার সাধারণ মানুষ।

শুস্ক মৌসুমে ও এ ওয়ার্ডগুলোর বিভিন্ন সড়কে রয়েছে পানিবদ্ধতা। সংস্কারের নামে এখানকার বেশির ভাগ সড়ক কেটে ফেলায় শাখা রাস্তা গুলোতে পায়ে হেঁটে চলাচল করা ও কষ্টকর হয়ে উঠেছে। দীর্ঘদিন এখানকার বিভিন্ন সড়ক খোঁড়াখুড়ি অবস্থায় ফেলে রাখায় অটোরিকশা ও গাড়ি চলাচল অনুপযোগী হয়ে উঠার ফলে পায়ে হেঁটেই হাট বাজারে যেতে হয় তাদের ।

দক্ষিণখান মৌশাইর এলাকার জাহাঙ্গীর মিয়া বলেন, তীব্র গরমে ভাঙা সড়কে হাঁটতে হাঁটতে সুস্থ মানুষ ও অসুস্থ হয়ে যায়। অসুস্থ রোগীদের নিয়ে শঙ্কিত তাদের পরিবার। রোগি নিয়ে হাসপাতালে যাওয়ার ভালো কোন রাস্তা নেই, ঘর থেকে বের হয়ে ভাঙাচ‚ড়া রাস্তায় হাঁটতে হাঁটতে আবার ও সড়কের পানিবদ্ধতায় আটকা পড়ে ময়লা পানিতে কাপড় চোপড়া নষ্ট হয় তাদের।

এলাকাবাসী জানান, এখানকার ৪৫/৪৬/৪৭/৪৮/৪৪/৪৯/৫০ নং ওয়ার্ডের বেশির ভাগ শাখা রাস্তা কেটে পাইপ বসানো হলেও অদৃশ্য কারণে ঠিকাদার প্রতিষ্ঠান এটিকে চলাচলের উপযোগী না করে ফেলে রেখেছে। এখানকার পাড়া মহল্লার রাস্তাগুলো সংস্কার না করে ফেলে রেখেই মূল সড়কে আবার কাটাকাটি শুরু করায় এখানকার নাগরিক জীবন অচল হয়ে পরেছে।

জানা যায়, এলাকাবাসীর অভিযোগ অপরিকল্পিত ও এলোমেলোভাবে এখানকার শাখা রাস্তার কাজ শুরু করায় ঘর বন্ধী হয়ে পড়েছে সাধারণ মানুষ। এছাড়াও অপরিকল্পিত খোঁড়াখুড়িতে সীমাহীন দূর্ভোগের স্বীকার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ১০ এপ্রিল থেকে উত্তরা আজমপুর কাঁচাবাজার সড়কে গর্ত করে লাখো মানুষের চলাচলে বাধা সৃষ্টি করেছে। সিসি ঢালাই করা ভালো রাস্তাটি কেটে এভাবে মানুষকে ঘরবন্দী করায় এলাকাবাসি ক্ষুব্ধ। সড়কের খানাখন্দ ছাড়াও এলাকায় রয়েছে গ্যাস ও বিদ্যুৎ ও পানির সঙ্কট। রাস্তায় পাইপ লাগানোর সময় বিভিন্ন জায়গায় ওয়াসার পানির লাইন কেটে ফেলায় অনেকেই জায়গায় খাবার পানির সঙ্কট দেখা দিয়েছে। গ্যাস সঙ্কটেও নাকাল উত্তরখান ও দক্ষিণখানের এলাকাবাসী। যানজট, গ্যাস ও বিদ্যুত সঙ্কটে এখানকার জনদুর্ভোগ চরমে।

প্রায় ৬ লাখ লোকের বসবাস রাজধানীর উত্তরখান, দক্ষিণখান ও তুরাগসহ নতুন ওয়ার্ডে। অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও পানিবদ্ধতার কারণে প্রায় ২ বছর যাবত সড়কের বেহাল দশা। রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে পরিবহন সেবা বন্ধ হওয়ায় সুতা ফেক্টরী, গার্মেন্টস ফেক্টরীসহ শতাধিক মাঝারি শিল্প প্রতিষ্ঠান প্রায় বন্ধের মুখে। এছাড়াও দক্ষিণখান কাঁচকড়া, দোবাদিয়া, প্রেমবাগান এলাকা,আর্মি সোসাইটি এলাকা, হলান ও কাওলা এলাকার শতাধিক ওয়াস ফেক্টরী, ছোট ছোট গার্মেন্টস ফেক্টরী ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ছাড়াও হুমকির মুখে রয়েছে ব্যবসায়ীরা। পরিবহন ও শ্রমিক সঙ্কটে তুরাগের নলভোগ,রানাভোলা,বাউনিয়া এলাকার বিভিন্ন ফ্যাক্টরী গুলোও যে কোন সময়ে বন্ধ হয়ে যেতে পারে বলে জানান ফ্যাক্টরীর মালিকগণ।

সরেজমিনে ঘুরে আরো দেখা যায়, জয়নাল মার্কেট, দক্ষিণখান থানা রোড,বাবুর্চী বাড়ি রোড,কাওলা নর্দাপাড়া আশকোনা প্রাইমারি স্কুল রোগ, উচ্চারটেক মেডিকেল রোড,নগইরাবাড়ী রোড,পন্ডিত পাড়া থেকে সোনার খোলা, সিটি কমপ্লেক্স রোড, দক্ষিনখান বাজার থেকে মাজার রোড, তুরাগের দলিপাড়া, বটতলা থেকে ডেসকো অফিস, হয়ে ভুমি অফিস সংলগ্ন রাস্তা, রাজাবাড়ী, ভাটুলিয়া ধউর,নলভোগ,রানা ভোলা ধরংগারটেক, নয়ানগর ফুলবাড়িয়া ছাড়াও এলাকার আভ্যন্তরীন রাস্তাগুলোর এতোটাই খারাপ অবস্থা পায়ে হেটে চলাচলের অনোপযুগী।

এলাকার রাস্তাঘাট উন্নয়নের কাজ করা দ্রæত গতিতে করার দাবি জানিয়ে, উত্তরখান দক্ষিণখান থানা রোড, ফায়দাবাদ, মোল্লার টেক প্রেমবাগান, আজমপুর কাঁচাবাজার সিএনজি পাম্প, নগইরাবাড়ী রাজাবাড়ি, হেলাল মার্কেট, চানপাড়া এলাকার স্থানীয় ভুক্তভুগী মুরুব্বীগণ ইনকিলাবকে বলেন, নতুন ১৭টি ওয়ার্ডে রাস্তা ঘাটের কাজ শুরু হওয়ার পর থেকে সরকারি ছুটির দিন ছাড়া বাসা বাড়িতে দিনের বেলা প্রায়ই গ্যাস থাকে না। তাছাড়া খাওয়ার পানির অবস্থা খুবই খারাপ, রাস্তা ঘাটও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ ধীর গতিতে চলছে, কাজের গতি বাড়াতে হবে, জনবল বাড়িয়ে এটিকে আরো বেশি বেগবান করতে হবে।

কাজের ধীরগতি ও নানাবিধ অনিয়ম বিষয়ে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনারেল মঈন উদ্দিন ইনকিলাবকে বলেন, এটি মেঘা প্রকল্পের অংশ। ইঞ্জিনিয়ারিং ড্রইং ও প্লান অনুযায়ী সড়কের পাশে বাড়তি জায়গা না থাকায় মাঝ খানেই পয়োনিষ্কাশন ড্রেনলাইন করা হচ্ছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার প্রসঙ্গে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এবং কাজের গতি বাড়ানোসহ গুনগতমান রক্ষা করা হবে।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রাশিয়ার সাথে চলমান সংলাপ অব্যাহত রাখতে হবে : ম্যাক্রোঁ

রাশিয়ার সাথে চলমান সংলাপ অব্যাহত রাখতে হবে : ম্যাক্রোঁ

প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন দণ্ড

ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন দণ্ড

অংশীজনদের নিয়ে উদযাপিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস: পলক

অংশীজনদের নিয়ে উদযাপিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস: পলক

মন্ত্রী-এমপি’র স্বজনদের উপজেলা নির্বাচন থেকে বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত : ওবায়দুল কাদের

মন্ত্রী-এমপি’র স্বজনদের উপজেলা নির্বাচন থেকে বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত : ওবায়দুল কাদের

মধুখালিতে মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক নিহত হেলপার গুরুতর।

মধুখালিতে মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক নিহত হেলপার গুরুতর।

আইন প্রণয়নের ক্ষেত্রে সবসময় দেশের জনগণের কথা চিন্তা করতে হবে : আইনমন্ত্রী

আইন প্রণয়নের ক্ষেত্রে সবসময় দেশের জনগণের কথা চিন্তা করতে হবে : আইনমন্ত্রী

অপকর্মের কারণে বিএনপি-জামায়াত এখন ধ্বংসের দ্বারপ্রান্তে : নাছিম

অপকর্মের কারণে বিএনপি-জামায়াত এখন ধ্বংসের দ্বারপ্রান্তে : নাছিম

রাশিয়ান রকেট হামলায় দোনেৎস্ক অঞ্চলে ২ জন নিহত

রাশিয়ান রকেট হামলায় দোনেৎস্ক অঞ্চলে ২ জন নিহত

ক্র্যাব থেকে আবারও ব্র্যাক ব্যাংকের ‘এএএ' ক্রেডিট রেটিং অর্জন

ক্র্যাব থেকে আবারও ব্র্যাক ব্যাংকের ‘এএএ' ক্রেডিট রেটিং অর্জন

অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান

অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান

শার্শায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় গৃহবধূর নিহত

শার্শায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় গৃহবধূর নিহত

পরিবেশ রক্ষায় গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পরিবেশ রক্ষায় গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যঝুঁকি বিষয়ক গাইডলাইন সারাদেশে ছড়িয়ে দিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যঝুঁকি বিষয়ক গাইডলাইন সারাদেশে ছড়িয়ে দিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

বাজার বুঝে গ্র্যাজুয়েট হওয়ার পরামর্শ দিলেন সালমান এফ রহমান

বাজার বুঝে গ্র্যাজুয়েট হওয়ার পরামর্শ দিলেন সালমান এফ রহমান

যে কোনো দুঃসময়ে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে : প্রধানমন্ত্রী

যে কোনো দুঃসময়ে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে: নৌপ্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে: নৌপ্রতিমন্ত্রী

গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে : মঈন খান

গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে : মঈন খান

আগামীকাল দেশব্যাপী একযোগে ফিলিস্তিনের পতাকা উড়াবে ছাত্রলীগ

আগামীকাল দেশব্যাপী একযোগে ফিলিস্তিনের পতাকা উড়াবে ছাত্রলীগ

সউদী আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

সউদী আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স