বাসচাপায় ২ ছাত্রের মৃত্যুর জের : চুয়েট বন্ধ ঘোষণা

বাসে আগুন আর প্রশাসনিক ভবনের মূল দরজায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের তালা

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

২৬ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম

বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যুর জের ধরে চলা টানা বিক্ষোভের গতকাল বৃহস্পতিবার চার দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সাথে গতকাল বিকেলের মধ্যে ছাত্রদের এবং আজ শুক্রবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষুদ্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করে। সেখান থেকে একটি বাসে আগুন দেওয়া হয়। তাতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া ক্যাম্পাস বন্ধ ঘোষণা করার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের মূল দরজায় তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

গত সোমবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা (২২) ও দ্বিতীয় বর্ষের তৌফিক হোসাইন (২১) নিহত হন। আহত হন জাকারিয়া হিমু (২১) নামে আরো একজন। চুয়েটের কাছাকাছি রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় বেপরোয়া গতির শাহ আমানত পরিবহনের একটি যাত্রীবাসী বাস।
ওই দুর্ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ওই দিন সন্ধ্যায় চুয়েটের সামনে সড়কে নেমে অবরোধ ও গাড়ি ভাঙচুর করেন শিক্ষার্থীরা। সেই থেকে ঘাতক বাসের চালককে গ্রেফতার ও নিহত দুই ছাত্রের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিতসহ বেশ কয়েক দফা দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। প্রতিদিন তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছিলেন।

এসময় গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বাসের চালককে বুধবার গ্রেফতার করা হয়। নিহত দুই ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও আশ^াস দেওয়া হয়। ্এরপরও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখে। আবার টানা আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে চুয়েট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান কর্মকর্তারা।

গতকাল বেলা দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত চলা একাডেমিক কাউন্সিলের ১৫১তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত সব পক্ষকে জানানো হয়। ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের একাডেমিক কাউন্সিলের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভিসি মোহাম্মদ রফিকুল আলম। উপস্থিত ছিলেন সহ-ভিসি মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক মো. রেজাউল করিম প্রমুখ।

দুই সহপাঠী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর চার দিন ধরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। হল ছাড়ার নির্দেশনা পেয়ে শিক্ষার্থীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর এলাকায় থাকা শাহ আমানত পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেন। এ সময় কয়েকজন শিক্ষকের সঙ্গে আপত্তিকর আচরণ করেন কিছু শিক্ষার্থী।

ক্যাম্পাস সূত্র জানায়, দুর্ঘটনার বিষয়টি জানাজানি হওয়ার পর আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সোমবার রাতে প্রথম দফায় সড়ক অবরোধ করা হয়। পুড়িয়ে দেওয়া হয় শাহ আমানত পরিবহনের একটি বাস। পাশাপাশি আরও দুটি বাস ভাঙচুর করা হয়। পরে কর্তৃপক্ষের আশ্বাসে রাত নয়টার দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। পরে সেদিন রাত তিনটায় নতুন আন্দোলনের কর্মসূচি ঠিক করা হয়। এরপর গত বুধবার প্রায় ১৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। গতকালও সকাল থেকে অবরোধ কর্মসূচি পালন করে তারা।
হল না ছাড়ার ঘোষণা প্রশাসনিক ভবনে তালা : ক্যাম্পাস বন্ধ ঘোষণা করার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের মূল দরজায় তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এ ভবনে ভিসি, রেজিস্ট্রারের কার্যালয় রয়েছে। ভিসিসহ কর্মকর্তারা ভবনের ভেতরে অবস্থান করছেন বলে জানা গেছে। বিকেল সাড়ে চারটার দিকে তালা দিয়ে আন্দোলনরত ছাত্র ছাত্রীরা ভবনের নিচে অবস্থান নিয়েছেন।

অন্যদিকে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা হল ছাড়বেন না। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন। তারা আবারও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলোচনায় বসার আহŸান জানান। ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা জানান, তারা ১০ দফা দাবি তুলে ধরেছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব দাবির বিষয়ে যেসব সিদ্ধান্ত নিয়েছে, সেসবের সঙ্গে শিক্ষার্থীরা একমত হননি। তাই আন্দোলন চলছে। কিন্তু প্রশাসন আলোচনায় না বসে হল ত্যাগের নির্দেশ দিয়েছে। কোনো শিক্ষার্থী হল ত্যাগ করবেন না। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা হল ছাড়েননি।

 

 

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ক্র্যাব থেকে আবারও ব্র্যাক ব্যাংকের ‘এএএ' ক্রেডিট রেটিং অর্জন

ক্র্যাব থেকে আবারও ব্র্যাক ব্যাংকের ‘এএএ' ক্রেডিট রেটিং অর্জন

অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান

অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান

শার্শায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় গৃহবধূর নিহত

শার্শায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় গৃহবধূর নিহত

পরিবেশ রক্ষায় গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পরিবেশ রক্ষায় গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যঝুঁকি বিষয়ক গাইডলাইন সারাদেশে ছড়িয়ে দিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যঝুঁকি বিষয়ক গাইডলাইন সারাদেশে ছড়িয়ে দিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

বাজার বুঝে গ্র্যাজুয়েট হওয়ার পরামর্শ দিলেন সালমান এফ রহমান

বাজার বুঝে গ্র্যাজুয়েট হওয়ার পরামর্শ দিলেন সালমান এফ রহমান

যে কোনো দুঃসময়ে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে : প্রধানমন্ত্রী

যে কোনো দুঃসময়ে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে: নৌপ্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে: নৌপ্রতিমন্ত্রী

গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে : মঈন খান

গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে : মঈন খান

আগামীকাল দেশব্যাপী একযোগে ফিলিস্তিনের পতাকা উড়াবে ছাত্রলীগ

আগামীকাল দেশব্যাপী একযোগে ফিলিস্তিনের পতাকা উড়াবে ছাত্রলীগ

সউদী আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

সউদী আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

সাতক্ষীরায় উপজেলা পরিষদের এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সাতক্ষীরায় উপজেলা পরিষদের এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ভোলায় নিষেধাঞ্জার দুই মাস পর জেলেরা নদীতে গেলেও মিলছে না কাংখিত ইলিশ

ভোলায় নিষেধাঞ্জার দুই মাস পর জেলেরা নদীতে গেলেও মিলছে না কাংখিত ইলিশ

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু

একের পর এক ‘অশ্লীল’ ভিডিও ফাঁস করেন চালক, বিপাকে জেডিএস নেতা

একের পর এক ‘অশ্লীল’ ভিডিও ফাঁস করেন চালক, বিপাকে জেডিএস নেতা

ব্রাজিলে ভয়াবহ বন্যায় বসতবাড়ি হারিয়েছে প্রায় ৭০,০০০ বাসিন্দা

ব্রাজিলে ভয়াবহ বন্যায় বসতবাড়ি হারিয়েছে প্রায় ৭০,০০০ বাসিন্দা

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি

বহিস্কৃত হয়েও পঞ্চগড়ে ভোটের মাঠে অটল বিএনপি নেতারা

বহিস্কৃত হয়েও পঞ্চগড়ে ভোটের মাঠে অটল বিএনপি নেতারা

সেনাবাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী

আব্রামস ও ব্রাডলি ট্যাঙ্ক ধ্বংস, এক সপ্তাহে ইউক্রেনের ৪,২৮৭ সেনা নিহত

আব্রামস ও ব্রাডলি ট্যাঙ্ক ধ্বংস, এক সপ্তাহে ইউক্রেনের ৪,২৮৭ সেনা নিহত