মধুখালীতে দুই ভাইকে হত্যায় জড়িতরা ধরাছোঁয়ার বাইরে

ওসির শেল্টারেই চেয়ারম্যান তপনের নানা অপকর্ম

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৩ মে ২০২৪, ১২:২৮ এএম | আপডেট: ০৩ মে ২০২৪, ১২:২৮ এএম

ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লিতে মন্দিরে আগুন দেয়ার গুজব ছড়িয়ে দুই ভাইকে হত্যায় জড়িত ইউপি চেয়ারম্যান শাহ্ মো. আসাদুজ্জামান তপন ও ইউপি সদস্য অজিত সরকার ১৫ দিনেও ধরাছোঁয়ার বাইরে। নানা অপকর্মে সিদ্ধহস্ত ইউপি চেয়ারম্যান-মেম্বার মধুখালী থানার ওসি মিরাজ হোসেনের শেল্টারে নানা অপকর্ম করে আসছিলো।

দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্ম এবং বিকাশ প্রতারকচক্রের হোতা চেয়ারম্যান তপনের সাথে মধুখালী থানার ওসির সখ্যতা ওপেন সিক্রেট। এমনকি কোরআনের হাফেজ দুই ভাইকে ঠান্ডা মাথায় পিটিয়ে হত্যার পর স্থানীয় পুলিশ চেয়ারম্যান-মেম্বারকে গ্রেফতার না করে পালিয়ে যেতে সহযোগিতা করেছে বলে অভিযোগ রয়েছে। দখল ও চাঁদাবাজিসহ নানা অপকর্ম এবং বিকাশ প্রতারকচক্রের হোতা চেয়ারম্যান তপনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মধুখালী থানার ওসি মিরাজ হোসেনের কাছে গেলে কোন প্রতিকার পাওয়া যেত না। উল্টা অভিযোগকারীর সম্পর্কে তথ্য জানিয়ে দেয়া হতো চেয়ারম্যান তপনের কাছে। যা তদন্ত করলেই বেরিয়ে আসবে বলে স্থানীয়দের দাবি। এরই মধ্যে তপন ও অজিতকে ধরিয়ে দিতে ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকেও সংবাদ সম্মেলনে বলা হয়েছে, দ্রæতই তারা ধরা পড়বে। এর পরেও ইউপি চেয়ারম্যান তপন ও ইউপি সদস্য অজিত সরকার কেন গ্রেফতার হচ্ছে না তা নিয়ে ফরিদপুরসহ সারাদেশের মানুষের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

নিহত দুই ভাই আশরাফুল (২১) ও আরশাদুল (১৫)-এর চাচা আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, পঞ্চপল্লিতে শ্রমিকদের খুন, জখম ও মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান তপন ও ইউপি সদস্য অজিত সরাসরি জড়িত। চাঁদা না দেয়ায় আমার দুই ভাতিজাকে হত্যা করা হয়েছে। ঘটনার কয়েকদিন আগে তারা (নিহতরা) মোবাইল ফোনে জানিয়েছিল, সেখানে ঝামেলা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য অজিত সরকার চাঁদা চেয়েছিল। এ নিয়ে তাদের সঙ্গে বাগ্বিতÐা হয়। এরপরই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছেন, চেয়ারম্যান তপন আগে থেকেই দখল ও চাঁদাবাজিতে জড়িত। নিজস্ব বাহিনী দিয়ে তিনি চাঁদাবাজি নিয়ন্ত্রণ করত। মধুখালী থানার ওসি মিরাজ হোসেনের সাথে সখ্যতা থাকায় বিভিন্ন অপকর্ম করলেও ভয়ে তার (চেয়ারম্যান) বিরুদ্ধে কেউ মুখ খোলে না। দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্ম তিনি চালিয়ে যাচ্ছিল। এছাড়া বিকাশ প্রতারকচক্রের মূল হোতা তপন। প্রতারকচক্রের কোনো সদস্য সমস্যায় পড়লে তাৎক্ষণিক তপন তাদের পাশে দাঁড়ায় এবং তাদের ছাড়িয়ে নিত। এছাড়া বিকাশ প্রতারকচক্রের টাকা তুলতে এলাকার কয়েকজন ইউপি সদস্যসহ কয়েকজন পাতি নেতাও সহযোগিতা করে। তাদের মধ্যে ইউপি সদস্য নকিব, রাজন, সাঈদ শেখ, কবিরুল, মামুন মাস্টার, আতিয়ার, সাইফুল, মিল্টন, শরিফুল, অদুৎসহ অনেকের নাম উঠে এসেছে। এসব লোক দিয়ে চেয়ারম্যান তপন হাতুড়ি ও জমি দখল বাহিনী গড়ে তুলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভেল্লাকান্দি গ্রামের এক বাসিন্দা জানান, এলাকায় মাদক, বালুমহাল দখল থেকে শুরু করে সব অন্যায় কর্মকাÐে চেয়ারম্যান তপন জড়িত। তার বিরুদ্ধে কথা বললে ধরে নিয়ে নির্যাতন করা হয়। সরকারি সব অনুদান নিজের বাহিনীর সদস্যদের মধ্যে বিতরণ করে। নাম প্রকাশ না করে ডুমাইন ইউনিয়নের এক ব্যক্তি জানান, খুবই ধুরন্দর তপনের বিরুদ্ধে কেউ গেলে নিজস্ব বাহিনী দিয়ে শায়েস্তা করে। আর তা না পারলে কৌশলে প্রশাসনকে কাজে লাগিয়ে সে তাদের শায়েস্তা করতে নানা ফন্দিফিকির করত। মধুখালী থানার ওসিরসাথে সখ্যতা ছিল ওপেন সিক্রেট। ফলে কেউ স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পেত না।

সূত্র জানায়, বিভিন্ন সংস্থার দাবিÑদুই ভাইকে হত্যার সঙ্গে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন ও ১নং ওয়ার্ড সদস্য অজিত কুমার সরকারের সম্পৃক্ততা পাওয়া গেছে। ২১ এপ্রিল ফেসবুকে ছড়িয়ে পড়া ১৫ ও ৪৩ সেকেন্ডের দুটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে বিদ্যালয়ের কক্ষে মেঝেতে ফেলে পেটানো হচ্ছে। এ সময় ইউপি চেয়ারম্যান তপন ও ইউপি সদস্য অজিতকে উসকানি দিতে দেখা যায়। জড়িতরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে সূত্র দাবি করেছে। অপর ভিডিওতে দেখা গেছে, সেখানে নির্মাণ শ্রমিকদের পিঠমোড়া করে বেঁধে দাড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমন সময় খবর পেয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান তপন ঘটনাস্থলে ছুটে আসেন। ভিডিওটিতে সেখানে স্থানীয় ইউপি সদস্য অজিত মেম্বারের সঙ্গে চেয়ারম্যানকেও দেখা যায়।

ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম মাসুম সাংবাদিকদের জানান, সন্ত্রাসী কর্মকাÐ, নিজস্ব দখলদার বাহিনী তৈরিসহ নানা অপকর্মের সঙ্গে চেয়ারম্যান তপন জড়িয়ে পড়ে। নিরপক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা ইনকিলাবকে বলেন, দুই সহোদর হত্যাসহ অন্য শ্রমিকদের ওপর হামলার যিনি নেতৃত্বে ছিলেন- তিনিই (চেয়ারম্যান) আবার পুলিশ নিয়ে চষে বেরিয়েছেন আসামিদের গ্রেফতারে। আবার জনতার কাতারে মিলে তিনি সেবকও হবার চেষ্টা করেছেন। এমন একজন ভয়ঙ্কর এবং ঠান্ডা মাথার ক্রিমিনাল ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামানকে সহজে গ্রেফতার করা যে সম্ভব নয় সেটিই স্বাভাবিক। যার রয়েছে একদিকে রাজনৈতিক প্রভাব, রয়েছে স্থানীয় প্রশাসনের সাথে সখ্যতা, এছাড়া রয়েছে অঢেল অর্থ। অথচ এরকম একজন অপরাধীর গতিবিধির ওপর শুরু থেকেই নজর না রেখে তাকে পালাতে সময় দেয়া হলো দীর্ঘ ১৫ দিন। স্থানীয়দের শঙ্কা ইতিমধ্যে হয়তো ভারতে পালিয়ে গেছেন অভিযুক্ত চেয়ারম্যান-মেম্বার।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লি গ্রামে একটি কালীমন্দিরে প্রতিমার কাপড়ে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে পাশের প্রাথমিক বিদ্যালয়ে অবস্থানরত শ্রমিকদের ওপর হামলা হয়। এতে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামের দুই ভাই কোরআনের হাফেজ আশরাফুল (২১) ও আরশাদুল (১৫)কে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। বিদ্যালয়ের শৌচাগার নির্মাণে কর্মরত দুই ভাইকে হত্যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়। এর পরেও র‌্যাব-পুলিশের অভিযানে জড়িতরা গ্রেফতার না হওয়ায় ফরিদপুরসহ সারাদেশের শান্তিপ্রিয় মানুষের প্রশ্ন দুই হাফেজ খুনের সাথে জড়িতরা কি আইনের উর্ধ্বে।

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি শুরু

ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি শুরু

শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন

শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন

শিগগিরই বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট

শিগগিরই বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট

বাইডেনকে তিরস্কার করে ইসরায়েলে অস্ত্র পাঠাতে বিল পাস

বাইডেনকে তিরস্কার করে ইসরায়েলে অস্ত্র পাঠাতে বিল পাস

র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা : যুক্তরাষ্ট্র

র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা : যুক্তরাষ্ট্র

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো

মেরুকরণই হাতিয়ার মোদির! ভারতে ধর্মের কার্ড খেলার ট্র্যাডিশন চলছেই

মেরুকরণই হাতিয়ার মোদির! ভারতে ধর্মের কার্ড খেলার ট্র্যাডিশন চলছেই

অত্যাধুনিক রকেটের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

অত্যাধুনিক রকেটের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

কুয়েতে নতুন রাষ্ট্রদূত হলেন মেজর জেনারেল তারেক

কুয়েতে নতুন রাষ্ট্রদূত হলেন মেজর জেনারেল তারেক

স্বামীর উপহারের টাকায় লটারি কিনে কোটিপতি স্ত্রী

স্বামীর উপহারের টাকায় লটারি কিনে কোটিপতি স্ত্রী

হাজীগঞ্জে খালে ভাসছিল অজ্ঞাত নারীর লাশ

হাজীগঞ্জে খালে ভাসছিল অজ্ঞাত নারীর লাশ

রাজধানীর বাসাবোয় ১০ তলা বিল্ডিংয় থেকে পড়ে ২ শ্রমিক নিহত

রাজধানীর বাসাবোয় ১০ তলা বিল্ডিংয় থেকে পড়ে ২ শ্রমিক নিহত

সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অধ্যক্ষের কক্ষে শিক্ষককে পেটালেন ছাত্রলীগ নেতা

অধ্যক্ষের কক্ষে শিক্ষককে পেটালেন ছাত্রলীগ নেতা

বিজিবি'র পৃথক অভিযানে ৪ কেজি আইস উদ্ধার, আটক-১

বিজিবি'র পৃথক অভিযানে ৪ কেজি আইস উদ্ধার, আটক-১

সব বিষয়ে পাস, বাস্তব প্রশিক্ষণে নম্বর না দেয়ায় ফেল ১৩ শিক্ষার্থী

সব বিষয়ে পাস, বাস্তব প্রশিক্ষণে নম্বর না দেয়ায় ফেল ১৩ শিক্ষার্থী

হজ পালনে সউদী গেছেন ২৪ হাজার ২৩৬ জন বাংলাদেশি

হজ পালনে সউদী গেছেন ২৪ হাজার ২৩৬ জন বাংলাদেশি

২২ মে থেকে বাজারে নওগাঁর আম, সবশেষে আম্রপালি

২২ মে থেকে বাজারে নওগাঁর আম, সবশেষে আম্রপালি

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

৬৪ বছর বয়সে বিমান চালনার স্বপ্ন-পূরণ

৬৪ বছর বয়সে বিমান চালনার স্বপ্ন-পূরণ