কৃষিতে এক অসাধারণ ভূমিকা রেখে চলছে কেজিএফ
১০ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম
কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর যাত্রা ২০০৮ খ্রি. হতে অদ্যাবধি ২৩৪টি প্রকল্পে অর্থায়ন করা হয়। বর্তমানে ১০০টির বেশি প্রকল্প চলমান রয়েছে। সমাপ্ত প্রকল্প থেকে এ পর্যন্ত ফসলের ৬৫টি, প্রাণিসম্পদের ২৭টি, মৎস্য সম্পদের ৮টি প্রযুক্তি উদ্ভাবন করা হয়। দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিকেজিইটি-কেজিএফ আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করে আসছে।
কৃষি গবেষণা ফাউন্ডেশন একটি অ-লাভজনক গবেষণা প্রতিষ্ঠান। কেজিএফ দেশের সার্বিক কৃষি তথা শস্য, মৎস্য, প্রাণী সম্পদ, আর্থ সামাজিক ও নীতি-নির্ধারণী বিষয়ে গবেষণা ও উন্নয়নের জন্য অর্থায়ন করে থাকে, যা সরাসরি কৃষক, খামারী ও দেশের নীতি-নির্ধারণীতে কাজে লাগে বলে জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক।
প্রতিষ্ঠানটি পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে গবেষণা-প্রস্তাবনা আহŸান করে থাকে। প্রকল্প সমূহ কেজিএফ এ কর্মরত বিশেষজ্ঞ বিজ্ঞানীবৃন্দ প্রথমত: যাচাই বাছাই করে তৎপর কেজিএফ এর পরিচালনা পরিষদ কর্তৃক অনুমোদিত ১৫ সদস্য বিশিষ্ট একটি কারিগরি বিশেষজ্ঞ কমিটি কর্তৃক মূল্যায়ন করে উপযুক্ত বাছাইসহ প্রকল্পসমূহ পরিচালনা পরিষদের অনুমোদনক্রমে অর্থায়ন করা হয়।
বিজ্ঞানী নিয়োগ প্রক্রিয়া সর্ম্পকে জানতে চাইলে নির্বাহী পরিচালক বলেন, গবেষণা কার্যক্রম পরিচালনা করার জন্য কেজিএফ এ দেশের সবোর্চ্চ অভিজ্ঞ, দক্ষ, মেধাবী ও সৎ কৃষি বিজ্ঞানী, যারা ইতোমধ্যে স্ব-স্ব ক্ষেত্রে গবেষণায় অনবদ্য অবদান রেখেছেন তাদেরকে নিয়োগ করা হয়। এ নিয়োগ প্রক্রিয়াটি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কমিটির সুপারিশ এবং পরিচালনা পরিষদের অনুমোদনক্রমে করা হয়ে থাকে। তাই কাউকে পূনর্বাসন নয় বরং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তাদের উপযুক্ততা এবং মেধাকে কৃষি গবেষণা ও উন্নয়নে বর্বোচ্চ কাজে লাগনোর জন্য নিয়োগ প্রদান করা হয়।
কেজিএফ এর প্রকল্পের কার্যক্রম সর্ম্পকে বলতে গিয়ে নির্বাহী পরিচালক বলেন, স্বল্প-মধ্যম মেয়াদি প্রকল্পসমূহের আওতায় কেজিএফ মোট ১৫০টি প্রকল্প বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সমাপ্ত করেছে এবং প্রকল্পগুলো থেকে উদ্ভাবিত প্রযুক্তিসমূহ গবেষণা প্রতিষ্ঠান, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য অধিদপ্তর এর মাধ্যমে মাঠ পর্যায়ে স¤প্রসারণের কাজ চলছে। বর্তমানে আরও শতাধিক গবেষণা প্রকল্প অঞ্চলভিত্তিক মাঠ পর্যায়ে চলমান রয়েছে। মধ্যম-দীর্ঘমেয়াদি প্রকল্পের আওতায় ৫টি প্রকল্প পরিচালিত হয়েছে যার মধ্যে ৩টি প্রকল্পের কার্যক্রম সমাপ্ত এবং ২টির কার্যক্রম চলমান আছে।
তাছাড়াও কেজিএফ স্বল্প-মধ্যম মেয়াদি Capacity Enhancement Program এর অধীনে ৬টি প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে, যার মধ্যে ৩টি প্রকল্পের কার্যক্রম সমাপ্ত এবং ৩টির কার্যক্রম চলমান আছে। এছাড়াও কেজিএফ International Collaborative Program এর আওতায় ৬টি প্রকল্প নিয়ে কাজ করছে যেখানে দেশি- বিদেশি যৌথ অর্থায়নে প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে, তন্মধ্যে ৩টি প্রকল্পের কার্যক্রম সমাপ্ত এবং ৩টির কার্যক্রম চলমান আছে। এ সমাপ্ত Collaborative প্রকল্পের সাথে যুক্ত আছে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান যেমন- IRRI, CIMMYT, ACIAR, CSIRO েইত্যাদি এবং বিদেশী সনামধন্য বিশ্ববিদ্যালয় যেমন-
Murdoch Univrsity, Kurtain University, University of Western Australia, Saskatchewan University, Canada| এরফলে বাংলাদেশী বিজ্ঞানীদের আন্তর্জাতিক পরিসরে গবেষণা করার সুযোগ ঘটে। কেজিএফ প্রোগ্রামের আওতায় নতুন ভাবে সংযোজিত হয়েছে কেজিএফ এর পাইলট এবং বানিজ্যিকীকরণ প্রকল্প যা চলমান আছে। কৃষির সমসাময়িক বিষয়ের উপর স্বল্প বাজেটে স্বল্প মেয়াদি ২২ প্রকল্পের জন্য কেজিএফ হতে থোক বরাদ্দের কেজিএফ-বিকেজিইটি এর অর্থায়নে বাস্তবায়নাধীন আছে যার মধ্যে ২১টি প্রকল্পের কার্যক্রম সমাপ্ত এবং ১টির কার্যক্রম চলমান রয়েছে।
কেজিএফ এর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গিয়ে তিনি বলেন, ডেল্টা প্ল্যানে উল্লেখিত ৬টি হটস্পটে গবেষণা কার্যক্রম জোরদারকরণ করা হবে। তাছাড়া লাগসই প্রযুক্তিসমূহ স¤প্রসারণের লক্ষ্যে গবেষণা-স¤প্রসারণ এজেন্সি-কৃষকের মধ্যে যোগসুত্র জোরদার করা এবং প্রত্যন্ত এলাকার বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে মেধাবী গবেষকদের প্রকল্পে অর্থায়নের সুযোগ সৃষ্টি করা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারতের অপকর্ম অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ
কলকাতার হাসপাতাল বাংলাদেশীদের চিকিৎসা না দেওয়ার খবর ‘মিথ্যা’: ভারতীয় মিডিয়া
মানিকগঞ্জে সই নকল করে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
অভিভাবকের কাছে ইউএনও’র খোলা চিঠি
৬০ বিজিবির অভিযানে ৪৪ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
উপায়ান্তর না দেখে বাংলাদেশিদের চিকিৎসায় অতিরিক্ত ছাড়ের ঘোষণা দিলো কলকাতার হাসপাতাল
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
বিএনসিসির সহায়তায় দেশ নিরাপদ জায়গায় এসেছে : সেনাপ্রধান
রাঙ্গামাটি জেলা প্রশাসককে রাঙ্গামাটি প্রেস ক্লাবের বদলিজনিত বিদায় ও ফুলেল শুভেচ্ছা
দৌলতপুরে ৭৯৫ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান ও সচিবের আইডি সাময়িক বন্ধ
নারী নির্যাতন বন্ধে পুরুষদের বেশি এগিয়ে আসতে হবে
কাপ্তাইয়ে রাঙ্গামাটি জেলা পরিষদ দু'ই সদস্যকে সংবর্ধনা ও তিতুমীর একাডেমির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার ঘটনায় গ্রেপ্তার ৩
সিংগাইরে দুধর্ষ ডাকাতি, ১০ লক্ষ টাকার মালামাল লুট
সালথায় ঘরের চালা কেটে শিশুকে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
বাংলাদেশ বিমান বাহিনীর নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকওয়াজ অনুষ্ঠিত
গাজায় যুদ্ধবিরতির আহ্বানে টার্নার প্রাইজ বিজয়ী স্কটিশ শিল্পী জাসলিন কাউর
সোনাহাট স্থলবন্দরে কমিটি গঠন নিয়ে দ্বন্ধ, সংবাদ সম্মেলন করে ২ গ্রুপের নতুন কমিটি গঠনের দাবি
নোয়াখালীর গুলিবিদ্ধ আরমানের চিকিৎসা খরচ নিয়ে বিপাকে পরিবার
লিয়ামের স্মৃতি বিজড়িত বাড়ি ছেড়ে কান্নায় ভেঙে পড়লেন লিয়াম পেইনের প্রেমিকা