শাহজালাল বিমানবন্দরের সব নিরাপত্তা পাস স্থগিত
১৯ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী ৩০ নভেম্বরের পর থেকে বর্তমান পাসের কার্যকারিতা থাকবে না, ৩০ নভেম্বরের পর থেকে বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে প্রয়োজন হবে নতুন ইস্যু করা নিরাপত্তা পাস। গত ১২ নভেম্বর বেবিচক সদস্য (সিকিউরিটি) এয়ার কমোডর মোহাম্মদ নাইমুজ্জামান খানের স্বাক্ষরিত এক সার্কুলারে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
সার্কুলারে বলা হয়, বেবিচকের ‘এয়ারপোর্ট পাস নীতিমালা-২০২০’ অনুযায়ী ৩০ নভেম্বর থেকে আগের ইস্যু করা পাসগুলো স্থগিত ঘোষণা করা হলো। নিরাপত্তা পাস নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে সিভিল এভিয়েশন অথরিটির নিয়ন্ত্রণাধীন এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) ইস্যু করা এভসেক আইডি নম্বরসহ নতুন পাস সংগ্রহ করতে হবে। এক্ষেত্র গত ৬ ডিসেম্বর ২০২২ এ জারিকৃত বেবিচকের নির্দেশনা অনুযায়ী এই এভসেক পাস ইস্যু করা হবে।
আন্তর্জাতিক মান অনুযায়ী বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে বেবিচকের অঙ্গীকারের অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়। সার্কুলারে আরও বলা হয়, আগামী ৩০ নভেম্বর থেকে পূর্বে ইস্যু করা সব নিরাপত্তা পাস বাতিল হয়ে যাবে। ৩০ নভেম্বর থেকে শুধুমাত্র বৈধ এভসেক আইডি কার্ডধারীরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে পারবেন। এভসেক আইডি কার্ড ছাড়া কাউকেই বিমাবন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে না দেয়ার বিষয়ে বেবিচক কর্তৃপক্ষের কঠোর অবস্থানের কথাও জানানো হয় সার্কুলারে।
এছাড়া বিমানবন্দরে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মী ও অন্যান্য সংশ্লিষ্টদের (এয়ারলাইন্সসহ অন্যান্য) প্রতি নির্ধারিত প্রক্রিয়া মেনে এভসেক আইডির আবেদন জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে। যেসব এভসেক কর্মী এই নতুন এভসেক আইডি ইস্যু প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকবেন প্রয়োজন হলে নিয়মিতভাবে তাদের প্রশিক্ষণ প্রদানের নির্দেশনাও দেয়া হয় সার্কুলারে। নতুন এভসেক আইডি প্রাপ্তির ক্ষেত্রে কোনো বিলম্ব কিংবা অন্য কোনো সমস্যা হলে সংশ্লিষ্টদের অবিলম্বে বেবিচকের সংশ্লিষ্ট দফতরে যোগাযোগের জন্যও সার্কুলারে আহ্বান জানানো হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : সৈয়দা রিজওয়ানা হাসান
বল হাতে বাংলাদেশের ভালো শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
মানবপাচারকারীদের প্ররোচনায় : স্বপ্ন পূরণে হাতছানি!
অবিলম্বে ফারাবিসহ সকল মাজলুম আলেমদের মুক্তি দিন, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
জগন্নাথের সহকারী প্রক্টরকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
আপনারা এখন কোথায়: আ.লীগকে জামায়াত নেতা
আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ভারতীয় শিক্ষার্থীর
বিশ্বস্ত পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্প
জনসমর্থন হারাচ্ছে জার্মানির ক্ষমতাসীন দল
ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত, নিহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপি'র সব সময় থাকবে!
বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে গতিশীল: রিজভী
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল এখন ঢাকায়
‘আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাবে কানাডা’
সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করা হবে- রেলপথ উপদেষ্টা
দেড় যুগ পর গোলাপগঞ্জে প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলনে জনতার ঢল
উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ