'আপনার মতো ফ্যাসিজমের নিকৃষ্ট দালালদের মুখে যে কেউ কালো রং মেখে দেয় না - শোকর করেন'
২১ নভেম্বর ২০২৪, ০১:২১ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ০১:২১ পিএম
ফাহাম আবদুস সালাম সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, আপনার মতো ফ্যাসিজমের নিকৃষ্ট দালালরা যে এখনো রাস্তায় হাটতে পারেন - মুখে কেউ কালো রং মেখে দেয় না - শোকর করেন। আপনার মতো নিকৃষ্ট খুনীর একটা শীর্ষ দালালকে আবার প্রথম আলো প্ল্যাটফর্ম দিয়ে নর্মালাইজও করে।
সালাম বলেন, এইটা যদি স্পেইন কিংবা ইটালি হতো - আপনাকে কী করতো ভাবলেই আমি শিউরে উঠি। আপনাদের স্পর্ধা আমাকে বিস্মিত করে। ৫ থেকে ৮ অগাস্ট কিছু করা হয় নাই দেখে আপনাদের মধ্যে কোনো কৃতজ্ঞতা জন্মায় নাই। দিনবাদিন দুঃসাহস বেড়েই চলেছে।
তিনি বলেন, তরুণ প্রজন্ম উৎসের সাথে ঠিকই যুক্ত আছে। শুধু আপনাদের মতো খুনীদের গোলাম ও ভারতের দালালদের থেকে বিচ্যূত হয়েছে। আপা মর বলা আপামর জনতা আপনাদের য়ে করেছে। ভালো হয়েছে।
উল্লেখ্য, সুলতানা কামাল বলেছেন, তরুণ প্রজন্ম উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে বাঁচবে না। তিনি প্রধান উপদেষ্টার একটি বক্তব্যের রেশ ধরে বলেন, রিসেট বাটন টিপে দেওয়াই যায়, তারপর কী হবে, সে বোধটুকুও থাকতে হবে। আজকের প্রথম আলোতে এসব কথা প্রকাশিত হয়েছে।
ফাহাম আবদুস সালামের ওই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং নেটিজনরা সুলতানা কামাল ও প্রথম আলোর সমালোচনা করে নানা মতামত দিয়েছেন। কঠিনতম শাস্তির দাবি করেছেন অনেকেই। আরকান উল্লাহ হারুনি লিখেছেন, জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল উপদেস্টাদ্র মেউ মেউ এর কারনে এই সকল .. স্বৈর দালাল মাথা বের করার সুযোগ পেয়েছে ..বলে মনে করে বিজ্ঞ মহল .,! ফাতেমা তুজ জোহরা লিখেছেন, প্রথম আলো একটা একটা করে দালাল দের ফুটেজ দিয়ে আবার সমাজে জায়গা করে দিচ্ছে। এই ফ্যাশিস্ট চিড়িয়া পুনর্বাসন প্রকল্পের অগ্রগতি তলে তলে হলেও ভালোই দ্রুত।
তারিক সাদাত লিখেছেন, এই চিড়িয়াদের জন্য একটা চিড়িয়াখানা বানানো হোক। মো. সাইফুল ইসলাম লিখেছেন, আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে ৫-৮ আগস্ট। এই দিনগুলো আর ফিরে আসবে না। ঐ ৩দিন শুধু বাটামের উপ্রে রাখার দরকার ছিলো। আমি নিজেও শান্ত থাকার পোস্ট দিছি, এখন মনে হচ্ছে ভুল করছি।
নিকিতা সরকার লিখেছেন, আমরা এমন এক দুর্ভাগা জাতি! আমাদের সিনিয়র প্রজন্মের সবগুলোই এক একটা দেশদ্রোহী দালাল, যারা চেতনা বিক্রি করার নামে দেশ বিক্রি করে, জাতির ভাগ্য বিক্রি করে পর দেশীয় একটা রাষ্ট্রের কাছে। অনুপ রায়হান লিখেছেন, প্রথম আলোকে কেন জয় বাংলা করা দরকার আবারও প্রমাণ দিলো। এদেরকে পুনর্বাসনের কাজ দায়িত্ব সহকারে চালিয়ে যাচ্ছে প্রথম আলো।
মো. আবদুস সালাম লিখেছেন, এজন্যই তো অভ্যুত্থানে আহত ভাইদের থেকেও প্রথম আলো ঘেরাও করার ডাক আসে!! ঠিকই আছে, এমন পত্রিকা থাকাই উচিত না যারা দালালদের প্রমোট করে। ফখরুল আবেদিন লিখেছেন, কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের কাজকর্মের জন্য লজ্জা পায় না। কিন্তু তাদের কাজকর্ম দেখে অন্যরা লজ্জা পায়। এই যে অন্যরা লজ্জা পায়, এইটা নিয়েও তাদের কোনো লজ্জা নাই কিংবা অনুশোচনাও নাই। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এই জাতীয় মানুষের সংখ্যা প্রচুর।
তাইব আহমেদ লিখেছেন, প্রথম আলো না থাকলে ফ্যাসিবাদের এই নিকৃষ্ট দালাল এই স্পেইস পেতো না। বাংলাদেশ প্রথম আলোর কাছে হেরে যাচ্ছে! সাপমসুদ্দিন হিরা লিখেছেন, ভা র ত ভা তা র আর খুনীর দোসর কে তাদের নিয়োজিত এজেন্সি প্রথম আলো ডেইলি স্টার ক্লিন চিট দেয়া মানেই তাদের বিষয়ে সোচ্চার হতে হবে। আরশাদ হোসেন লিখেছেন, শুধু ঘৃনা প্রকাশ করলেই চলবেনা।এগুলোকে অবশ্যই কঠিনতম শাস্তি দিতে হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
কালীগঞ্জে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুলকে ফুলের শুভেচ্ছা জানালেন হামিদ
পর্ন তারকা স্টর্মিকে ডোনাল্ড ট্রাম্পের ঘুষ প্রদান মামলার রায় স্থগিত করলো আদালত
দৌলতপুরে মাদকাসক্ত যুবকের হাতে মাছ ব্যবসায়ী খুন : যুবক আটক
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের সামনে বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
পবিত্র কোরআন শরীফের পরে সত্য হিসেবে মানুষ সংবাদপত্রকে মনে করতো-বিটিভি মহা পরিচালক
লালমোহনে বিদ্যুৎ স্পৃষ্টে ৭০ বছরের বৃদ্ধ নিহত
বিচারের আগে ফ্যাসিস্ট আ. লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : নাহিদ
ড. ইউনূসকে নিয়ে এক দশক আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুতের তারের স্পর্শে ৩ শিক্ষার্থীর মৃত্যু
লেবাননে জাতিসংঘ মিশনে হামলা, চার ইতালীয় সেনা আহত
এ আর রহমানের নামে মিথ্যাচার রটানোর অভিযোগে তীব্র ক্ষোভ ঝাড়লেন ছেলে এ আর আমিন
ধর্মদ্রোহী সরকারের সময় কোন ধর্মই নিরাপদ ছিল না-এড.আহমেদ আযম খান
শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন বাধ মানে না এমন ক্ষেপণাস্ত্র প্রস্তুত আছে : পুতিন
ঢাকা আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ
পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা
ছয়-সাত মাসেই টিয়ার কাবিখার ২০০ কোটি লুটেছিলেন হাসিনা দোসর মহিবুর
আদানির দুই চুক্তি বাতিল করলো কেনিয়া
হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে ক্ষতবিক্ষত বাবুকে থাইল্যান্ড নেয়া হচ্ছে
দীর্ঘ ১৭ বছর পর মানিকগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
কলাপাড়ায় নিম্নবিত্তদের স্বস্থি দিতে স্থাপন করা হলো সরাসরি কৃষকদের সবজি বাজার