বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে যা কাজ করবে আগামী বর্ষাকাল পর্যন্ত : পরিবেশ উপদেষ্টা
১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ পিএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী বর্ষাকাল পর্যন্ত কাজ করবে। এছাড়া, কিছু এলাকা "নো ব্রিকফিল্ড জোন" ঘোষণা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বায়ুদূষণ রাতারাতি সমাধান সম্ভব নয়, তাই জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে পুরনো গাড়ি অপসারণ করা হবে এবং রাজধানীতে খোলা ট্রাক প্রবেশে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে শুষ্ক মৌসুমে ঢাকা ও আশপাশের এলাকায় বায়ুদূষণ রোধে করণীয় নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বায়ুদূষণের প্রধান উৎস চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্মাণ কাজের ধুলা, ইটভাটা এবং যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি, আইন বাস্তবায়ন ও মনিটরিং জোরদার করার মাধ্যমে বায়ুদূষণ সমস্যার সমাধান করা হবে।
তিনি আরও বলেন, নির্মাণ কাজে ধুলা কমাতে পানি ছিটানো, নির্মাণ সামগ্রী ঢেকে রাখা এবং সুরক্ষা বেষ্টনী ব্যবহারে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত ভ্যাকুয়াম ট্রাকের মাধ্যমে রাস্তা পরিষ্কার এবং দ্রুত সড়ক মেরামতের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি, রাস্তার ধারে ঘাস লাগানো, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং বর্জ্য পোড়ানো বন্ধের ওপরও গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, খাল উদ্ধার এবং উন্মুক্ত জায়গায় খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে। দেশের পরিবেশের মানোন্নয়নে সমন্বিত ভাবে কাজ করা হবে।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং বিশেষজ্ঞ প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, দূষণ নিয়ন্ত্রণে কার্যকর আইন প্রয়োগ এবং নিয়মিত মনিটরিং চালানো হবে। ধুলা নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানোসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কালীগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু
মাহমুদুল্লাহর ঝড়ো ৮৪, চার ফিফটিতে বাংলাদেশের ৩২১ রান
বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরত দেবে ভারত, আসিফ মাহমুদের প্রত্যাশা
৫৩ বছর ধরে বাপের কবর কোথায় জানেন না কক্সবাজার সদরের সাবেক এমপি ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান
চার রাকাতবিশিষ্ট নামাজে মুসাফিরের ইমামতি প্রসঙ্গে।
শহীদের বাবা পড়ে ছিলেন হাসপাতালের মেঝেতে, ক্ষোভ ডা. তাসনিম জারার
ইমরান খান ও বুশরা বিবি অভিযুক্ত
টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ হলেন ডোনাল্ড ট্রাম্প
গৌরীপুরে ইউপি চেয়ারম্যানকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন
দ্রুত ৩ উইকেট হারানোর পর জাকের-মাহমুদুল্লাহর লড়াই
সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন : ড. মঈন খান
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৪
ঠাকুরগাঁওয়ে দ্বাদশ কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ উদ্বোধন করেন জেলা প্রশাসক- ইশরাত
রাষ্ট্র গঠনের জন্য মেধার মূল্যায়ন করতে হবে- ডা. শফিকুর রহমান
ইনকিলাব সম্পাদক-সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ডিইউজে’র উদ্বেগ
টঙ্গীতে গাড়ি ভাঙচুর ও উত্তেজনার বিষয়ে যা জানালেন জোবায়েরপন্থিরা
গণহত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন হতে পারে না-মাওলানা মুহাম্মদ মামুনুল হক
অবশেষে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চালু হলো এমআরআই যন্ত্র, জেলাবাসীর স্বস্তি
ফ্যাসিস্ট হাসিনার দোসর মির্জা আজমের ব্যাংক হিসাবে ৯০৭ কোটি টাকার লেনদেন!
কক্সবাজার সদরে জাতীয় নাগরিক কমিটির ১৩৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষণা