ঢাকা   বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ | ৫ পৌষ ১৪৩১

সা’দপন্থিদের দুঃখ প্রকাশ করে ইজতেমা মাঠ ত্যাগ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ এএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ এএম

খুনিদের আইনের আওতায় আনা হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা : বিভিন্ন ইসলামী দলের তীব্র প্রতিবাদ ও নিন্দা
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রæপের সংঘর্ষের ঘটনায় চার জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। বুধবার দুপুরে সচিবালয়ে সা’দ ও জুবায়েরপন্থিদের সঙ্গে বৈঠক করেন এবং সংঘর্ষে চার জনের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের যে চার জন ভাই টঙ্গীর ইজতেমা ময়দানে মঙ্গলবার গভীর রাতে শহীদ হয়েছেন। আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। আর যারা আহত হয়েছেন, তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাদের সুচিকিৎসার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা অবশ্যই নেব। হত্যাকাÐে যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেয়ার অবকাশ নেই বলে জানান তিনি।

এদিকে এই সংঘর্ষের ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামের বাচ্চু মিয়া (৭০), ঢাকার দক্ষিণখান এলাকার বেরাইদ এলাকার বেলাল (৬০) এবং বগুড়ার তাজুল ইসলাম (৬৫)। নিহত বাকি একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ মর্মান্তিক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে খুনিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ। সা’দপন্থিদের দুঃখ প্রকাশ : টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে হতাহতের ঘটনা দুঃখ প্রকাশ করে ইজতেমা মাঠ ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন ভারতের মাওলানা সা’দ কান্ধলভির অনুসারীরা। তারা মাঠ ছাড়ার পর দায়িত্ব নেবে সরকার।

গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পাঁচ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মাওলানা সা’দের অনুসারীদের প্রতিনিধি রেজা আরিফ। রেজা আরিফ বলেন, ‘আমরা মাঠ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে কোনো সমস্যা তৈরি না হয়। কারণ অতীতে আমরা সরকারের সব কথা রেখেছি। এবারো আমরা সরকারের সিদ্ধান্তকে সম্মান করেছি। আমরা যার যার মতো করে চলে যাবো। কামারপাড়া দিয়ে যাওয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের যাবতীয় সহযোগিতা করবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যে ঘটনা ঘটেছে, অবশ্যই আমরা মুসলমান হিসেবে এবং দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি। যা হয়েছে, অনুচিত হয়েছে। মুসলমান-মুসলমানের মধ্যে মারামারি, এটা একেবারে ঠিক হয়নি। আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর মাওলানা সা’দ কান্ধলভির অনুসারীদের নিয়ে বেলা ১১টায় বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা। সা’দপন্থিদের সঙ্গে বৈঠকের পর জুবায়েরপন্থিদের সঙ্গে বৈঠক করছেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে ভ‚মি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও স¤প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ক ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বৈঠক শেষে তাবলিগ জামাতের মাওলানা সা’দ কান্ধলভির অনুসারীদের নিষিদ্ধ এবং তাদের ইজতেমা না করতে দেয়ার দাবি জানিয়েছে মাওলানা জুবায়ের অনুসারীরা। গতকাল সচিবালয়ে সরকারের সাতজন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জুবায়েরের অনুসারী মাওলানা মামুনুল হক এ দাবি জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় তার পাশে ছিলেন।

সা’দপন্থিরা সন্ত্রাসী কায়দায় জুবায়ের অনুসারীদের ওপর হামলা করে চারজনকে খুন করেছে দাবি করে মামুনুল হক বলেন, ‘তারা বাংলাদেশবিরোধী শক্তির দোসর হিসেবে ভ‚মিকা পালন করছে। এই অপশক্তিকে প্রতিহত করা শুধু আলেম-ওলামাদের কাজ নয়, এটি রাষ্ট্র ও প্রশাসনেরও কাজ।’

সা’দপন্থিদের হামলায় হতাহতের ঘটনায় গতকালের মধ্যে মামলা করা হবে জানিয়ে মামুনুল হক বলেন, আমরা সা’দপন্থিদের একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছি। সা’দপন্থিদের হামলায় হতাহতের পর তাদের ইজতেমা করার আর কোনো অবকাশ নেই বলেও মন্তব্য করেন মামুনুল হক। এরপরও সরকার সা’দপন্থিদের ইজতেমা করার অনুমতি দিলে তাদের অবস্থান কী হবে জানতে চাইলে তিনি বলেন, আশা করছি সরকার সেই ভুল করবে না। আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গী ময়দানে লংমার্চ কর্মসূচি হবে কি না, তা কাকরাইল মসজিদে গিয়ে আলোচনার পর ঘোষণা দেয়া হবে বলেও জানান মামুনুল হক। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হত্যাকাÐের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। খুনিদের ছাড় দেয়ার কোনো অবকাশ নেই।

এর আগে ইজতেমা মাঠের দখলকে কেন্দ্র করে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে জুবায়েরপন্থি ও সা’দপন্থিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চার জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মাওলানা জুবায়েরের অনুসারীদের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, সা’দপন্থিরা সকালে জুবায়েরপন্থি বগুড়ার নাড়–লি সাবগ্রামের তাজুল ইসলাম (৬৫)-কে জবাই করে হত্যা করেছে। তার লাশ লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে পরিবারের পক্ষ থেকে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তাবলিগের দুই পক্ষের মধ্যে বিরাজমান সমস্যায় সংঘর্ষের কারণে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

তিনি হতাহতের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে অনাকাক্সিক্ষত ঘটনা যাদের ইন্ধনে ঘটেছে এবং যারা সরাসরি হামলা চালিয়েছে তাঁদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা, নিহতদের ক্ষতিপূরণসহ আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। গতকাল বুধবার দুপুরে পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে আলোচনায় এ উদ্বেগের কথা জানান মুফতি ফয়জুল করীম। তিনি বলেন, মাওলানা সা’দের কিছু বক্তব্যকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতে দুটি ধারা তৈরি হয়েছে। যা দুঃখজনক হলেও একে কেন্দ্র করে দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পরা উদ্বেগজনক এবং মুসলিম উম্মাহর জন্য খারাপ দৃষ্টান্ত।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি : টঙ্গী ইজতেমা মাঠে গভীর রজনীতে তাবলিগ জামায়াতের ঘুমন্ত মুসল্লিদের উপর পূর্ব পরিকল্পিত একপক্ষীয় সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ৪ জন হত্যা ও বহু মানুষ আহত করার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। সেই সাথে সংগঠনটি দোষীদের দ্রæত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে সা’দপন্থিদের নিষিদ্ধের আহŸান জানিয়েছে। এক বিবৃতিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সারোয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, বাংলাদেশে এই সংগঠনের অভ্যন্তরীণ দ্ব›েদ্বর কারণে বিগত কয়েক বছরে হতাহতের একাধিক ঘটনা ঘটেছে। সর্বশেষ টঙ্গীতে এজতেমা মাঠে মুসল্লিদের উপর গভীর রজনীতে পরিকল্পিতভাবে হামলার এই মর্মান্তিক ঘটনা ঘটল। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এ ধরনের সংঘর্ষ ও হত্যাকাÐের যথাযথ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

খেলাফত মজলিস : টঙ্গী ইজতেমা ময়দানে অবস্থানরত মুসল্লিদের উপর গভীর রাতে প্রতিপক্ষের হামলায় তাবলিগ জামায়াতের ৪ জন সদস্য নিহত ও বহু হতাহতের ঘটনায় তীব্র নিন্দা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে খেলাফত মজলিস। এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, দুর্ভাগ্যক্রমে এই দাওয়াতি সংগঠনের মধ্যে দ্ব›েদ্বর কারণে বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।

মাঠে উপস্থিত মুসল্লিদের নিরাপত্তা দিতে প্রশাসনিক ব্যর্থতার নিন্দা জানাচ্ছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলা ও হত্যাকাÐের সাথে জড়িত সকলকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই ঘটনার সাথে পতিত স্বৈরাচারের কোনো ইন্ধন আছে কি না তা খতিয়ে দেখতে হবে এবং ঘটনার ইন্ধনদাতাদেরকেও আইনের আওতায় আনতে হবে।

সম্মিলিত ইসলামী ঐক্যজোট : সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব অ্যাড. খায়রুল আহসান এক বিবৃতিতে বলেন, ভারতের মোদি’র আস্থাভাজন মাওলানা সা’দ একজন গোমরাহ ব্যক্তি এবং তার সকল অনুসারীরাও গোমরাহ এবং মুসলমানদের শত্রæ। তারা ইসরাইলের মোসাদ ও ভারতের ‘র’-এর এজেন্ট হয়ে এদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত। তিনি বলেন, সা’দপন্থি তাবলিগের যেসব সদস্যরা সন্ত্রাসী খুনি তাদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি আরো বলেন, সা’দপন্থিরা পতিত ফ্যাসিবাদ হাসিনার দোসরদের সঙ্গে মিলে এদেশে একটা ধর্মীয় দাঙ্গা বাধানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি আরো বলেন, সা’দপন্থিদের ভেতরে আওয়ামী লীগ ও বিদেশি গোয়েন্দা সংস্থার লোকজন ঢুকে পড়েছে। তারা যে কোনো সময় বাংলাদেশের ভেতরে সা¤প্রদায়িক এবং ধর্মীয় দাঙ্গা বাধিয়ে দেশটাকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তিনি এদেশে সা’দপন্থিদের সব কার্যক্রম বন্ধ করার যাবতীয় ব্যবস্থা এবং এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জিয়াউল হাসানের দুর্নীতি অনুসন্ধানে দুদক টিম
বাংলাদেশের সরকার ও জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র
বাংলাক্রাফট নির্বাচন পদ্ধতির অনিয়মের প্রতিবাদে নির্বাচন সম্মিলিত ফোরামের বর্জন
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির নতুন কমিটি গঠন
কামরুল-সোলায়মান-এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রিমান্ডে
আরও

আরও পড়ুন

জিয়াউল হাসানের দুর্নীতি অনুসন্ধানে দুদক টিম

জিয়াউল হাসানের দুর্নীতি অনুসন্ধানে দুদক টিম

বাংলাদেশের সরকার ও জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সরকার ও জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র

বাংলাক্রাফট নির্বাচন পদ্ধতির অনিয়মের প্রতিবাদে নির্বাচন সম্মিলিত ফোরামের বর্জন

বাংলাক্রাফট নির্বাচন পদ্ধতির অনিয়মের প্রতিবাদে নির্বাচন সম্মিলিত ফোরামের বর্জন

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির নতুন কমিটি গঠন

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির নতুন কমিটি গঠন

কামরুল-সোলায়মান-এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রিমান্ডে

কামরুল-সোলায়মান-এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রিমান্ডে

ডিএসসিসির চলমান কাজ দ্রুত শেষ হবে

ডিএসসিসির চলমান কাজ দ্রুত শেষ হবে

হজযাত্রী কোটা সর্বনিম্ন ১শ’ জন নির্ধারণের দাবি : বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকবৃন্দ

হজযাত্রী কোটা সর্বনিম্ন ১শ’ জন নির্ধারণের দাবি : বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকবৃন্দ

নেজামে ইসলাম পার্টির নেতাদের সাথে জামায়াতের বৈঠক

নেজামে ইসলাম পার্টির নেতাদের সাথে জামায়াতের বৈঠক

যুগোপযোগী জনপ্রশাসন বিনির্মাণে সুপারিশ করাই আসল কাজ

যুগোপযোগী জনপ্রশাসন বিনির্মাণে সুপারিশ করাই আসল কাজ

পোস্টার মুছে দিতে চায় অনুভূতি, হবে কি মানুষের সুমতি?

পোস্টার মুছে দিতে চায় অনুভূতি, হবে কি মানুষের সুমতি?

মোদির বিতর্কিত পোস্ট, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল সরকার

মোদির বিতর্কিত পোস্ট, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল সরকার

দীর্ঘ ১৬ বছর পর আখাউড়ায় রাধামাধব মন্দিরের সম্মেলন

দীর্ঘ ১৬ বছর পর আখাউড়ায় রাধামাধব মন্দিরের সম্মেলন

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি আব্দুস সালাম খান

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি আব্দুস সালাম খান

রূপায়ণ প্রপার্টি এক্সপো-২০২৪ এর উদ্বোধন

রূপায়ণ প্রপার্টি এক্সপো-২০২৪ এর উদ্বোধন

হাসিনা ভোটে আস্থা রাখেননি, টিকে ছিলেন প্রশাসনে ভর করে: সারজিস আলম

হাসিনা ভোটে আস্থা রাখেননি, টিকে ছিলেন প্রশাসনে ভর করে: সারজিস আলম

টঙ্গির ইজতেমার  মাঠে সংঘর্ষে নিহত তিনজনের মধ্যে নিহত বিল্লালের বাড়ী ফরিদপুরে

টঙ্গির ইজতেমার  মাঠে সংঘর্ষে নিহত তিনজনের মধ্যে নিহত বিল্লালের বাড়ী ফরিদপুরে

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেডের মহিলা কর্মী নিহত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেডের মহিলা কর্মী নিহত

নকলায় মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নকলায় মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

এবি ব্যাংক-অ্যাকজেনটেক চুক্তি স্বাক্ষর

এবি ব্যাংক-অ্যাকজেনটেক চুক্তি স্বাক্ষর

পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তে ‘জাতীয় তদন্ত কমিশন’ গঠনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গণঅধিকার পরিষদের স্মারকলিপি

পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তে ‘জাতীয় তদন্ত কমিশন’ গঠনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গণঅধিকার পরিষদের স্মারকলিপি