সবুজ-টেকসই ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে হবে: ডিপিডিসি’র তারিকুল হক
১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ পিএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম
ডিপিডিসির প্রধান প্রকৌশলী (উন্নয়ন) মোহাম্মদ তারিকুল হক বলেছেন, সরকারি নীতিমালা বাস্তবায়ন, চার্জিং অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশ একটি সবুজ এবং টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। আন্তর্জাতিক কেস স্টাডি বাংলাদেশে ই-মোবিলিটির টেকসই উন্নয়ন সম্ভব। সরকার, বেসরকারি খাত এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ইভি গ্রহণকে আরো গতিশীল করা সম্ভব। চীননে ব্যাটারি প্রযুক্তি উন্নয়নে বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে। গ্রিড ব্যবস্থার সাথে চার্জিং সময়সূচি সমন্বয় করে চীনের ইভি খাত দ্রুত বিকাশ লাভ করেছে। আগামীতে বাংলাদেশকেও এ প্রযুক্তি ব্যবহার করতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর রেনেসাঁ গুলশান হোটেল বাংলাদেশে টেকসই ই-মোবিলিটির ভবিষ্যৎ: একটি গুরুত্বপূর্ণ বিষয়ক এক কর্মশালায় তিনি এ তথ্য জানান। বাংলাদেশে টেকসই ই-মোবিলিটিতে উত্তরণ”এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৈদ্যুতিক যানবাহন (ইভি)-এর সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং এর টেকসই উন্নয়নের উপর মূল লক্ষ্য আলোকে করাই ছিল এই কর্মশালাটি জিআইজেড বাংলাদেশ পাওয়ার ডিভিশন এবং এমপিএমইআর এর সহযোগিতায় আয়োজন করা হয়।
ডিপিডিসি প্রধান প্রকৌশলী ( উন্নয়ন) মোহাম্মদ তারিকুল হক বলেন,বিদ্যুৎ এবং জ্বালানি শিল্পে প্রায় ২৮ বছরের অভিজ্ঞতা রয়েছে।১৯৯৩ সালে বুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন এবং চাকরির পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এবং আইটির মাস্টার্স ডিগ্রি এবং ভার্জিনিয়া টেক এর এলিট বিজনেস স্কুল থেকে এমবিএ সম্পন্ন করেছেন। প্রথমে এই সম্মেলনের আয়োজকদের তার গবেষণাপত্র উপস্থাপনার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান যে ইউটিলিটি কোম্পানিগুলো ভবিষ্যতের ইভি চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। ঢাকা শহর এবং বাংলাদেশের পরিবহন ব্যবস্থার টেকসই রূপান্তর সম্বব। যেখানে উদ্ভাবনী এবং টেকসই সমাধানগুলো কীভাবে সারা দেশে কার্যকরভাবে প্রয়োগ করা যেতে পারে। বাংলাদেশের বায়ুদূষণের মাত্রা বায়ুর গুণমান সূচক এ ঢাকার বায়ুদূষণের বর্তমান অবস্থা তাঁর কারণ ও প্রতিকার উঠে আসে। এছাড়াও চীন, ভারত, জাপান ও স্পেনের ইভি নীতিমালা ও বর্তমান অবস্থা তুলে ধরে বাংলাদেশের অবস্থার সাথে একটি তুলনামূলক আলোচনা করা প্রয়োজন। ঢাকায় বায়ু দূষণের চিত্র তুলে কর্মশালায় উল্লেখ করা হয়, ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। চলতি ২০২৪ সালের ডিসেম্বর মাসে পরপর ৬ দিন ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল। ইটভাটা, নিম্নমানের যানবাহন এবং খোলা স্থানে বর্জ্য পুড়ানো বায়ু দূষণের মূল কারণ। বার্ষিক গড় দূষণ স্তর ৮৩.৩ যুক্ত, যা বিশ্বস্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে অনেক বেশি। তিনি বলেন, চীনা কোম্পানিগুলো ব্যাটারি প্রযুক্তি উন্নয়নে বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে। গ্রিড ব্যবস্থার সাথে চার্জিং সময়সূচি সমন্বয় করে চীনের ইভি খাত দ্রুত বিকাশ লাভ করেছে।
তিনি জানা, জাপানের ২০৫০ সালের মধ্যে সমস্ত যানবাহন ইভি-তে রূপান্তরিত করার লক্ষ্য। ২০৩০ সালের মধ্যে ১,৫০,০০০ চার্জার স্থাপনের পরিকল্পনা। ভারতের ২০৩০ সালের মধ্যে ব্যক্তিগত গাড়ির ৩০ শতাংশ বাণিজ্যিক যানবাহনের ৭০শতাংশ এবং দুই চাকার যানবাহনের ৮০ শতাংশ ইভি-তে রূপান্তর করার লক্ষ্য। প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাংকের সাথে সহযোগিতা। ভারতের পশ্চিম বঙ্গে বিশ্বব্যাংকের সহায়তায় ইভি চার্জিং স্টেশন ও দক্ষ কারিগরি মানবসম্পদ গড়ে তোলার কাজ চলমান রয়েছে। ভারতের আহমেদাবাদ, পাটনাতে ইভি চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। আগামীতে বাংলাদেশে ই-মোবিলিটির টেকসই উন্নয়ন সম্ভব। সরকার, বেসরকারি খাত এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ইভি গ্রহণকে আরো গতিশীল করা সম্ভব। এজন্য সরকারি নীতিমালা বাস্তবায়ন, চার্জিং অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশ একটি সবুজ এবং টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। ভারত ও বাংলাদেশের নীতিমালা পর্যায় একই থাকার সত্তে¡ও প্রয়োগের ক্ষেত্রে ভারত অনেক এগিয়ে আছে। কীভাবে এই খাতে বাধাসমূহ দূর করা সম্ভব হবে তা তুলে ধরেন। সভার উদ্বোধনী বক্তব্য রাখেন, বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব, রিনিউব্যাল এনার্জির ড. মোহাম্মদ আমজাদ হোসেন।
তিনি বলেন, বাংলাদেশের রিনিউব্যাল এনার্জি ও ই-মোবিলিটি খাতের সম্ভাবনার কথা তুলে ধরেন এবং আয়োজকদের ধন্যবাদ প্রদান করেন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ডিপিডিসির রিনিউব্যাল এনার্জি বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো, জহিরুল করিম এবং ডিপিডিসির প্রধান প্রকৌশলী (উন্নয়ন) মোহাম্মদ তারিকুল হক বাংলাদেশে টেকসই ভবিষ্যতের জন্য পরিবহনের রূপান্তর শীর্ষক উপস্থাপনা করেন। মো. জহিরুল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, রিনিউব্যাল এনার্জি, ডিপিডিসি যিনি ডিপিডিসির রিনিউব্যাল এনার্জি বিভাগে ৩ বছর ধরে কর্মরত আছেন তিনি তার উপস্থাপনায় ই-মোবিলিটির পরিচিতি ও আর্থিক, পরিবেশগত সুবিধাসমূহ, বিভিন্ন ধরনের ইলেক্ট্রিক ভেহিক্যাল এর বর্ণনা, এবং চার্জিং ইনফ্রাস্ট্রাকচারের বর্ণনা তুলে ধরেন। এছাড়াও তিনি বাংলাদেশের ইভি পরিস্থিতি ও বাংলাদেশ সরকারের ইভি প্রসারের নীতিমালা বিষয়েও আলোকপাত করেন।
এ কর্মশালায় বক্তব্য রাখেন, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, উন্নয়ন অনুবিভাগ কে.এম আলী রেজা,ড. মোহাম্মদ আমজাদ হোসেন, যুগ্মসচিব, রিনিউব্যাল এনার্জি, বিদ্যুৎ বিভাগ, প্রকৌশলী আবদুল্লাহ নোমান, ব্যবস্থাপনা পরিচালক, ডিপিডিসি, স্টোয়াঙ্কা স্টিচ, ক্লাস্টার কো-অর্ডিনেটর এনার্জি এন্ড ক্লাইমেট চেঞ্জসহ ডিপিডিসি, পিজিসিবি, রোডস এন্ড হাইওয়ে এবং অন্যান্য উন্নয়ন সহযোগি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সোনালী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিযুক্ত হলেন গ্রামীণফোনের সিবিও ড. আসিফ নাইমুর রশিদ
‘মৃত্যুপথযাত্রী রোগীকে বাঁচাতে ব্যাংক ডাকাতির চেষ্টা করেছেন তারা’
ড্রাইভারদের জন্য বিওয়াইডি বংলাদেশের প্রশিক্ষণ কর্মসূচি
‘কিছু কুলাঙ্গার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় আমার বিরুদ্ধে লেগেছিল’
ভাইব্রেন্ট এখন উত্তরায়
এনআরবিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত
গাজীপুরে আ. লীগ নেতার সাথে বিএনপি নেতাদের সেলফি: সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়
মহেশপুর সীমান্তে পাচারের শিকার কিশোরী উদ্ধার, ৩ পাচারকারী আটক
জনগণ বিএনপিকে ভালোবাসে, বিএনপি জনগণকে ভালোবাসে : নজরুল ইসলাম খান
ঢাকায় গ্রেফতার সফিককে স্ত্রীসহ বগুড়া কারাগারে প্রেরন
মানিকগঞ্জের সিঙ্গাইরে এম এ সাত্তার খান ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
আগামীতে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে: তারেক রহমান
বরবাদ সিনেমার জন্য শাকিবের কাছে নির্মাতা পেয়েছিলেন মাত্র ১৫ মিনিট, কেমন ছিল সেই কাহিনি!
খুনিদের ফাঁসি ও সাদপন্থীদের নিষিদ্ধের দাবীতে সিলেটে কওমী মাদরাসা ঐক্য পরিষদের মিছিল-সমাবেশ
ওমানে সড়ক দুর্ঘটনায় আহত কমলনগরের প্রবাসীর মৃত্যু
মির্জাপুরে ৬ গ্রাম পুলিশকে সম্মাননা স্মারক প্রদান
‘বিডিআর হত্যাকাণ্ডের সাথে পতিত সরকারের প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল’
সিলেট আদালতপাড়ায় ছাত্রদল নেতার হত্যাকারী আ.লীগ নেতা
অপরাজিত থেকেই লিগ পর্ব শেষ ঢাকা মেট্রোর
মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২১ ডিসেম্বর