ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করে নিজের বক্তব্য স্পষ্ট করলেন সারজিস আলম

Daily Inqilab অনলাইন ডেস্ক

২০ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ এএম

‘ছাত্র-গণহত্যা ও ফ্যাসিবাদবিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবিতে কাউন্সিলর সমাবেশ’এ অংশগ্রহণ ও নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি দীর্ষ পোস্ট করে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

 

পোস্টে সারজিস আলম লেখেন, ‘বাংলাদেশে এই মুহূর্তে প্রায় সাড়ে পাঁচ হাজার কাউন্সিলর আছে।এর মধ্যে প্রায় দেড় হাজার কাউন্সিলরের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমাদের সাথে কিছুদিন পূর্বে দেখা করে।গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা স্পষ্ট ভাষায় বলেছিল আমরা সকল কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছি না, বরং আমরা সাড়ে পাঁচ হাজারের মধ্যে দেড় হাজার কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছি। তাদের ভাষ্য ছিল, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ ও তাদের দোসর ব্যতীত বিএনপি জামায়াত এবং স্বতন্ত্র জায়গা থেকে যারা প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়েছেন তারা তাদের প্রতিনিধিত্ব করছেন। যদিও আওয়ামী আমলের নির্বাচন যে প্রশ্নবিদ্ধ তা নিয়ে আমার সন্দেহ নেই।’

 

তিনি আরও লেখেন, ‘তাদের কিছু গুরুত্বপূর্ণ মতামতের সারমর্ম অনেকটা এমন- প্রথমত, নির্বাচনে তারা দলীয় প্রতীকে অংশগ্রহণ করেননি। পাশাপাশি বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মাধ্যমে তারা বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন, মামলা ও জেল জুলুমের শিকার হয়েছেন। তারপরেও ব্যক্তিগত গ্রহণযোগ্যতায় তারা নির্বাচন করে জয় লাভ করেছেন। ২৪ এর ছাত্রজনতার অভ্যুত্থানে তাদের সক্রিয় অংশগ্রহণও ছিল যা তাদের মধ্যে কয়েকজন ছবি ও ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন। তাছাড়া ইউনিয়ন পরিষদে দলীয় মার্কায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনেকেই নির্বাচিত হয়েও এখনো স্বপদে বহাল আছে। তাহলে ব্যক্তিগত যোগ্যতায় জয় লাভের পরেও তারা স্বপদে বহাল থাকার দাবি করতে পারেন কিনা।’

 

‘দ্বিতীয়ত, যে কাউন্সিলররা আওয়ামী লীগের দোসর ছিল তারা অলরেডি পালিয়ে গিয়েছে। এতদিন আওয়ামী লীগের বিপক্ষে লড়াই করে টিকে থাকার পর আজ যখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তখন আওয়ামী লীগের দোসরদের মতো তাদেরও বরখাস্ত করা হলে এটা তাদের জন্য অপমানজনক।চট্টগ্রামসহ দুই তিনটি জায়গায় কোর্টের রায়ের মাধ্যমে বিএনপির একাধিক নেতা মেয়র ও চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় এটি তারা উদাহরণ হিসেবে তুলে ধরে। তাদের ভাষ্যমতে, তাদের সাথে যদি আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা কিংবা ফ্যাসিস্ট দোসরদের সাথে অভ্যুত্থানের বিপক্ষে অংশগ্রহণের কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের কাউন্সিলর পদ ফিরিয়ে দেওয়ার প্রয়োজন নেই। বরং শাস্তি দেওয়া হোক। কিন্তু যদি এমন কোনো সম্পৃক্ততা না পাওয়া যায় তাহলে তারা যেন কাউন্সিলর পদ ফিরে পায়।’

 

সারজিস লেখেন, ‘সেই জায়গা থেকে তারা একটি মতবিনিময় সভা করতে চায় এবং তাদের কথাগুলো শোনার জন্য বারংবার অনুরোধ জানায়। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমাদের জায়গা থেকে মনে হয়েছে যেহেতু তারা দেশের স্থানীয় পর্যায়ের একটি অংশকে রিপ্রেজেন্ট করে তাই অন্তত তাদের কথাগুলো শোনার মানসিকতা আমাদের থাকা উচিত।’

 

‘আমাদের জায়গা থেকে ওই সময়ে মনে হয়েছে, দলীয় প্রতীকে নির্বাচিত ইউনিয়ন পরিষদ এখনো বিদ্যমান রয়েছে, স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধির অভাবে কিছুটা স্থবির হয়ে পড়েছে এবং জনগণের পালস বুঝে সে অনুযায়ী প্রয়োজনীয় রেসপন্স করতে পারছে না, আমলাদের যাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার চিন্তা করা হচ্ছে তারাও বিগত ১৬ বছরে কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে সার্ভ করে এসেছে, কেউই ধোয়া তুলসি পাতা না, তদন্ত সাপেক্ষে ফ্যাসিস্ট বিরোধী এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্য কাউন্সিলরদের যদি তার নির্দিষ্ট অফিসে কাজ করার সুযোগ দেওয়া হয় তাহলে স্থানীয় প্রশাসনে এই স্থবিরতা কিছুটা কমে আসতে পারে।’

 

তিনি আরও লেখেন, ‘সেই জায়গা থেকে আমরা তাদের কথা শোনার জন্য মতবিনিময় সভায় অংশগ্রহণ করি এবং ওই সময়ের অনুধাবন থেকে আমরা তাদের বিষয়টিকে স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের কাছে তুলে ধরার মতামত ব্যক্ত করি। কোনো একটি জিনিস সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে তুলে ধরার মানে এই নয় যে সেটি বাস্তবায়ন হবে। তাছাড়া আমরা এটাও মনে করি না যে, আমরা একটি নির্দিষ্ট পরিস্থিতিতে যা অনুধাবন করবো তার সবই ঠিক। আমাদেরও সীমাবদ্ধতা আছে। কেউ যখন সেটি ধরিয়ে দেয় তখন সেটিকে যৌক্তিক মনে হলে আমরা সেটি সংশোধন করার মানসিকতা রাখি।’

 

সারজিস আলম লেখেন, ‘গতকালকের বক্তব্যে আমাদের দুই একজনের কিছু শব্দ ও বাক্য এমন ছিল যা আমাদের বক্তব্যে আসা উচিত হয়নি।এ জন্য আমরা দুঃখিত। কিন্তু অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক হয় এমন সামান্যতম চিন্তা থেকেও আমরা সেখানে যাইনি। আমাদের মতামত ও কার্যক্রম জনগণ তথা পুরো দেশের সামনে উন্মুক্ত।সমালোচনার দ্বারও উন্মুক্ত। সেই সমালোচনা যৌক্তিক হলে তা থেকে নিজেকে সংশোধন করার মানসিকতাও উন্মুক্ত। দিনশেষে জনগণের মতামতের ভিত্তিতে আগামীর বাংলাদেশের সিদ্ধান্তগুলো প্রতিষ্ঠিত হবে এবং আমরা সেই পথের সারথি হতে বদ্ধপরিকর।’

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

উপদেষ্টা হাসান আরিফ আর নেই
শেখ হাসিনার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগ, খোঁজখবর নেবে যুক্তরাষ্ট্র
বিশ্বব্যাংক থেকে ১১৬ কোটি ডলার ঋণের অনুমোদন পেলো বাংলাদেশ
খুনি হাসিনার শেষ ৫ বছরে ১৬ হাজারের বেশি হত্যাকাণ্ড, দৈনিক ৯ জন
রোববার বাজারে আসছে ‘আমার দেশ’ পত্রিকা
আরও

আরও পড়ুন

সন্ত্রাসী সাদ পন্থীদের সকল কাজ বন্ধ করে বিচারের আওতায় আনতে হবে..সমাবেশে ঈশ্বরগঞ্জে ওলামাগন

সন্ত্রাসী সাদ পন্থীদের সকল কাজ বন্ধ করে বিচারের আওতায় আনতে হবে..সমাবেশে ঈশ্বরগঞ্জে ওলামাগন

উপদেষ্টা হাসান আরিফ আর নেই

উপদেষ্টা হাসান আরিফ আর নেই

বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চর বিজয়ে  এবার ম্যানগ্রোভ প্রজাতির গাছের চারা রোপন

বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চর বিজয়ে  এবার ম্যানগ্রোভ প্রজাতির গাছের চারা রোপন

শেখ হাসিনার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগ, খোঁজখবর নেবে যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগ, খোঁজখবর নেবে যুক্তরাষ্ট্র

মঠবাড়িয়ায় ভাড়াটিয়া কর্তৃক বাড়ি জবর দখলের অভিযোগ

মঠবাড়িয়ায় ভাড়াটিয়া কর্তৃক বাড়ি জবর দখলের অভিযোগ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশু নিহত, আহত ২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশু নিহত, আহত ২

ফরিদপুরে মোটরসাইকেল পাল্লায় নিহত ১, আহত ২

ফরিদপুরে মোটরসাইকেল পাল্লায় নিহত ১, আহত ২

বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

বারভিডা নির্বাচন কাল ২১ ডিসেম্বর

বারভিডা নির্বাচন কাল ২১ ডিসেম্বর

বিশ্বব্যাংক থেকে ১১৬ কোটি ডলার ঋণের অনুমোদন পেলো বাংলাদেশ

বিশ্বব্যাংক থেকে ১১৬ কোটি ডলার ঋণের অনুমোদন পেলো বাংলাদেশ

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

টেস্ট ও ওয়ানডে সিরিজ থেকে আত্মবিশ্বাস পেয়েছি: লিটন

টেস্ট ও ওয়ানডে সিরিজ থেকে আত্মবিশ্বাস পেয়েছি: লিটন

হাজী আব্দুর রশীদ আহলুল মোহাব্বাহ ইউকের উপদেষ্টা মনোনীত

হাজী আব্দুর রশীদ আহলুল মোহাব্বাহ ইউকের উপদেষ্টা মনোনীত

মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় নাগরিক আটক

মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় নাগরিক আটক

শিবগঞ্জ সীমান্তে মালিকবিহীন ৩১টি ভারতীয় মোবাইল ফোন উদ্বার

শিবগঞ্জ সীমান্তে মালিকবিহীন ৩১টি ভারতীয় মোবাইল ফোন উদ্বার

ক্রিপ্টো চুরিতে শীর্ষে উত্তর কোরিয়ার হ্যাকাররা

ক্রিপ্টো চুরিতে শীর্ষে উত্তর কোরিয়ার হ্যাকাররা

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত

খুনি হাসিনার শেষ ৫ বছরে ১৬ হাজারের বেশি হত্যাকাণ্ড, দৈনিক ৯ জন

খুনি হাসিনার শেষ ৫ বছরে ১৬ হাজারের বেশি হত্যাকাণ্ড, দৈনিক ৯ জন

রোববার বাজারে আসছে ‘আমার দেশ’ পত্রিকা

রোববার বাজারে আসছে ‘আমার দেশ’ পত্রিকা