এবার রিপাবলিক বাংলাকে তুড়িতেই উড়িয়ে দিলেন বাংলাদেশের নরেন্দ্রনাথ
১০ জানুয়ারি ২০২৫, ১১:৪৬ এএম | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ১১:৪৬ এএম
বাংলাদেশের বিরুদ্ধে নিরবিচ্ছিন্নভাবে প্রোপাগান্ডায় লিপ্ত থাকা কলকাতাভিত্তিক ভারতীয় টেলিভিশন চ্যানেল 'রিপাবলিক বাংলা'র মিথ্যা আস্ফালনকে এবার তুড়িতেই উড়িয়ে দিলেন বাংলাদেশি নাগরিক নরেন্দ্রনাথ মজুমদার। তার দাঁতভাঙা জবাবে পেরে না উঠে অবশেষে মূর্খের মতো আক্রমণ করে বসেন ভারতীয় আলোচকরা। বললেন, আপনি কি সত্যিই হিন্দু?
নরেন্দ্রনাথ বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশের সাধারণ সম্পাদক। সম্প্রতি সীমান্ত উত্তেজনা নিয়ে রিপাবলিক বাংলার বিশেষ অনুষ্ঠান 'সোজাসুজি স্বর্ণালী'-তে আমন্ত্রণ জানানো হয় তাকে! একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ায় প্রশংসায় ভাসছেন তিনি। সমুচিত জবাব দেওয়া সেই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নরেন্দ্রনাথ মজুমদারকে রিপাবলিক বাংলার সাংবাদিক স্বর্ণালি প্রশ্ন করেন, ভারত তার সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে। বাংলাদেশ সেই বেড়া দেয়া বন্ধ করে কি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে? ভারতকে যুদ্ধের উস্কানি দিচ্ছে? জবাবে প্রথমেই তিনি বলেন, "আমি গর্বিত যে, আমার বাংলাদেশে জন্ম হয়েছে। আমি এদেশকে ভালোবাসি। এই দেশে জন্ম আমার শত জনমের কর্মের ফলে হয়েছে। বাংলাদেশের মতো একটি শক্তিশালী দেশে জন্মগ্রহণ করা ভাগ্যের ব্যাপার। ভারতের মতো দুর্বল দেশে জন্মগ্রহণ করা অন্য ব্যাপার।
এরপর তিনি রিপাবলিক বাংলার ভারতীয় আলোচকদের আন্তর্জাতিক আইন শিখিয়ে বলেন, এখানে সীমান্তে 'নো ম্যান্স ল্যান্ড' এবং জিরো পয়েন্টের মধ্যে একটা ব্যবধান থাকে। জিরো পয়েন্টে আপনি বেড়া দিতে পারবেন না।জিরো পয়েন্টে বিএসএফ যখন বেড়া দেয়া শুরু করেছিল তখন বিজিবির বাধায় বেড়া দেয়া বন্ধ করে দেয়। আপনারা এখন বেড়া দিতে শুরু করেছেন সেটা জিরো পয়েন্ট থেকে ভিতরে আপনাদের সীমানার মধ্যে। ধীরগতিতে বেড়া দেয়া শুরু করেছে। আপনাদের সীমানায় আপনারা বেড়া দেবেন নাকি পুকুর কাটবেন এটা আপনাদের বিষয়। এতে বাংলাদেশের কিছু আসে-যায় না।
সমুচিত জবাব দিয়ে তিনি আরো বলেন, 'বাংলাদেশকে দুর্বল, সরিষা ক্ষেতে ট্যাংক নিয়ে দাঁড়িয়ে আছে'- এসব কথা একবারও বলবেন না। ২০০১ সালে আপনারা উস্কানি দিয়েছিলেন সীমান্তে। ১৬ থেকে ১৯ এপ্রিল চার দিনের গোন্ডগোলে ১৮ জন বিএসএফ মারা গেছে। সেখানে বাংলাদেশের মারা গেছে মাত্র তিনজন। আপনাদের দুইজন বন্দি হয়েছে, আমাদের একজনও বন্দি হয় নাই। মনে পড়ে না, লজ্জা করে না আপনাদের। বাংলাদেশকে নিয়ে তাচ্ছিল্য করেন। ২০০১ সালে শিক্ষা হয় নাই আপনাদের।
নরেন্দ্রনাথের এমন দাঁতভাঙ্গা জবাবে উত্তেজনা তৈরি হলে কোন পাল্টা জবাব না দিতে পেরে ভারতের এক আলোচক বলে বসেন, আপনি কি সত্যিই একজন হিন্দু? আপনি হিন্দু কিনা আমার সন্দেহ হচ্ছে! নাম ভাঙিয়ে বসে আছেন।
ভিডিওটি শেয়ার করে লিখেছেন, সাবাস নরেন্দ্রনাথ মজুমদার।
এভাবেই কথা বলতে হবে, সবকিছুর উপরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব।সার্বভৌমত্বের ক্ষেত্রে একচুল ছাড় নয়!আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি।ভারতের গণমাধ্যমগুলো এমন কেন? যখন ডিফেন্স করতে পারছেন না তখন আপনি হিন্দু, আপনি হিন্দু বলে ধর্ম নিয়ে টানাটানি কেন?
একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ভারতীয় মিডিয়া আর সুশীল টকশোবিদদের মাঝে বাংলাদেশি নরেন্দ্রনাথ মজুমদার দাদা ফাটিয়ে দিয়েছেন একেবারে।
পরিচয়টা হিন্দু, বৌদ্ধ বা মুসলমান বলে নয়, পরিচয়টা যে বাংলাদেশি এবং বাংলাদেশ আমাদের জন্মভূমি বলেই আমরা মিথ্যা আস্ফালনের বিরুদ্ধে লড়তে, প্রতিবাদ করতে ভয় পাই না।
রেজওয়ানুর রহমান সাদিক লিখেছেন, সাতসকালেই একটা ক্লিপ সামনে এলো। নরেন্দ্রনাথ মজুমদার, একজন বাংলাদেশি, রিপাবলিক বাংলার প্রোপাগাণ্ডাকে নস্যাৎ করে দিয়ে এলেন। শিখিয়ে এলেন, আন্তর্জাতিক সীমারেখা আইন, ভারত কিভাবে উসকানি দেওয়ার চেষ্টা করছে। জানালেন, তিনি বাংলাদেশি, এটা তাঁর সাত জনমের ভাগ্য।এইসব দৃশ্য দেখলেই বলতে ইচ্ছে করে, 'আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি।'
ভাইরাল টকশোটি শেয়ার করে এসকে ফাহাদ আলম লিখেছেন, ভদ্রলোকের নাম নরেন্দ্রনাথ মজুমদার। উনি বাংলাদেশী। উনিই বাংলাদেশ।নরেন্দ্রনাথ বাবু যখন ভারতকে ধুয়ে দিচ্ছিলেন তখন ওরা কথায় না পেরে উনাকে সাম্প্রাদায়িক আক্রমণ করে বসলো, উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো "আপনি হিন্দু?" শুধু জিজ্ঞেস করলোনা, অস্বীকারও করলো, বললো যে উনি নাকি হিন্দু হতেই পারেন না। মানে ওরা ধরেই নিয়েছে বাংলাদেশের হিন্দুরা কখনো ভারতের বিপক্ষে কথা বলবেনা, বাংলাদেশের পক্ষে কথা বলবেনা। বাংলাদেশের হিন্দু সমাজ, আপনারাই সিদ্ধান্ত নিন, নরেন্দ্রনাথ বাবু হবেন নাকি ওদের ধারণাকেই সত্যি করবেন?
প্রসঙ্গত, নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৮ জানুয়ারি) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় কাজ বন্ধ করে বিএসএফ।
বর্তমানে সেখানে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, সতর্ক অবস্থানে আছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙে কাঁটাতারের বেড়া দিতে আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এসময় বিজিবির সঙ্গে যোগ দেয় সাধারণ বাঙালিরাও।
ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, হাজারো মানুষ বিজিবির সঙ্গে যোগ দিয়ে মিছিল দিচ্ছে। তারা বলতে থাকে আমরা অন্যায়ভাবে একবিন্দু মাটি ছাড় দিবো না। জীবন দিবো তারপরও ভারতীয়দের কাছে অন্যায় কোনো আপস মেনে নিবো না। সীমান্তে ভারতের বিএসএফের আগ্রাসন রুখে দিতে বিজিবির পাশে কাস্তে হাতে ডিফেন্স পজিশনে থাকা এক সাহসী কৃষকের ছবিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
উল্লেখ্য, রিপাবলিক বাংলা সহ ভারতীয় কিছু টেলিভিশন চ্যানেল ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার করছে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এছাড়া রিপাবলিক বাংলা টেলিভিশন বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়িয়ে বাংলাদেশে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
উন্নত বিশ্বের মতো ফরিদপুরে চালু হলো 'হলিডে মার্কেট'
ঢাকার টঙ্গীতে সাদপন্থীদের হাতে তাবলীগের সাথীদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ফরিদপুরে বিশাল বিক্ষোভ মিছিল
বিপদগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে যেতে হবে -অধ্যাপক মাহফুজুর রহমান
মানুষ জবাই করা আর হাত পা ভেঙ্গে দেয়ার নাম তাবলিগ না জুমার খুৎবা পূর্ব বয়ান
কুড়িগ্রামে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কুড়িগ্রামে সমাবেশ
পীরগনজে শীতের তীব্রতায় অসহায় শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণে মহোৎসব
কালীগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ
কানাডা এবং গ্রিনল্যান্ডের বিষয়ে নজর রাখছে রাশিয়া
লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা জানালেন তাবিথ আউয়াল
জিনপিং নয়, চীনের পক্ষে কে যাচ্ছেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে?
হাসিনার ফ্যাসিস্ট জামানার হিসাব ও বিচার চায় মানুষ - সিলেট বিএনপি নেতা মাহবুব চৌধুরী
যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিমানশক্তিকে অদম্য হয়ে উঠছে চীন
মুরাদনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, যাত্রীদের চরম ভোগান্তি
'ইত্যাদি' তে ভাঙচুর-মারামারির অভিযোগ ভূয়া
খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রাজশাহী
মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে: সিলেটবাসীকে আজহারী
নোয়াখালীর কোম্পানীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও গুলি’সহ আটক ১
২০২৪ সালে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম
মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা