লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
১৯ জানুয়ারি ২০২৫, ০৮:০৮ এএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:১০ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে ‘লাল সন্ত্রাস’র ঘোষণা দিয়েছেন। আর এই পোস্টের প্রতিবাদে এবং মেঘমল্লার দ্রুত গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ‘হৈ হৈ রই রই, মেঘমল্লার গেলি কই?’, ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট -অ্যাকশন’, ‘লাল সন্ত্রাসের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দিতেও দেখা যায়। বিক্ষোভ সমাবেশ থেকে তারা ২৪ ঘণ্টার মধ্যে মেঘমল্লার বসুকে গ্রেফতারের দাবি জানান।
শনিবার (১৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর লাল সন্ত্রাস ও সহিংসতার হুমকিতে শঙ্কিত হয়ে জীবনের নিরাপত্তা প্রার্থনা এবং হুমকিদাতাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। একইদিন মেঘমল্লার বসুর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী মো. যুবাইর বিন মেছারী।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)
‘দ্য অনলি অপশন ইজ রেড টেরর’ ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। মিছিল থেকে ছাত্র ইউনিয়নের এই নেতাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। শনিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এসময় তারা ক্যাম্পাসের সামনের রংপুর-দিনাজপুর মহাসড়ক এবং ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
মিছিলে শিক্ষার্থীরা ‘উদ্যানের গাঁজাখোর-উদ্যানে চলে যা; লাল সন্ত্রাসের ঠিকানা-এই বাংলায় হবে না; মেঘমল্লারের দুই গালে-জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দেন।
হাবিপ্রবির শিক্ষার্থীরা বলেন, ‘যেখানে আমরা প্রতিনিয়ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি সেখানে প্রকাশ্যে ফেসবুকে লাল সন্ত্রাসের ঘোষণার মতো স্পর্ধা দেখিয়েছেন মেঘমল্লার বসু। সন্ত্রাসী মেঘমল্লাররা এই রাষ্ট্র ও সমাজের জন্য হুমকি। তাকে দ্রুত গ্রেফতার করতে হবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি)
ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু লাল সন্ত্রাসের ডাক দেওয়ায় তাকে আটক ও ছাত্র ইউনিয়নকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ে লিপুচ ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জয় বাংলা চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
এ সময় তারা ‘লাল সন্ত্রাসীর ঠিকানা এই ক্যাম্পাসে হবে না; জঙ্গিবাদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না; দিকে দিকে খবর দে জঙ্গিবাদের কবর দে; উদ্যানের গাঁজাখোর উদ্যানে ফিরে যা; অ্যাকশন টু অ্যাকশন লাল সন্ত্রাসের বিরুদ্ধে অ্যাকশন’ ইত্যাদি, স্লোগান দেন শিক্ষার্থীরা।
বশেমুরবিপ্রবি শিক্ষার্থী শাহিনুর রহমান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু ফেসবুক পোস্ট এবং লাইভের মাধ্যমে লাল সন্ত্রাসের ডাক দিয়েছে। বর্তমানে বাংলাদেশে আওয়ামী স্বৈরাচার ফ্যাসিস্টের যে আস্তানা তার আশ্রয়দাতা হলো এই রেড টেরোরিস্টরা। তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কাজ করছে। এরাই ইসলামি দলগুলোকে জঙ্গি ট্যাগ দিয়েছিল। এই লাল সন্ত্রাসীকে অতিদ্রুত গ্রেফতার করে শাস্তি দিতে হবে।’
ঢাকা কলেজ
ফেসবুক স্ট্যাটাসে ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু কর্তৃক তার দলের নেতাকর্মীদের অস্ত্র হাতে তুলে নিয়ে দেশে লাল সন্ত্রাস কায়েমের ঘোষণা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা দেশের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ২৪ ঘণ্টার মধ্যে মেঘমল্লার বসুকে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কলেজটির মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি হলপাড়া প্রদক্ষিণ করে ঢাকা কলেজ মুক্তমঞ্চে সমাপ্ত হয়।
এ সময় তারা ‘উদ্যানের গাঁজাখোর উদ্যানে ফিরে যা; লাল সন্ত্রাসের ঠিকানা বাংলাদেশে হবে না'; মেঘমল্লার বসুর দুই গালে জুতা মারো তালে তালে; অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন; শাহবাগীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
সমাবেশে বাংলা বিভাগের শিক্ষার্থী জিহাদ হোসাইন বলেন, ‘বাংলাদেশে কোনো নব্য জঙ্গি আমরা দাঁড়াতে দিবো না। জঙ্গির ঠাঁই এই বাংলায় হবে না। মেঘমল্লার বসুরা এতদিন আওয়ামী লীগের মদদপুষ্ট হিসেবে বুক ফুলিয়ে রাজনৈতিক প্রোগ্রাম করেছে। আমরা মনে করি মেঘমল্লার বসুরা আওয়ামী লীগের অন্যতম চেহারা। ছাত্রসংসদ নির্বাচনকে বানচাল করতে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবতা করতে প্রচেষ্টা চালাচ্ছে তারা।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)
ফেসবুক পোস্টে প্রকাশ্যে ‘লাল সন্ত্রাস’ ঘোষণা দেওয়ায় ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মেঘমল্লার বসুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সমবেত হয়। এসময় বিক্ষোভ সমাবেশে অংশ নেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘লাল সন্ত্রাসের গদিতে, আগুন জ্বালো একসাথে; অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন; শাহবাগীদের বিরুদ্ধে ডাইরেক্ট একশান; এক দুই তিন চার শাহবাগীরা বাংলা ছাড়; লাল সন্ত্রাসের ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না; জঙ্গিবাদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু ঘোষণা দিয়েছে যে, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য নাকি লাল সন্ত্রাসের প্রয়োজন হয়। অথচ এই লাল সন্ত্রাসেরা জুলাই আন্দোলনে ছাত্রলীগের সাথে অনুপ্রবেশ করে গণহত্যা চালিয়েছে। এটা তার কথার মাধ্যমে প্রমাণিত হয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা এমন সন্ত্রাসীদের পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে দেবো না। বাংলাদেশে বসে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
দ. কোরিয়ায় ইয়ুনের আটক বাড়ানোর পর আদালতে হামলা ও বিক্ষোভ
শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলি বিমানবন্দর বন্ধ
৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাওয়া যাবে যেখানে
লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
স্পেনের এনজিওগুলো ইলন মাস্কের বিরোধিতায় এক্স ছেড়ে যাচ্ছে
যে দেশ বা সমাজে ন্যায়বিচার নেই, সে জাতিকে ধ্বংস করে দেন আল্লাহ: আল্লামা মামুনুল হক
গাজায় প্রতিদিন ঢুকবে ৬০০ ট্রাক ত্রাণ
যুদ্ধবিরতির আনন্দে গাজায় কর্মরত সাংবাদিকদের আবেগ-উল্লাস
ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
লিমায় স্প্যানিশ বিজয়ী ফ্রান্সিসকো পিজারোর মূর্তি পুনঃস্থাপন
আবারও পেছাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি
‘প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকভাবে করতে হবে’
রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার
টিকটকের যুক্তরাষ্ট্রে পরিষেবা বন্ধ, আইনি নিষেধাজ্ঞার প্রভাব
ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু
আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার
সাইফের হামলাকারী বাংলাদেশি?