ইনকিলাবে রিপোর্টের পর সরিয়ে দেয়া হলো তিন কর্মকর্তাকে
১৯ জানুয়ারি ২০২৫, ০১:০৭ পিএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০১:৩৩ পিএম
দৈনিক ইনকিলাবে রিপোর্ট প্রকাশের পর সরিয়ে দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন কর্মকর্তাকে। তারা হলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মনিরুজ্জামান, বঙ্গভবনে প্রেসিডেন্টের ডেপুটি প্রেস সেক্রেটারি মুহাম্মদ শিপলু জামান এবং সহকারি প্রেস সেক্রেটারি আজিজুল হক মামুন।
এর আগে গত ১২ জানুয়ারি ‘স্পর্শকাতর দফতরে বহাল আওয়ামী আমলারা‘ শীর্ষক প্রতিবেদক প্রকাশ করে দৈনিক ইনকিলাব। প্রতিবেদনে বলা হয়, বঙ্গভবন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের মতো স্পর্শকাতর দফতরগুলো এখনো ‘অ্যাডমিন ক্যাডার’ হিসেবে কর্মরত ছাত্রলীগ ক্যাডারদের করায়ত্তে¡। এসব আমলা অন্তর্বর্তীকালিন সরকারের প্রতি আপাত আনুগত্য দেখালেও তাদের রাজনৈতিক দায়বদ্ধতা ভারতে পলাতক শেখ হাসিনার প্রতি তারা এতোটাই আওয়ামী-প্রাণ যে, অনেকে এখনো ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া আ’লীগ নেতাদের সঙ্গে রাখছেন নিয়মিত যোগাযোগ। দফতরগুলোর গোপন তথ্য পাচার করছেন তারা। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এমন গুরুতর অভিযোগ।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়,বিসিএস ২৪ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান অনেক দিন ধরে প্রধানমন্ত্রীর কার্যালয় (বর্তমান প্রধান উপদেষ্টার কার্যালয়) পরিচালক (প্রশাসন) পদে কর্মরত।
শেখ হাসিনার আমলে (২০০৯-২০১৩) একাধিকবার প্রেসিডেন্টের সহকারী প্রেস সেক্রেটারি পদে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা, বিসিএস (তথ্য) ক্যাডারের ২৪ ব্যাচের কর্মকর্তা মুহাম্মদ শিপলু জামান। প্রেসিডেন্ট হিসেবে আব্দুল হামিদের মেয়াদ শেষ দিকে ডেপুটি প্রেস সেক্রেটারি পদে পদোন্নতি পান ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক এই কর্মী। সরকার পরিবর্তন হলেও বঙ্গভবনে এখনো বহাল রয়েছেন শিপলু জামান। প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিনের ডেপুটি প্রেস সেক্রেটারি শিপলু জামান এবং ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি ইমরুল কায়েস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোপন তথ্য আওয়ামীপন্থি সংবাদ মাধ্যমে তথ্য পাচার করছেন।
প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালে দায়িত্ব নেয়ার পর বিএনপি আমলে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহম্মেদের সহকারী একান্ত সচিব (এপিএস) মনিরুল ইসলামকে ওএসডি করেন। তার স্থলে নিয়োগ দেয়া হয় বিতর্কিত ও ‘মুক্তিযোদ্ধা কোটা’য় বিসিএস ক্যাডারে নিয়োগ পাওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আজিজুল হক মামুনকে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক পদ থেকে মুহাম্মদ মনিরুজ্জামান, বঙ্গভবনে প্রেসিডেন্টের ডেপুটি প্রেস সেক্রেটারি পদ থেকে মুহাম্মদ শিপলু জামান এবং সহকারি প্রেস সেক্রেটারি আজিজুল হক মামুনকে সরিয়ে দেয়ার পর দফতর দু‘টিতে কর্মরত ফ্যাসিবাদের দোসর অন্য কর্মকর্তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। কারণ তাদের বিরুদ্ধে রয়েছে ভোল পাল্টানোর অভিযোগ। গত ৫ আগস্ট শেখ হাসিনা, তার মুখ্য সচিব, সচিবসহ হাসিনাঘনিষ্ট শীর্ষ কর্মকর্তারা পালিয়ে যান। কিন্তু গিরগিটির মতো সেকেন্ডে রঙ পাল্টে স্ব স্ব দফতরে থেকে যান বর্ণচোরা এসব আমলা। পট পরিবর্তনের পরপর এদের অনেকে কৌশলে বাগিয়ে নেন পদোন্নতি। পূর্ণ মর্যাদা, সম্মান ও পদ আকড়ে থেকে হাসিনার এই সহযোগীরা ক’দিন পরপর জন্ম দিয়ে চলেছেন নানা ইস্যু। একের পর এক ইস্যু সৃষ্টি করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছেন, বিব্রত করছেন। কখনো বা বিভিন্ন পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করে চেষ্টা চালাচ্ছেন সরকার ও সাধারণ মানুষকে মুখোমুখি দাঁড় করানোর।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাইডেনের ক্ষমায় শিগগিরই মুক্তি পেতে পারেন ডক্টর আফিয়া সিদ্দিকী
ই-পাসপোর্ট ডিজাইনে পরিবর্তন আসছে
কিশোরগঞ্জে সরকারি হাসপাতালে টানা দুদিন ধরে পানি নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা
দল হিসেবে খেললে অধিনায়কত্ব সহজ হয় : সোহান
পটুয়াখালীতে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিএনএসবি চক্ষু হাসপাতালের ফ্রি চক্ষু শিবির
পটুয়াখালী পুলিশ লাইনে মহিলা পুলিশ ও মহিলা কলেজ থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা
জাতীয় কবির নাতি বাবুল কাজীর ইন্তেকাল
ময়মনসিংহে মেডিকেল থেকে রক্ত চোর চক্রের ২সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ
রাতের আঁধারে ভেকুর দাপট, আখাউড়ার মাটি যাচ্ছে মুরাদনগরে
জুলাই আন্দোলনে উজ্জীবিত হয়ে নতুন দেশ গঠনে গুরুত্ব দিচ্ছেন সোহান
মতলবে সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামিসহ ২ জন গ্রেফতার
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের অবস্থান, সরাতে পুলিশ-সেনাবাহিনীর চেষ্টা
দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৩
চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হাজীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া
সোনারগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ইবিতে অসুস্থ ও পরলোকগতদের স্মরণে দোয়া
২৮ দিন ধরে বন্ধ রৌমারী-চিলমারী ফেরি, ভোগান্তিতে মানুষজন