পোশাকের পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন জরুরী

পুলিশে চেইন অব কমান্ড ফিরিয়ে আনার উদ্যোগ নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

Daily Inqilab সাখাওয়াত হোসেন

২২ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম

আন্তবর্তীকালিন সরকারের সময় পুলিশের চেইন অব কমান্ড ফিরিয়ে আনার জোর উদ্যোগ নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। পুলিশ বাহিনীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপিসহ (প্রশাসন) ১৯টি অতিরিক্ত আইজিপির পদ এখনও শূণ্য। গত ১৭ বছর ধরে বঞ্চিত ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদের পেশাদার ও সৎ কর্মকর্তারা এ সরকারের প্রায় ছয় মাসেও যথাসময়ে
পদোন্নতি পাচ্ছেন না। পুলিশের এসএসবি না হওয়ায় চরম ক্ষোভ বিরাজ করছে পুরো পুলিশ বাহিনীতে।

 


জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার হত্যার সাথে জড়িত পুলিশ, র‌্যাব ও আনসারের যে সব কর্মকর্তার বিরুদ্ধে সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা দায়ের করা হয়েছে, তারাও ধরাছোয়ার বাইরে। এ সব গুরুত্বপূর্ণ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহন না করে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনার বিষয়টি কতটুকু সময়োযোগী তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশের সংখ্যা অনেক কম। একই সাথে যথাযথ প্রশিক্ষণের অভাবও রয়েছে পুলিশ বাহিনীতে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে শুরু থেকে মারমুখী ছিল পুলিশ। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহার করা হয়। যার ফলে নির্বিচারে গুলি, হত্যা, গণগ্রেপ্তার ও নির্যাতনে অভিযুক্ত পুলিশ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি তোপের মুখে পড়ে। হামলা-ভাঙচুর করা হয় থানা ও ট্রাফিক স্থাপনায়। পুলিশ সদস্যদের মারধর ও হত্যার ঘটনাও ঘটে। পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীকে পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহন না করে পোশাক পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দেয়া ঠিক হয়নি। পোশাক পরিবর্তনের চেয়ে প্রয়োজন দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি উন্নয়নে সময় উপযোগী বাহিনী তৈরি করা। বঞ্চিত ও যোগ্য কর্মকর্তাদের দ্রæত পদোন্নতি দিয়ে পদায়নের মাধ্যমে পুলিশকে গতিশীল করা খুবই জরুরী। এ সব বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরের দায়িত্বশীল ব্যক্তিদের মনোযোগ দেয়া উচিত বলে অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন।

 

বিশেষজ্ঞরা বলছেন, বাহিনীর সেবা মান ও মানসিকতায় পরিবর্তন আনা না গেলে শুধু পোশাক পরিবর্তন খুব বেশি কাজে আসবে না। আগেও অনেকবার পোশাক পরিবর্তন হয়েছে, কিন্তু পুলিশের কোনো পরিবর্তন হয়নি। পোশাক পরিবর্তনের পরপরই পুলিশের মনোভাব পরিবর্তন জরুরি। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত পুলিশ পতিত আওয়ামী লীগের
রক্ষাকবচ হয়ে উঠেছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২৮ অক্টোবর পল্টনে ডাকা বিএনপির সমাবেশ পÐ, পরে পার্টি অফিসে কথিত অভিযান ছাড়াও অতীতের নজির ভেঙে নির্বাচনের ঠিক আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রায় সব দলের প্রথম সারির নেতাদের রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে পুলিশ। যদিও বিরোধী অধিকাংশ দল বয়কট করেছিল জাতীয়
নির্বাচন। ২৮ অক্টোবরের পর বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অধিকাংশ প্রথম সারির রাজনৈতিক দল পুলিশি নিষেধাজ্ঞায় ঢাকায় সভা-সমাবেশের অনুমতি পায়নি। পতিত আওয়ামী লীগের রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠা সেই পুলিশ বাহিনী তোপের মুখে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে লিখেছেন, স্বভাব, চরিত্র, খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নাই। সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে।

 

প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে লিখেছেন, নতুন ইউনিফর্মের পেছনে শত কোটি টাকা খরচ না করে র‌্যাব, পুলিশ, আনসার সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও কাঠামোগত উন্নয়নে পর্যায়ক্রমে অর্থ বিনিয়োগ করুন। সংস্থাগুলোর সদস্যদের দুর্নীতি প্রতিরোধ এবং মানবিক পুলিশিং নিশ্চিত করতে বিশেষ অভ্যন্তরীণ ইউনিট গঠন করে জনসেবামূলক কার্যক্রমে তাদের নিয়োজিত করুন। পুলিশের একাধিক কর্মকর্তা ইনকিলাবকে বলেন, পুলিশের ইউনিফর্ম-লোগো পরিবর্তন হলেই কি মনের পরিবর্তন হবে? ইউনিফর্ম-লোগো পরিবর্তন করে পুলিশের ভেতর পরিষ্কার করতে পারবেন? তাদের মতে, অনেক বার পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে। কিন্তু পুলিশের কোন পরিবর্তন হয়নি। নিজেদের কার্যকলাপ পরিবর্তন করতে হবে। জন সংখ্যার অনুপাতে পুলিশের সংখ্যা অনেক কম। তাই
প্রশিক্ষণের মাধ্যমে জনবান্ধব পুলিশ তৈরির পাশাপাশি দেশে পুলিশের সংখ্যা বাড়াতে হবে। এই পোশাক পরিবর্তনের কারনে বর্তমান সরকারের শত শত কোটি টাকা ব্যয় করতে হবে। বর্তমানে দেশের অর্থনীতির যে অবস্থা তাতে এ ধরনের সিদ্ধান্ত নেয়ার আগে শতবার ভাবা উচিত। দ্রæত পদোন্নতি দিয়ে পুলিশের শূণ্যপদ পুরণের মাধ্যমে পুলিশ বাহিনী গতিশীল করা প্রয়োজন বলে ওই কর্মকর্তারা মন্তব্য করেন।

 

সাবেক আইজিপি নূর মোহাম্মদ ইনকিলাবকে বলেন, পোশাক-লোগো পরিবর্তনে পুলিশের বাহ্যিক বিষয়গুলো না দেখে ভেতরেরগুলো দেখা দরকার। আমার প্রশ্ন, এই মুহূর্তে পোশাক পরিবর্তন করা অগ্রাধিকার কি-না। মানুষ একটা জায়গায় এসে প্রথমে প্রায়োরিটি নির্ধারণ করে যে, কোনটা আগে আর কোনটা পরে করা হবে। পোশাক-লোগো পরিবর্তন করে পুলিশের ভেতর পরিষ্কার করতে
পারবেন? পারবেন না। আগে অনেকবার লোগো পরিবর্তন হয়েছে, পোশাক পরিবর্তন হয়েছে কিন্তু পুলিশ বাহিনীর কোনো পরিবর্তন হয়নি। সাবেক এই আইজিপি বলেন, বিএনপি ক্ষমতায় এলে চাইবে পুলিশের লোগোর মধ্যে ধানের শীষ লাগাতে। আওয়ামী লীগ এলে চাইবে ওইগুলো বাদ দিয়ে নৌকা লাগাতে। বর্তমানে অন্তর্বতীকালীন সরকার বড় কোনো সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে খুব বেশি কার্যকর হবে তা বলতে পারি না। অন্তর্বতীকালীন সরকার থাকে অল্প সময়ের জন্য। তারা পরিবেশ-পরিস্থিতি ভালো করবে যাতে জনগণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারে। এখন জরুরি হলো পুলিশকে স্বাভাবিক কাজকর্মে ফিরিয়ে আনা। আনার পর সাধারণ মানুষের আস্থা, বিশ্বাস নিয়ে কাজ করতে পারে সেই ব্যবস্থা করা। সাবেক আইজিপি নূর মোহাম্মদ আরও বলেন, পুলিশে দক্ষ কর্মচারী-কর্মকর্তার অভাব নেই। তাদেরকে ভালো জায়গায় প্লেস করা প্রয়োজন।

 

মানুষ যাতে ভালো সেবা পায়। গত কয়েক বছরে পোস্টিং দিয়ে টাকা-পয়সা নেওয়াটা খারাপ করে গেছে। পুলিশের যে ভালো কাজ করবে তাকে পুরস্কার দেবেন আর যে মন্দ কাজ করবে তাকে শাস্তি দেবেন। কনস্টেবল-দারোগাকে শাস্তি দিয়ে লাভ নেই। উপর থেকে ধরতে হবে। দু'একটা ধরে দেখেন কাজ হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

লেবাননে বোমা হামলায় বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্রে আরও বেশি রোহিঙ্গা পুনর্বাসন চায় বাংলাদেশ
‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের হচ্ছে না, এটা ভারতীয় মিডিয়ার অপপ্রচার’
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি
জার্মান চ্যান্সেলরের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক
আরও

আরও পড়ুন

৯ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে বার্সার জয়ের হাসি

৯ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে বার্সার জয়ের হাসি

জোড়া গোলে রোনালদোর 'সেঞ্চুরি', আল নাসরের জয়

জোড়া গোলে রোনালদোর 'সেঞ্চুরি', আল নাসরের জয়

লিলকে হারিয়ে লিভারপুলের সাতে সাত

লিলকে হারিয়ে লিভারপুলের সাতে সাত

ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার

ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার

কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন

কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন

খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত

খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত

ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের আদেশ স্থগিতে ১৮টি রাজ্যের মামলা

ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের আদেশ স্থগিতে ১৮টি রাজ্যের মামলা

টেলিকমে অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে : বিটিআরসি চেয়ারম্যান

টেলিকমে অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে : বিটিআরসি চেয়ারম্যান

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত

খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

আনিসুল হকের আয়কর নথি জব্দ

আনিসুল হকের আয়কর নথি জব্দ

সাবেক ক্রিকেটার দুর্জয়ের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

সাবেক ক্রিকেটার দুর্জয়ের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

বন্দরে বকেয়া বেতন দাবিতে পারটেক্স শ্রমিকদের অবস্থান কর্মসূচি

বন্দরে বকেয়া বেতন দাবিতে পারটেক্স শ্রমিকদের অবস্থান কর্মসূচি

অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি : ইউজিসি

অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি : ইউজিসি

ধামরাইয়ে ৩ দিনেও সন্ধান মেলেনি ইজিবাইক চালকের

ধামরাইয়ে ৩ দিনেও সন্ধান মেলেনি ইজিবাইক চালকের

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত

গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

বিদ্যুৎ উপদেষ্টাকে স্মারকলিপি দিল পবিস কর্মীরা

বিদ্যুৎ উপদেষ্টাকে স্মারকলিপি দিল পবিস কর্মীরা

উত্তরা উলামা আইম্মা পরিষদের কমিটি গঠন

উত্তরা উলামা আইম্মা পরিষদের কমিটি গঠন

ডাকাতির ভিডিও ভাইরাল হলেও অধরা রূপগঞ্জের রুবেল

ডাকাতির ভিডিও ভাইরাল হলেও অধরা রূপগঞ্জের রুবেল