বিমানবন্দরে রাতভর তল্লাশিতে মেলেনি কিছুই : শাহজালালে ফের বোমা হামলার হুমকি বার্তা
২৪ জানুয়ারি ২০২৫, ১২:২০ এএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:২০ এএম
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের বোমা হামলার হুমকির বার্তা আসে। গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে হোয়াটসঅ্যাপে মালয়েশিয়ার একটি নম্বর থেকে এ হুমকির বার্তা দেয়া হয়। তবে তল্লাশি করে কোথাও কিছু পাওয়া যায়নি। বার্তাটি ভূয়া বলে প্রমানিত হলে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রæপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, বুধবার রাত ১১টায় এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের সরকারি নম্বরের হোয়াটসঅ্যাপে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দরে হুমকির বার্তাটি এসেছিল। বার্তা পেয়েই নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুরো বিমানবন্দরে তল্লাশি করা হয়। তবে কোন কিছুই পায়নি বিমান বন্দর কর্তৃপক্ষ। হুমকির কোনো সত্যতা না পাওয়ায় রাত আড়াইটায় নিরাপত্তা তল্লাশি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। তবে হুমকির বার্তা পাওয়ার পরও বিমানবন্দরে ফ্লাইট উঠানামায় কোনো ব্যাঘাত ঘটেনি।
এর আগে এর আগে বুধবার ভোর ৪টা ৩৭ মিনিটে এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নম্বর থেকে বোমা হামলার বার্তা আসে। ওই বার্তায় বলা হয়, বিমানের রোম থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে। শাহ্জালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর সেটির বিস্ফোরণ ঘটানো হবে।
ওই হুমকির বার্তার পর বিমান বন্দরে শুরু হয় তোলপাড়। ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। পরে পুরো প্লেনে তল্লাশি চালানো হয়। দীর্ঘ তল্লাশির পরও বোম বা বোম সদৃশ কোনো কিছুই মেলেনি প্লেনটিতে।
বোমা হুমকির খবরটি পাওয়ার সাথে সাথেই বিমানবন্দরের নিয়ম অনুযায়ী, নির্ধারিত দ্রæততম সময়ের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ‘থ্রেট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি’ বোমা হুমকি যাচাই করে ‘ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যাক্টিভেট’ করা হয়। ইমারজেন্সি অপারেশন সেন্টার বিমানবন্দরে বোমা হামলা মোকাবেলায় সংশ্লিষ্ট সব দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে জানানো হলে সংস্থাসমূহ বিমান অবতরণের আগেই সব প্রস্তুতি সম্পন্ন করে বিমানবন্দরে উপস্থিত হয়। অবতরণের পর পরই বিমানটিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে যাত্রী এবং ক্রুদেরকে দ্রæত নিরাপদে টার্মিনাল ভবনে স্থানান্তর করা হয়। এ সময় বিমান ও তার আশেপাশের এলাকার সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিমানবন্দর কর্তৃপক্ষকে সহায়তা করে সিভিল এভিয়েশনের সিকিউরিটি (এভসেক), বাংলাদেশ বিমান বাহিনীর অ্যান্টি টেরোরিজম ইউনিট, টাস্ক ফোর্স, কুইক রিঅ্যাকশন ফোর্স এবং সাধারণ আনসার সদস্যবৃন্দ, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের ক্রাইসিস রেসপন্স টিম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিকিউরিটি বিভাগ, এপিএস, জিএসই টিম, বিমানবন্দরের ফায়ার শাখা, স্বাস্থ্য শাখা এবং সংশ্লিষ্ট সকল সংস্থার সদস্যবৃন্দ। এছাড়াও, ডগ স্কোয়াড টিম নিয়ে প্রয়োজনীয় তল্লাশি কাজে সহায়তা করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডগ স্কোয়াডসমূহ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডেনমার্ক সরকারের আইএফইউ কর্তৃক একেএস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
রাশিয়ার জনগণকে ভালোবাসেন ট্রাম্প!
বিপুল কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো
ইএফডি মেশিনের আগে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনুন
বিএনপিতে চাঁদাবাজ অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই : আমান উল্লাহ আমান
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
রূপগঞ্জে শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা
মাদক চাঁই রুবেল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
দুর্নীতির মামলায় খুলনার সাবেক এমপি মিজানুর রহমান কারাগারে
সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দ
জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে
এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫
নারায়ণগঞ্জে কিউলেক্স মশার উপদ্রবে নাজেহাল নগরবাসী
স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান
নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : নবীন পুলিশদের আইজিপি
ভারত সীমান্তে আগ্রাসন চালিয়ে বাংলাদেশকে অবমাননা করছে