শহীদের স্বীকৃতি পেলেন সেই যুবক, পরিবার পেল ১০ লাখ টাকার সঞ্চয়পত্র
০১ এপ্রিল ২০২৫, ১১:১৩ এএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৫, ১১:১৬ এএম

২০২৪ সালের ৫ আগস্ট নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট করা অস্ত্রে প্রাণ হারানো মো. ইমতিয়াজ হোসেন রিয়াজকে শহীদের স্বীকৃতি ও ১০ লাখ টাকা সঞ্চয়পত্র দেওয়ায় ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে।
গেজেটভুক্ত শহীদের তালিকা থেকে নাম বাদ দিতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
গত রোববার (৩০ মার্চ) নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২৭ মার্চ জেলা প্রশাসক নিজেই মো. ইমতিয়াজ হোসেন রিয়াজের বাবা মো. হাবিবুর রহমানের হাতে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন।
ইমতিয়াজ হোসেন রিয়াজ চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ওয়ারী মিয়া বেপারী বাড়ির মো. হাবিবুর রহমানের ছেলে।
গত ২৭ মার্চ জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ ১৪ জন শহীদ পরিবারের উত্তরাধিকারীদের মাঝে পরিবার প্রতি ১০ লাখ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র, ১০ জন ‘এ’ ক্যাটাগরি আহতদের মাঝে জনপ্রতি ২ লাখ টাকা এবং ৪০ জন ‘বি’ ক্যাটাগরি আহতদের মাঝে জনপ্রতি ১ লাখ টাকার আর্থিক অনুদানের ১ম পর্বের চেক বিতরণ করেন।
সঞ্চয়পত্র ও চেক বিতরণ অনুষ্ঠানে নোয়াখালীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, নোয়াখালীর সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল, নোয়াখালী সেনাবাহিনী ক্যাম্পের লে. তানভীর আহমেদ, নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা, ছাত্র সমন্বয়ক মো. আরিফুর রহমান ও ফরহাদুল ইসলামসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এদিকে মো. ইমতিয়াজ হোসেন রিয়াজকে জুলাই আন্দোলনে ‘আত্মঘাতিকভাবে মৃত’ আখ্যা দিয়ে তার নাম গেজেটভুক্ত শহীদ তালিকা থেকে বাদ দেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এতে বলা হয়, চাটখিল উপজেলার বাসিন্দা মো. ইমতিয়াজ হোসেন রিয়াজ পেশায় কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান ছিলেন।
গত ৫ আগস্ট সরকার পতনের খবরে চাটখিল থানায় ঢুকে লুট করে নিয়ে আসেন অস্ত্র। পুলিশের অস্ত্র নিজের কোমরে নিয়ে মোটরসাইকেলে করে স্থান ত্যাগের সময় পথিমধ্যে আত্মঘাতি বুলেট লাগে তার পায়ে। অতিরিক্ত রক্তক্ষরণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সে আন্দোলনে সম্পৃক্ত ছিল- এমন কোনো তথ্য বা ছবি পাওয়া যায়নি। তার আন্দোলন অবস্থায়ও কোনো প্রমাণপত্র নেই।
এমতাবস্থায় উক্ত বিষয়টি তদন্ত পূর্বক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের শহীদদের গেজেট তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
তবে ইমতিয়াজের বাবা হাবিবুর রহমান দাবি করেন, তার ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে।
নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, শহীদদের যাচাই-বাছাই শিক্ষার্থীদের মাধ্যমে হয়েছে। তারা তখন বিষয়টি নিয়ে আপত্তি দিলে আমরা ভেবে দেখতাম। তবে অভিযোগ যেটি পেয়েছি সেটির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

স্নান উৎসবকে ঘিরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩,৩৫৪ জন

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে পূণ্যার্থীদের ভিড়

বরিশালে তরমুজ চুরিতে বাধা দেয়ায় সন্ত্রাসীদের লাঠির আঘাতে কৃষক নিহত

ইরান আত্মরক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে: সউদী যুবরাজকে পেজেশকিয়ান

সংখ্যালঘুদের রক্ষা করুন: মোদি। হাসিনাকে দমন করুন: ইউনূস

জকিগঞ্জে টাকা ধার না দেয়ায় ছুরিকাঘাত ; চিকিৎসাধীন অবস্থায় রেস্তোরাঁ শ্রমিকের মৃত্যু

স্বামীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে খুন, স্ত্রী আটক

ট্রাম্প টিকটককে আরও ৭৫ দিন সময় দিলেন

লাইভে গণমাধ্যমের উপর পরীমণির ক্ষোভ প্রকাশ

মিয়ানমারে আবার কেঁপে উঠলো ৫.৬ মাত্রার ভূমিকম্প

দোয়ারাবাজারে ডেভিলহান্ট অপারেশনে ফারুক মাস্টার গ্রেফতার

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ঈদের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, সদরঘাটে উপচেপড়া ভিড়

হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে-কাজী শিপন

সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আয়ারল্যান্ড শীর্ষে, বাংলাদেশ ১৮১তম

ঈদের ছুটিতে সৈয়দপুরে লেগেছে বিয়ের ধুম

‘গরীবের খাদ্য’ খ্যাত মিষ্টিআলু পুষ্টিচাহিদার অন্যতম উৎস হলেও উচ্চ ফলনশীল জাতের আবাদ বৃদ্ধির উদ্যোগ নেই

সৈয়দপুরে ঈদের ছুটিতেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে মিলছে সকল স্বাস্থ্যসেবা

ইসরাইলে ২০ হাজার অ্যাসল্ট রাইফেল পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন