বাংলাদেশ নিয়ে নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে যা ছিলো
০২ এপ্রিল ২০২৫, ১১:১৯ এএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ১১:১৯ এএম

গত ৩১ মার্চ সোমবার দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশ হয়েছে ‘অ্যাজ বাংলাদেশ রিইনভেন্টস ইটসেলফ, ইসলামিস্ট হার্ড-লাইনার্স সি অ্যান ওপেনিং’ শিরোনামের প্রতিবেদন। এতে বাংলাদেশে ধর্মীয় কট্টরপন্থার উত্থান বিষয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনের শুরুতে কর্তৃত্ববাদী শাসকের উৎখাতের পর বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছে সেখানে বাংলাদেশের একটি শহরে মেয়েদের ফুটবল খেলার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করে ধর্মীয় উগ্রবাদীরা—এমন বিষয়কে উল্লেখ করা হয়েছে। পাবলিক প্লেসে চুল না ঢেকে রাখায় এক নারীকে হেনস্তাকারীকে পুলিশের হাত থেকে জোর খাটিয়ে মুক্ত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এ প্রতিবেদনে। এসব ঘটনাকে উদাহরণ হিসেবে উল্লেখ করে প্রতিবেদনে লেখা হয়েছে, ‘চরমপন্থীরা নারীদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার মাধ্যমে (তৎপরতা) শুরু করেছে।’
প্রতিবেদনে বাংলাদেশের বেশ কয়েকটি ইসলামী দল ও সংগঠনের প্রতিনিধিদের সাক্ষাৎকার নেয়ার দাবি করা হয়েছে। সাক্ষাৎকারে অনেকগুলো ইসলামী দল ও সংগঠনের প্রতিনিধিরা—যেগুলোর কয়েকটি আগে নিষিদ্ধ ছিল—স্পষ্ট করেছেন যে তারা বাংলাদেশকে আরো চরমপন্থী অভিমুখে ঠেলে দিতে কাজ করছেন। এ পরিবর্তন বাংলাদেশের বাইরে থেকে খুব একটা বোঝা যায় না।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে, বাংলাদেশ যখন তার গণতন্ত্র পুনর্গঠন এবং তার সাড়ে সতেরো কোটি মানুষের জন্য একটি নতুন ভবিষ্যৎ নির্মাণের চেষ্টা করছে, তখন দেশটির ধর্মনিরপেক্ষ চেহারার পেছনে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা ইসলামী চরমপন্থার ধারাটি ক্রমশ প্রকাশ হচ্ছে।’
ঢাকার রাস্তায় খিলাফতের দাবিতে মিছিলের ঘটনা এবং প্রকাশ্যে আইন হাতে তুলে নেয়ার ঘোষণা প্রতিবেদনে গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের নিপীড়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতে ভূমিকা রাখা নারী শিক্ষার্থীদের জন্য ধর্মীয় গোঁড়াদের কর্মকাণ্ড হাতাশাজনক বলে মন্তব্য করা হয়েছে। আরো বলা হয়েছে, এ নারীরা প্রত্যাশা করেছিলেন একদলীয় শাসনের পতনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে, যেখানে বাংলাদেশের বৈচিত্র্য স্থান পাবে। সমালোচকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অনেকে মনে করেন, ৮৪ বছর বয়সী নোবেল লরিয়েট মুহাম্মদ ইউনূস চরমপন্থী শক্তির বিরুদ্ধে যথেষ্ট শক্ত পদক্ষেপ নিচ্ছেন না।
শেখ তাসনিম আফরোজ এমি (২৯) নামের একজনকে উদ্ধৃত করা হয়েছে। তিনি নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘আমরা প্রতিবাদের প্রথম সারিতে ছিলাম। আমরা রাস্তায় আমাদের ভাইদের রক্ষা করেছি। কিন্তু এখন, পাঁচ-ছয় মাস পর পুরো বিষয়টা বদলে গেছে।’
বাংলাদেশের অর্থনীতিতে নারীদের ভূমিকাকে উল্লেখ করে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতিতে নারীরা গভীরভাবে একীভূত—৩৭ শতাংশ নারী আনুষ্ঠানিক শ্রমশক্তিতে আছেন, যা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ হারের অন্যতম—তাদের জোর করে ঘরে পাঠানোর যেকোনো প্রচেষ্টার ফলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
হাসিনার চলে যাওয়ার পর ছোট ছোট চরমপন্থী দল—যারা এ ব্যবস্থাকে সম্পূর্ণরূপে উৎখাত করতে চায় এবং মূলধারার ইসলামপন্থী দলগুলো যারা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কাজ করতে চায়—উভয় পক্ষই বাংলাদেশে আরো রক্ষণশীল সমাজ তৈরির একটি সাধারণ লক্ষ্য প্রতিষ্ঠায় একত্র হচ্ছে বলে ধারণা করা যায়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

বিতর্কিত ওয়াকফ বিল পাস, বিক্ষোভে উত্তাল ভারত : গ্রেফতার ৪০

সংখ্যালঘু নিরাপত্তার দাবি মোদির, ড. ইউনূস বললেন, হাসিনাকে ফেরত পাঠাতে ও তাকে ‘থামাতে’

ওয়াকফ বিল সংশোধন সংবিধানের ওপর নির্লজ্জ আক্রমণ : সোনিয়া গান্ধী

স্নান উৎসবকে ঘিরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩,৩৫৪ জন

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে পূণ্যার্থীদের ভিড়

বরিশালে তরমুজ চুরিতে বাধা দেয়ায় সন্ত্রাসীদের লাঠির আঘাতে কৃষক নিহত

ইরান আত্মরক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে: সউদী যুবরাজকে পেজেশকিয়ান

জকিগঞ্জে টাকা ধার না দেয়ায় ছুরিকাঘাত ; চিকিৎসাধীন অবস্থায় রেস্তোরাঁ শ্রমিকের মৃত্যু

স্বামীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে খুন, স্ত্রী আটক

ট্রাম্প টিকটককে আরও ৭৫ দিন সময় দিলেন

লাইভে গণমাধ্যমের উপর পরীমণির ক্ষোভ প্রকাশ

মিয়ানমারে আবার কেঁপে উঠলো ৫.৬ মাত্রার ভূমিকম্প

দোয়ারাবাজারে ডেভিলহান্ট অপারেশনে ফারুক মাস্টার গ্রেফতার

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ঈদের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, সদরঘাটে উপচেপড়া ভিড়

হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে-কাজী শিপন

সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আয়ারল্যান্ড শীর্ষে, বাংলাদেশ ১৮১তম

ঈদের ছুটিতে সৈয়দপুরে লেগেছে বিয়ের ধুম

‘গরীবের খাদ্য’ খ্যাত মিষ্টিআলু পুষ্টিচাহিদার অন্যতম উৎস হলেও উচ্চ ফলনশীল জাতের আবাদ বৃদ্ধির উদ্যোগ নেই