গ্রেফতারকৃত ক্রীম আপা কেন এত ভাইরাল?
১২ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১২ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম

ক্রিম আপা খ্যাত শরমিন শিলা পেশায় একজন বিউটিশিয়ান হলেও সন্তানদের নিয়ে ভিডিও বানিয়ে তা সামাজিক মাধ্যমে ছাড়ায় যেনো তার মূল কাজ। সম্প্রতি তাকে সাভারের আশুলিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে সন্তানদের নিয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। মূলত মামলার অভিযোগে উল্লেখ করা হয় ভিডিও বানানোর সময় তার সন্তানদের প্রতি নিষ্ঠুরতার বিষয়টি। কিন্তু প্রশ্ন হলো এই ক্রিম আপা সামাজিক মাধ্যমে এত ভাইরাল কেন?
আশুলিয়ার বাইপাইল এলাকায় ‘ক্রিম আপা বিউটি পার্লার’ নামে শারমিন শিলার একটি বিউটি পার্লার রয়েছে। তিনি ভিডিওতে কীভাবে ক্রিম ব্যবহার করতে হবে, তা জানান এবং লাইভে এসে দেখান। এর বাইরে কী রান্না করছেন, কী খাচ্ছেন এসব নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করেন তিনি। এসব ভিডিও তৈরি করলেও সম্প্রতি শারমিন শিলা তার বাচ্চাদের নিয়ে যোগাযোগমাধ্যমে ভিউ বাড়াতে নিষ্ঠুর আচরণ করেন। এগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
ক্রিম আপা মেকআপের জন্য কাজ করাসহ বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন। তিনি নিজের ছেলে ও মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে পোস্ট দেন। গত ৩০ মার্চ নিজের ফেসবুক আইডিতে বিকেল ৪টার দিকে একটি ভিডিও পোস্ট করেন, যা ব্যাপক ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, শারমিন শিলা তার মেয়েশিশুকে জোর করে এক হাতে দিয়ে মুখে চাপ দিয়ে হাঁ করিয়ে মেয়ের অসম্মতিতে কেকজাতীয় কিছু খেতে বাধ্য করছেন। তিনি ভাইরাল হওয়ার জন্য এক বছর ধরে দুই শিশুসন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে শিশুদের আঘাত, উৎপীড়ন, অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন। এ ধরনের আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। এমন সব বিষয়ই উল্লেখ করা হয় ক্রীম আপার বিষয়ে মামলার সেই অভিযোগে।
এর আগে শারমিন শিলা ভিউ বাড়ানোর জন্য ও অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নির্যাতন করলে তা নজরে আসে অনেকেরই। গত রবিবার ‘একাই একশ’ নামের শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে সাদাত রহমানসহ অন্যরা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ক্রিম আপার বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিন দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। স্মারকলিপির অনুলিপি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক বরাবর দেওয়া হয়। তবে কয়েকদিন ধরে শারমিন শিলা ফেসবুকে লাইভে এসে দাবি করেছেন, তিনি তার সন্তানদের কখনোই নির্যাতন করেননি। নির্যাতন করলে তো ক্যামেরার সামনে করতেন না। অন্যরা হিংসা করে এ ধরনের অভিযোগ দিচ্ছেন। তিনি সন্তানদের নিয়ে ভালো আছেন, ছেলেকে দিয়ে বলানো এমন ভিডিও শেয়ার করেছেন। পরে ওই ভিডিও মুছেও ফেলেছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে এবি পার্টির শোক প্রকাশ

রাস্তায় যানজট সৃষ্টির দায়ে ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

হাসিনার কুশপুত্তলিকার সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই

সাবেক মন্ত্রী-এমপি-মেয়র সহ যারা হলেন বৈষম্য বিরোধী আন্দোলনে সিলেটে হামলা ঘটনা মামলার আসামী

বিএনপি মহাসচিবের সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মেহেদী হাসানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

এপ্রিলে এলো ২৭৫ কোটি ডলারের রেমিট্যান্স

হার্ভার্ড-সার্টিফিকেটধারী শিক্ষার্থীরা, ব্যতিক্রমধর্মী আয়োজন আর রোহিঙ্গা সংকট—রাবির আইআর বিভাগে প্রথম ‘স্টুডেন্টস অ্যাচিভমেন্টস ফেয়ার’

পদযাত্রায় জনস্রোত ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে : মির্জা আব্বাস

হিলিতে মে দিবসে শ্রমিক দলের র্যালীতে অংশগ্রহণ করায় প্রত্যাহার ওসি

ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ৮ টি ঘর ভস্মীভূত, ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বগুড়ায় 'গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আয়কর রিটার্ন ইস্যুতে কঠোর হচ্ছে এনবিআর

ময়মনসিংহে সাবেক প্যানেল মেয়রের অবৈধ স্থাপনায় মসিকের অভিযান

শাপলা চত্বর ‘গণহত্যা’: নয় মাসেও গঠিত হয়নি স্বাধীন তদন্ত কমিশন

ব্যারিস্টার আবদুর রাজ্জাকের ইন্তিকালে জামায়াতের শোক

হাসনাত আব্দুল্লাহ’র গাড়িতে হামলা!

বিমানবাহিনী প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে মোদি

মতলবে যৌথ বাহিনী কর্তৃক ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

কমলগঞ্জে পরিত্যক্ত বস্তা ভর্তি সিমেন্ট থেকে পাথর ভেঙ্গে খোয়া তৈরি হচ্ছে