'মার্চ ফর গাজা' কর্মসূচিতে ঢুকে নাশকতা চালাতে পারে আ'লীগ, গোয়েন্দা তথ্যে আশঙ্কা
১২ এপ্রিল ২০২৫, ১০:০১ এএম | আপডেট: ১২ এপ্রিল ২০২৫, ১০:০১ এএম

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যখন সকল রাজনৈতিক-অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে যাচ্ছেন তখন সেটাকে সামনে রেখে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এক নতুন ষড়যন্ত্র ফাঁস হয়েছে। গোয়েন্দা তথ্যে জানা গেছে, গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে অনুষ্ঠিত হতে যাওয়া কর্মসূচি ‘মার্চ ফর গাজা’র সাথে মিল রেখে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। দলটির আত্মগোপনে থাকা নেতাকর্মীরা বাংলাদেশের সর্ববৃহৎ এই পদযাত্রায় ঢুকে নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চাঞ্চল্যকর এক গোয়েন্দা তথ্য সামনে আসার পর পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।
সাম্প্রতিক ওই গোয়েন্দা প্রতিবেদনে প্রকাশ পেয়েছে, গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে রাজধানী ঢাকার দিকে যাত্রা শুরু করেছেন।তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। এই তৎপরতা সরকারের নজরে আসার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে সংঘাতের ঝুঁকি মাথায় রেখে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তামূলক পদক্ষেপ।
জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে রাজধানীতে একটি বড় আকারের শক্তি প্রদর্শনের পরিকল্পনা করছে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী। উদ্দেশ্য—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে আন্দোলন গড়ে তোলা। 'মার্চ ফর গাজা' কর্মসূচির সুযোগে তারা সহজেই ঢাকা ঢুকে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, এই পরিকল্পনার খবর গোয়েন্দা সংস্থার হাতে এলে বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দেয় প্রশাসনের ভেতরে। ৯ এপ্রিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিএসবি) থেকে সব থানায় বিশেষ নির্দেশনা পাঠানো হয়। চিঠিতে বলা হয়, রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় পুলিশ সদস্যদের আটটি গুরুত্বপূর্ণ নির্দেশনা মানতে হবে।
এই নির্দেশনায় বলা হয়—সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ, যাদের নামে মামলা আছে তাদের মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসানো, রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও নৌঘাটে নজরদারি জোরদার করা, রাজনৈতিক পক্ষপাতিত্বে যুক্ত ব্যক্তিদের সহায়তায় ঢাকামুখী যাত্রা প্রতিহত করা, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানি ছড়ানো ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া, অর্থ সহায়তাকারীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, এবং ভাড়ায় চালিত গাড়ি ও যাত্রীবাহী পরিবহনের ওপর নজরদারি বাড়ানো। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই এই পরিকল্পনার তথ্য ছড়িয়ে পড়েছে, যা জনমনে বাড়তি উদ্বেগ তৈরি করেছে।
উল্লেখ, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর উদ্যোগে ১২ এপ্রিল (শনিবার) বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ‘মার্চ ফর গাজা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্যাপক জনসমাগমের মধ্যে এই কর্মসূচিতে ঢুকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাষ্ট্র ও সরকার বিরোধী নাশকতা চালাতে পারে বলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এর আগে, গত ৭ এপ্রিল সারা বিশ্বের সাথে বাংলাদেশেও গাজা গণহত্যার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইক পালিত হয়। এতে দেশব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচিতে লাখো মানুষ রাজপথে নামে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুয়েক জায়গায় কর্মসূচির বাইরে থেকে কাপড়ে মুখ বাধা কিছু লোক দোকানপাটে এসে ভাঙচুর করে ও মালামাল লুটে নেয়। বিভাগীয় এক শহরে একটি দোকানে ইট-পাটকেল ছুঁড়ে এবং অপর একটি দোকান ভাঙচুর করে। দেশব্যাপী এ ধরনের ব্যবসা বাণিজ্য আরও শত শত দোকান ও শো রুমে চললেও কেউ এসবে হাত দেয়নি। বিশেষ করে লুট হওয়া একটি দোকানের ব্রাঞ্চ ম্যানেজার নিজে মিডিয়াকে বলেন, ‘ গ্লোবাল স্ট্রাইকের মিছিল থেকে দোকানে হামলা হয়নি। প্রোগ্রাম শেষে সন্ধ্যা ৬টা সাড়ে ছয় টার দিকে মুখবাধা একদল লোক এসে দোকান ভাঙচুর ও লুট করে। পুলিশ জড়িতদের অনেককে গ্রেফতারও করেছে, যাদের কেউই কোনো ধর্মীয় সংগঠনের লোক নয়। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইমেজ বিনষ্ট করতে এই নাশকতার পেছনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

পাঞ্জাবে ম্যাক্সওয়েলের বদলি ওয়েন

দৈনিক ইনকিলাব এ সংবাদ প্রকাশের পর দেবীগঞ্জ উপজেলা জামায়াতে আমিরের পদ স্থগিত

আরাকানকে ‘মানবিক করিডোর’ দেওয়া চরম ঝুঁকিপূর্ণ : বাংলাদেশ ন্যাপ

ভারত হতে অবৈধ অনুপ্রবেশকালে ১০ বাংলাদেশী নাগরিক আটক করেছে চুয়াডাঙ্গা বিজিবি সদস্যরা

নারীর ক্ষমতায়নে শহীদ জিয়া ও বেগম খালেদার অবদান অবিস্মরণীয় : খন্দকার মুক্তাদির

কমলনগরে খাল দখলমুক্ত করতে কৃষকদের মানববন্ধন

প্রাথমিক শিক্ষার উন্নতি না ঘটলে ভবিষ্যৎ কখনো ভালো হবে না : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

কথা বললেই আয়না ঘরে পাঠিয়ে দেয়া হতো- মেজর(অব:) ডা: মিনার

চলতি বছর কোরবানির জন্য পশু আমদানি করা হবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা

সালথায় বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

শেষ হলো ফোটনের ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো

মিয়ানমারের সঙ্গে কোনো প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

হিলিতে কমেছে আদা-রসুন ও পেঁয়াজের দাম

আড়াইহাজারে ডাকাতিকালে আটক-১, পৌর বাজারে চুরি

অনলাইন জুয়ার বিজ্ঞাপন অপসারণে হাইকোর্টের রুল

কৃঞ্চচূড়ার ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো যুবক! ভিডিও ভাইরাল

আওয়ামী দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে : রিজভী

১১ বছরেও গ্যাস সংযোগ পায়নি ঝিনাইদহ বিসিক

শেরপুরে ২ শিক্ষকের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সালথায় বিএনপি নেত্রী শামা ওবায়েদের গাড়ীবহরে হামলা : ১৮ আ'লীগ নেতাকর্মী কারাগারে