ফিলিস্তিন নিয়ে বিটিভির হৃদয়স্পর্শী পুরনো ভিডিও ভাইরাল, আবেগতাড়িত দর্শকেরা
১৪ এপ্রিল ২০২৫, ০২:২০ পিএম | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫, ০২:২০ পিএম

বর্তমানে গোটা পৃথিবীর চোখ মজলুম ফিলিস্তিনের দিকে। যুগের পর যুগ ধরে দেশটিতে ইসরায়েলি বর্বরতার সীমা ছাড়িয়ে গেছে সাম্প্রতিক সময়ে। গত দুই বছরে একের পর এক ধংসযজ্ঞে রীতিমতো ধূলিসাৎ হয়ে যাচ্ছে দেশটি। আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এ যুদ্ধে।
গোটা আজ বিষাদে কান্নায় অশ্রুসিক্ত। এমন বর্বরতার প্রতিবাদে নেমেছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। এমন সময় এসে ভাইরাল হয়েছে বিটিভির পুরনো একটি অনুষ্ঠানের একটি পর্ব। যে পর্বে উঠে এসেছিল মুক্তিকামী ফিলিস্তিনিদের করুণ কাহিনি।
আশির দশকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় অনুষ্ঠান ‘যদি কিছু মনে না করেন’-এর একটি আবেগঘন পর্ব সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে ফিলিস্তিনি জাতির ইতিহাস, বেদনা আর সংগ্রামের করুণ কাহিনি উপস্থাপন করা হয়েছিল। ভিডিওটির প্রতিটি দৃশ্য আর কথন আজও দর্শকদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়।
তৎকালীন সেই পর্বে দেখানো ভিডিওতে উঠে এসেছে, ফিলিস্তিন, যে ভূমিতে একসময় প্যালেস্টিনিয়ানরা শান্তিপূর্ণভাবে বাস করত, কিভাবে ইতিহাসের করালগ্রাসে পরিণত হয়েছে এক অসীম ট্র্যাজেডিতে। তুর্কি সাম্রাজ্যের অন্তর্গত এই অঞ্চল ১৯১৭ সালে ব্রিটিশদের হাতে আসে ম্যান্ডেটরি পাওয়ার হিসেবে।তারপর থেকেই বহিরাগত ইহুদিদের আগমন শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হলে, হাজার হাজার আরব প্যালেস্টিনিয়ান গৃহহীন হয়ে পড়ে, বিতাড়িত হতে হয় নিজ ভূমি থেকে।
ভাইরাল সেই ভিডিওটির বর্ণনায় উঠে আসে এক বৃদ্ধ আরবের করুণ মুখচ্ছবি, যে আজও হাতে ধরে রেখেছে তার ফেলে আসা বাড়ির চাবি— ফিরে যাবার এক আশায়। তার চোখে এখনো সেই পবিত্র ভূমির স্বপ্ন। প্যালেস্টিনিয়ান শিশুরা তাদের পাঠ্যপুস্তক খুলে পড়ে, ‘একটি পাখির বাসা আছে, একটি খরগোশের গর্ত আছে, একটি গরুর গোয়াল আছে, কিন্তু আমাদের তো কোনো দেশ নেই।
এদিকে ১৯৪৮ সালে গৃহচ্যুত হওয়া লাখো আরব বাস্তুহারা হয়ে জর্দান নদীর পশ্চিম তীরে (ওয়েস্ট ব্যাংক) এবং গাজা উপত্যকার মতো স্থানে আশ্রয় নেয়। কেউ কেউ ছড়িয়ে পড়ে সিরিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং লেবাননের মতো প্রতিবেশী দেশে। ইসরায়েলের সঙ্গে বিভিন্ন সময়ে আরব দেশগুলোর যুদ্ধ হয়, কিন্তু ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন আজও অধরা। জাতিসংঘের একাধিক বৈঠকে আলোচনা হলেও, ইসরায়েল সেসব প্রস্তাবকে ‘মূল্যহীন কাগজের টুকরো’ বলে প্রত্যাখ্যান করে।
প্যালেস্টিনিয়ানদের সংগঠিত প্রতিরোধের লক্ষ্যে ১৯৬৪ সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) গঠিত হয়। লেবাননের বস্তিগুলোতে গড়ে ওঠা পিএলও ঘাঁটি দখল করতে ইসরায়েল একাধিকবার সীমান্ত অতিক্রম করে হামলা চালিয়েছিল। কিন্তু তারা প্রতিরোধ ভাঙতে পারেনি। শিশু-কিশোররা তখন থেকেই অস্ত্রধারণ আর প্রতিরক্ষা কৌশলে নিজেকে প্রস্তুত করতে থাকে—স্বপ্ন একটাই, একটি স্বাধীন ফিলিস্তিন।
এছাড়াও ভিডিওটির শেষাংশে উঠে আসে এক সংগ্রামী কণ্ঠ— ‘আমার দেশের জন্য আমার আত্মা অমর, আমি বেঁচে থাকব চিরকাল, যেমন করে বাঁচে নদী আর পাহাড়। যত দিন আমার জন্মভূমি আমায় ডাকবে, আমি ফিরে আসব।’
বিটিভির পুরনো সেই অনুষ্ঠানটি এখন শুধু ইতিহাস নয়, বরং প্রজন্মের পর প্রজন্মে একটি মানবিক বার্তা বহন করে চলেছে— অন্যায়, দখলদারি আর নিপীড়নের বিরুদ্ধে একটি নিঃশব্দ প্রতিবাদ। ভিডিওটি বর্তমানে ভাইরাল হওয়ায় তরুণ প্রজন্ম নতুনভাবে জানতে পারছে সেই সময়কার মিডিয়া কণ্ঠে উচ্চারিত ফিলিস্তিনের বেদনার ইতিহাস। ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ইউটিউবে শেয়ার হচ্ছে। অসংখ্য দর্শক মন্তব্য করছেন। কারো কারো মতে, এ ধরনের অনুষ্ঠান বিটিভি আর্কাইভ থেকে আরো সম্প্রচার করা হোক।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

মাদ্রাসাগুলোতে প্রযুক্তি শিক্ষার জন্য কাতার চ্যারিটির সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

লালপুরে আইনজীবীর বাড়িতে ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুট, আহত ৩

ঢাকা জেলায় পরপর দুইবার শ্রেষ্ঠ সার্কেল শাহিনুর কবির

আনোয়ারায় প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে কৃষকলীগের সাধারণ সম্পাদক শ্রী সাগর মিত্র

রাজশাহীতে আওয়ামীলীগ নেতা গুলিবিদ্ধ

কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পে অনিয়ম হলে কাউকে ছাড় নয় - ইউএনও

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলবো: বিজেপি

টাঙ্গাইলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বসতঘরে, ঘুমন্ত নারীর মৃত্যু

কোহিনুর কেমিক্যাল ধর্মীয় বিদ্বেষমূলক আচরণ সমর্থন করে না

কাশ্মীরে হামলা : পাকিস্তানের সম্পৃক্ততার প্রমাণ দেখাতে পারেনি ভারত : ইসহাক দার

তুরস্ক ও আরব আমিরাত গেলেন প্রধান বিচারপতি

কাশ্মীরে হামলা ভারতের ‘ফলস ফ্ল্যাগ’ নাটক?

কাতারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

গভীর রাতে ঢাবিতে ‘জুলাই গ্রাফিতি’ মুছল ছাত্র ইউনিয়ন, উত্তেজনা

রানা প্লাজা ট্র্যাজেডির ১ যুগ : স্মরণ করল সুইডিশ দূতাবাস

বন্ধু পোপের শেষকৃত্যে যোগ দিতে দোহা থেকেই রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

এল ক্ল্যাসিকোর আগে রিয়াল শিবিরে জোড়া ধাক্কা

জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছে পাকিস্তান

ইন্টারকে উড়িয়ে ফাইনালে এসি মিলান

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক