ডালোটের দুর্দান্ত 'প্রথমে' ইউনাইটেডের স্বস্তির জয়
ম্যানচেস্টার ইউনাইটেড ২:১ শেফিল্ড ইউনাইটেড
অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেক গোলের দেখা পেতে দিয়াগো ড্যালোটকে অপেক্ষা করতে হয়েছে ৭৮ ম্যাচ।তবে অভিষেক গোলটি যেভাবে পেলেন ও ম্যাচে তার প্রভাব বিবেচনায় নিলে এই অপেক্ষা মধুরই লাগার কথা এই ইউনাইটেড তারকার।ক্লাবের হয়ে শেষ দিকে তার করা দুর্দান্ত অভিষেক গোলেই শনিবার শেফিল্ড ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারিয়েছে রেড ডেভিলসরা
এদিন শেফিল্ড ইউনাইটেডর মাঠে...