নিষ্ঠুরতায় নিঃশেষ মানবতা
প্রথমে দুই হাত এক সঙ্গে বাঁধা হয় শক্ত রশি দিয়ে। এভাবেই দুই পা। এরপর বাঁধা হাত এবং পায়ের মধ্যে ঢুকানো হয় লম্বা বাশ। সেই বাঁশ আবার ঝুলিয়ে রাখা হয় উঁচুতে। এর পর রড দিয়ে চালানো হয় নির্মম নির্যাতন। রাত ১২ টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত এহেন নিষ্টুর নির্যাতন চলে কোমলমতি স্কুল শিক্ষার্থী আকাশের ওপর। মাত্র ১৪ বছর বয়সি ৭ম...