রওশন এরশাদ ‘ভুল সবই ভুল’
‘নিঝুম সন্ধ্যায়/ পান্থ পাখিরা/ বুঝি বা পথ ভুলে যায়’ (লতা মুঙ্গেশকর)। বাংলা গানের কালজয়ী এই শিল্পীর ‘পাখিদের পথ হারানোর’ মতোই এরশাদের গড়া জাতীয় পার্টি রাজনীতিতে পথ হারিয়েছে এক যুগ আগে। ২০১৪ সালের আসন ভাগাভাগির নির্বাচনে অংশগ্রহণ এবং সংসদে গৃহপালিত বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে জনগণ থেকে বিচ্ছিন্ন দলটি দেশের রাজনীতিতে অন্ধকারে পথ হারিয়েছে। লতা মুঙ্গেশকরের গানের পাখিরা ‘নিঝুম সন্ধ্যা’য় পথ...