জঙ্গলের ভেতরে ১৮ লাশের সন্ধান
গ্রীক ফায়ার সার্ভিস বলছে, গত চারদিন ধরে দাবানলে আক্রান্ত উত্তর গ্রিসের একটি বনাঞ্চলে ১৮টি মৃতদেহ পাওয়া গেছে। প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে যারা মারা গেছে তারা অভিবাসী হতে পারে। একটি লাশ-পরীক্ষক এবং তদন্ত দল দাদিয়া বনে ঘটনাস্থলে যাচ্ছে।উত্তর-পূর্ব গ্রিসের ইভ্রোস অঞ্চল, তুর্কি সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়, আগুনে বিধ্বস্ত হয়েছে। দাবানল আলেকজান্দ্রোপলিসে পৌঁছানোর সাথে সাথে রোগীদের হাসপাতাল থেকে সরানো...