আন্দোলনের সুনামিতে সরকার ভেসে যাবে : ডা. ইরান
বিরোধী জোটের চলমান এক দফা আন্দোলনের সুনামিতে সরকার ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, আমরা তো এখনও আন্দোলন শুরু করিনি। তাতেই সরকারের লোকেরা বলে তারা নাকি ধাক্কা দিলে পড়বে না। আমরা বলবো, কত বড় ধাক্কা লাগবে? তুফানের সাথে কিন্তু সুনামিও আসে। দরকার হলে আমরা সবাই মিলে সেটাও তৈরি করব। এক দফার...