আগুন নিয়েই ছুটছেন যুবক
অ্যাথলেটিকস ট্র্যাক ধরে ছুটে চলেছেন এক ব্যক্তি। ১৭ সেকেন্ডে পেরিয়ে গেলেন ১০০ মিটার। তবু থামলেন না। শেষ পর্যন্ত ২৭২.২৫ মিটার দৌড়ে থামলেন তিনি। এ পর্যন্ত দৃশ্যপটে বিশেষ কিছু নেই। তবে ঘটনাটি মোটেও স্বাভাবিক আর ১০টি ঘটনার মতো নয়। কারণ জোনাথন ভেরো নামের এই ব্যক্তি যখন অ্যাথলেটিকস ট্র্যাক ধরে ছুটছিলেন তখন তার সারা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। আর এভাবে...