কোরবানির ঈদ ঘিরে মসলার বাজারে ঝাঁঝ
আমদানি সংকটে দেশের বাজারের চাহিদা অনুযায়ী কমেছে গরম মসলা সরবরাহ। এ সুযোগে বাড়তে শুরু করেছে দাম। আগে চাহিদার চাপে প্রায় সব ধরনের গরম মসলার দাম বেড়েছে এক কেজি জিরা কিনেছিলেন ৪০০ টাকায়।সেই জিরা কিনতে কারওয়ান বাজারে গুনতে হয়েছে ৯০০ টাকা। এক বছর আগে আমদানি করা আদা কিনেছিলেন ১৩০ টাকা, গতকাল কিনেছেন ৩৬০ - ৪০০টাকায়। ব্যবসায়ীরা বলছেন, আমদানিনির্ভর এসব পণ্য সরবরাহ...