ফিটনেস দুর্ভাবনায় হকি কোচ আশিকুজ্জামান
দেশে আট মাস আগে মাঠে গড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজি হকি লিগ। এরপর পর আর টার্ফে নামা হয়নি রাসেল মাহমুদ জিমিদের। ফ্র্যাঞ্চাইজি লিগের পর ছিল না ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো আসর। তাই দীর্ঘ দিন খেলার বাইরে আছেন জাতীয় হকি দলের খেলোয়াড়রা। ফলে তাদের ফিটনেস ঘাটতি থাকতেই পারে। যা নিয়ে দুর্ভাবনায় আছেন জাতীয় দলের সহকারী কোচ আশিকুজ্জামান। তবে হ্যাংজু এশিয়ান গেমসের অনুশীলনেই সেই ফিটনেস...