লটকন চাষে আগ্রহ বাড়ছে চাষিদের
সীমান্তবর্তী শেরপুর জেলা (উত্তর) গারো পাহাড়ি অঞ্চলে লটকন চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। শুধুমাত্র ঝিনাইগাতীতেই ইতোমধ্যেই গড়ে উঠেছে ২০টি লটকন বাগান। অনুরুপভাবে বাড়ছে শেরপুর, শ্রীবরদী ও নালিতাবাড়ীতে লটকন চাষ। বাড়তি খরচ না থাকায় এবং অত্যন্ত লাভজনক হওয়ায় লটকন চাষ বাড়ছে দিন দিন। বাণিজ্যিকভাবেই চলছে লটকন চাষ। বাড়তি খরচ না থাকায় অনেকেই লাভের মুখ দেখছেন। আশানুরুপ ফলন হওয়ায় চাষিদের আগ্রহ যেমন বাড়ছে...