বেসিক ব্যাংকের ৫৯ মামলার চার্জশিট অনুমোদন দুদকের
আলোচিত বেসিক ব্যাংক মামলাসমুহের চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চার্জশিটে ব্যাংকটির তৎকালিন চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৪৭ জনকে আসামি করা হচ্ছে। এর মধ্যে এজাহারের বাইরে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে শেখ আব্দুল হাই বাচ্চু, বেসিক ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মো: শাহ আলম ভুইয়া, বেসিক ব্যাংক শান্তিনগর শাখার তৎকালিন সহকারি মহা-ব্যবস্থাপক মো: ইদ্রিস ভুইয়া, একই শাখার সহকারি মহা-ব্যবস্থাপক মোক্তাদির...