বিড়ালের আকর্ষণে ভ্রমণ
পোল্যান্ডের সেজেসিন শহরে এক বিড়ালকে দেখতে আসছেন দেশ-বিদেশের পর্যটকরা। বিড়ালপ্রেমীদের প্রিয় এ মার্জারের আসল নাম গাসেক। সাদা-কালো রঙের স্বাস্থ্যবান এই গাসেক নেটদুনিয়াতেও ঘটিয়ে ফেলেছে বিশাল কাÐ। ১০ বছরেরও বেশি সময় ধরে কাসজুবস্কার রাস্তায় থাকা গাসেককে বর্তমানে সামনের দিক খোলা একটি চতুর্ভুজ আকৃতির বাক্সে কম্বলের ওপর শুয়ে থাকতে দেখা যায়। সেজেসিয়ানের দর্শনীয় স্থানগুলোকে পেছনে ফেলে গুগল ম্যাপের সর্বোচ্চ আকর্ষণ এখন গাসেকের...