মিথ্যা মামলায় যাকে বার বার তোলা হয় বিচারের কাঠগড়ায়
সারাটি জীবন মানুষের জন্য বিলিয়ে দেয়া জনদরদী ডা: জাফরুল্লাহ চৌধুরীকে বার বার দাঁড় করানো হয়েছে আসামির কাঠগড়ায়। মরণোত্তর দেহদানকারী নির্লোভ এই মানুষটিকে অভিযুক্ত করা হয়েছে চুরি, অন্যেও জমি দখল, চাঁদা দাবির মতো হাস্যকর অভিযোগে। স্পষ্টবাদীতার কারণে তাকে হয়েছে হয়েছে দ-িত। কেতাবি ‘আইনের শাসন’ সবার জন্য সমান হলো ডা: জাফরুল্লাহর জন্য সেটি যেন ছিলো আরও বেশি সমান। তাঁর ইন্তেকালে এখন অনেকে...