পাহাড় কাটা, চসিকের প্রকৌশলী-কাউন্সিলরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
নগরীতে সড়ক নির্মাণ করতে গিয়ে পাহাড় কাটায় সিটি করর্পোরেশনের তিন প্রকৌশলী ও কাউন্সিলরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদফতর। পাহাড়ধসে একজনের মৃত্যুর ৪ দিন পর মঙ্গলবার পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক (মেট্রো) হাছান আহম্মদ বাদী হয়ে নগরীর আকবর শাহ থানায় মামলা দায়ের করেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৬(খ) ধারায় মামলাটি দায়ের হয়েছে।
মামলার আসামিরা হলেন, সড়ক নির্মাণ প্রকল্পের পরিচালক চসিকের...