আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করেছে : প্রধানমন্ত্রী
০৯ আগস্ট ২০২৩, ১১:১৯ পিএম | আপডেট: ১০ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা ছবিসহ ভোটার তালিকা তৈরি করেছি। যাতে করে কেউ অন্যের ভোট চুরি করতে না পারে। আওয়ামী লীগই জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করেছে, গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করেছ। গতকাল বুধবার গৃহহীন ও ভূমিহীনদের বিনামূল্যে বাড়ি বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। দারিদ্র বিমোচনে প্রধানমন্ত্রী আশ্রায়ণ প্রকল্পের আত্তত্বায় বাড়ি বিতরণের ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দেন।
সকলকে আওয়ামী লীগের প্রতি বিশ্বাস ও আস্থা রাখার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি দেশবাসীকে এটাই বলব, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিয়েছে, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছে।
আওয়ামী লীগ দেশবাসীকে একটি উন্নত ও সুন্দর জীবন দিতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি আরো বলেন, নৌকায় ভোট দিয়ে দেশবাসী স্বাধীনতা পেয়েছিল। নৌকায় ভোটের কারণে আজ ভূমিহীন ও গৃহহীন মানুষ ঘর পেয়েছে। তাই, আমি বলতে চাই- আওয়ামী লীগের প্রতি সবাইকে বিশ্বাস ও আস্থা রাখতে হবে।
শেখ হাসিনা বলেন, জনগণ আওয়ামী লীগকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় আনায় বর্তমান সরকারের অধীনে দেশ আর্থ-সামাজিকভাবে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে এবং দারিদ্রের হার ৪১ থেকে ১৮ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। কারণ তাঁর দল ২০০৯ সাল থেকে ক্ষমতায় রয়েছে সমস্ত মানবসৃষ্ট ও প্রাকৃতিক প্রতিবন্ধকতা মোকাবেলা করে।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জনগণের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। আওয়ামী লীগ সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিয়েছে। শেখ হাসিনা বলেন, এরশাদ ও খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিদের ভোট কারচুপির মাধ্যমে সংসদে এনেছিলেন। সামরিক একনায়ক জিয়া খুনিদের বিচার ঠেকাতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে তাদের বিদেশে পোস্টিং দিয়েছিলেন।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত চক্র জনগণের কল্যাণে কিছুই করেনি বরং লাগামহীন দুর্নীতির মাধ্যমে নিজেদের ভাগ্য গড়েছে। তিনি আরো বলেন, সেই কায়েমী গোষ্ঠী (বিএনপি-জামায়াত) এখনও ব্যক্তি-স্বার্থ হাসিলে অগ্নিসংযোগের মাধ্যমে জনগণকে বন্দী করার চেষ্টা করছে। যেটি তারা ২০১৩-১৪ সালে সেই সময়ের জাতীয় নির্বাচন স্থগিত করার লক্ষ্যে শুরু করেছিল। শেখ হাসিনা দেশবাসীকে তাদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আমাদের একটি বিরোধী দল আছে যারা শুধুমাত্র সাধারণ মানুষকে হত্যা করে, তাদের ব্যক্তি-স্বার্থ হাসিলের জন্য সন্ত্রাস ও অগ্নিসংযোগ করে।
প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন নয়, তারপরও জন্মদিন হিসেবে কেক কেটে আনন্দ উল্লাস করত। যে দিন আমাদের চোখের পানি পড়ে, মিথ্যা জন্মদিন বানিয়ে সেদিন সে উৎসব করত। শুধুমাত্র আমাদের আঘাত দেওয়ার জন্য এটা করত।
প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের জনগণকে গৃহহীণ ও ভূমিহীন মুক্ত রাখার জন্য সরকারি উদ্যোগের সঙ্গে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে বাংলাদেশের কেউ যেন গৃহহীণ ও ভূমিহীণ না থাকে তা নিশ্চিত করা এবং অনেক ধনী লোক সরকারি উদ্যোগের সঙ্গে এগিয়ে আসতে পারে যাতে সমাজের কেউ অবহেলিত না থাকে।
শেখ হাসিনা বলেন, আমি আজ ১২টি জেলা ও ১২৩টি উপজেলাকে গৃহহীণ-ভূমিহীণ মুক্ত ঘোষণা করছি এবং যারা জমিসহ বাড়ি পেয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এইসব বাড়ি আপনাদের মর্যাদা বাড়াতে সাহায্য করবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাদের জন্যে তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছেন সে সব মানুষের ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টা দেখে তাঁর আত্মা শান্তি পাবে।
সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর
স্টাফ রিপোর্টার, রাঙামাটি থেকে জানান, রাঙামাটি জেলার ৬টি উপজেলায় মোট ২১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘর হস্তান্তর করেন। রাঙামাটির কাউখালী উপজেলার ৪৯ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করেন রাঙামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
কাউখালী উপজেলা হল রুমে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফেরদৌস ইসলাম, কাউখালী উপজেলা চেয়ারম্যান শামশুদ্দোহা চৌধুরী, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়া, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. পারভেজ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, মাগুরা সদর উপজেলাসহ ৩৩৫টি উপজেলাকে গৃহহীন ঘোষণা করেন। এ উপলক্ষে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো. সাইফুজ্জামান শিখর, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ উল হাসান প্রমুখ।
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা জানান, গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১২৩টি উপজেলার সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম জানান, ইতোমধ্যে উপজেলার ৩টি ইউনিয়নের ২৪৭টি পরিবারকে চতুর্থ ধাপে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়। গতকাল বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিয়াউল হক মীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম শেখ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা প্রমুখ।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের নাগরপুর, মির্জাপুর, বাসাইল, কালিহাতী ও ঘাটাইল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার ৩১৪টি পরিবারের মাঝে ঘরের চাবী ও জমির দলিল হস্তান্তর করেন। টাঙ্গাইল সদর উপজেলার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রামে ঘর পেল ৫০৫টি পরিবার। গতকাল সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত জেলা পর্যায়ে ঘর উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. সাইদুল আরীফ। বক্তব্য রাখেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জাহিদ সোহরদী বাপ্পি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে তাসনিম প্রমুখ।
মৌলভীবাজার জেলা সংবাদদাতা জানান, মৌলভীবাজারে ৬৪৩ পরিবার পেয়েছে নতুন ঘর। মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠান জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, স্থানীয় সরকারের উপ পরিচালক মল্লিকা দে, পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার), সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁ জেলায় গৃহ পেলেন ২০২ পরিবার। জেলার নওগাঁ সদর উপজেলার ১৩০টি, আত্রাই উপজেলার ৪৫টি এবং বদলগাছি উপজেলার ২৭টি পরিবারের মধ্যে বরাদ্দকৃত গৃহের চাবি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা, ভাবপ্রাপ্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান প্রমুখ।
সাতক্ষরীরা জেলা সংবাদদাতা জানান, সাতক্ষীরা জেলায় ৬০৫টি পরিবারকে জমিসহ ঘরের চাবি হস্তান্তরের করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে নির্বাহী অফিসার ফাতেমাতুজ্জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জমিসহ ঘরের চাবি তুলে দেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম, সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন প্রমুখ।
পদ্মাসেতু উত্তর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মোট ১৫৮টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বাঘড়া ইউনিয়নে ৫টি, কুকুটিয়া ১৪টি এবং হাসাড়া ইউনিয়নে ২টি মোট ২১টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট মো. আবু জাফর রিপন, উপজেলা চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, ভারপ্রাপ্ত ইউএনও আব্দুল আউয়াল, উপজেলা আ.লীগের সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে ৭৫ পরিবারের মাঝে জমিসহ ঘরের কাগজ হস্তান্তর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন।
বেগমগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, বেগমগঞ্জ উপজেলায় ৪র্থ ধাপে নতুন ঘর পেলো ৫০টি পরিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডিভিশনের ডিআইজি নুরে আলম। নোয়াখালী-৩ বেগমগঞ্জ সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন আরাফাত, ভূমি কর্মকর্তা আসিফ আল জিন্নাত, জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সেলিম প্রমুখ।
ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা জানান, জামালপুরের ইসলামপুরে ৪৯ পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে, সহকারী কমিশনার ভূমি আশরাফ আলীর সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড জামাল আব্দুন নাসের বাবুল।
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, পটুয়াখালীর কলাপাড়ায় ২০০ পরিবারের মাঝে জমিসহ ঘরের হস্তান্তর করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য প্রিন্সিপাল মো. মহিব্বুর রহমান মহিব। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভিন সীমা, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, ইউএনও (ভারপ্রাপ্ত) কৌশিক আহমেদ।
টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা জানান, কক্সবাজারের টেকনাফে মুজিব বর্ষের ঘর পেলো ৬৪ পরিবার। টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. শাহীন ইমরান। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো, এরফানুল হক চৌধুরীর পরিচালনা করেন।
বিশ^নাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা জানান, সিলেটের বিশ^নাথে ঘর পেয়েছে ৭১ পরিবার। এর মধ্যে ৪১ জন প্রতিবন্ধী ও ৩০টি পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) আছমা জাহান সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী এনডিসি, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, থানার ওসি গাজী আতাউর রহমান প্রমুখ।
বদলগাছী (নওগাঁ) উপজেলা সংবাদদাতা জানান, নওগাঁর বদলগাছী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ২৭টি ঘর হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল প্রমুখ।
বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার বুড়িচংয়ে ২২ পরিবারকে গৃহ হস্তান্তর করেন জেলা প্রসাশক খন্দকার মু. মুশফিকুর রহমান। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের এমপি মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল হাসেম খান। সহকারী কমিশনার (গোপনীয়) অতীশ সরকার। বিশেষ অতিথি বুড়িচং উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আখলাক হায়দার, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার প্রমুখ।
দাউদকান্দি (কুমিল্লা )উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার দাউদকান্দিতে ৯০ পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করেন মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার ওসি আলমগীর ভূঁইয়া, প্যানেল মেয়র রকিব উদ্দিন, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম প্রমুখ।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৮৭টি ঘর হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফ মোর্শেদ মিশুর সভাপতিত্বে ও দোয়ারাবাজার সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রব্বানী চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফী চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শেখ মো. মহসিন, দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান প্রমুখ।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
ইসলামকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে গোলটেবিল বৈঠকে নেতৃবৃন্দ
ময়মনসিংহে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ, আহত ২
নকলায় নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু
কাল ডিইউজে’র বার্ষিক সাধারণ সভা
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ মৃত্যু ১১, শনাক্ত আরও ১০৭৯
ভোটাধিকার প্রতিষ্ঠায় মজলুম জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে : সিলেট জেলা বিএনপির সেক্রেটারি এমরান চৌধুরী
এবার কৃষ্ণসার হত্যা নিয়ে কথা বললেন সালমান খান
শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক ট্রাফিক ব্যবস্থা গড়ে উঠবে-- ডিআইজি ড. আশরাফুর রহমান
চকরিয়ায় বাইক-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে বায়ো ফার্মার এরিয়া ম্যানেজার নিহত
প্রকাশনা জালিয়াতি করে পদোন্নতির অভিযোগ রাবি অধ্যাপক সাহালের বিরুদ্ধে
সখিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইবিতে র্যাগিংয়ের ঘটনা, প্রতিবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
‘মানুষ একদিন বলবে আ.লীগ নামে কোন দল ছিল না সন্ত্রাসীরাই আ.লীগ’
হত্যা মামলায় গ্রেপ্তার, বরখাস্ত ডিসি মশিউর ও এডিসি জুয়েল
পান্তকে রেকর্ড দামে কিনে নিল লাক্ষ্ণৌ
তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন
বিএনপি’র জন্য ফাঁকা মাঠ এমন ভাবার কোন অবকাশ নাই: তারেক রহমান