নির্বাচন ঘনিয়ে আসলেই মামলা, হামলা নির্যাতনে ঝাঁপিয়ে পড়ে দলবাজ প্রশাসন : রিজভী

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৮ মে ২০২৩, ০১:৫৪ পিএম | আপডেট: ০৮ মে ২০২৩, ০১:৫৪ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচন যখন ঘনিয়ে আসে তখন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা,হামলা নির্যাতন এবং পাইকারী গ্রেফতার অভিযানে ঝাঁপিয়ে পড়ে আওয়ামী অবৈধ সরকারের দলবাজ প্রশাসন। ভোট ডাকাতির নানা রকম কারিগরি করতে মাঠ সাজানো শুরু হয়। ২০১৪ এবং ২০১৮ সালের মতো সেই একই প্রক্রিয়ায় পুরানো পথে হাঁটতে শুরু করেছে তারা।

সোমবার দুপুরে নযাপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ইতোমধ্যে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী রণপ্রস্তুতি শুরু করেছে, যা গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। ক্ষমতাসীন অবৈধ সরকার নিজেদের ‘তখতে তাউস’ রক্ষা করতে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দিতে শুরু করেছে। এখনো আমাদের অসংখ্য নেতাকর্মীকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এই আওয়ামী আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গায়েবি মামলায় সারাদেশে প্রায় ৪০ লাখের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে সম্প্রতি গায়েবি মামলা দায়েরের সূত্রপাত করেছে গণবিচ্ছিন্ন স্বৈরাচারী সরকারের প্রশাসন।

তিনি বলেন, কোনো কিছু ঘটেনি, হঠাৎ বলে দিলো-নাশকতা হয়েছে। নিজেরাই বোমা রেখে মামলা দিচ্ছে, যার সুস্পষ্ট প্রমাণ এবার দেখা গেছে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে যেখানে পুলিশ নিজেরাই বোমাসহ প্রবেশ করেছে বিএনপি নেতাকর্মীদের ফাঁসাতে। পুলিশ যে বোমা নিয়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছে সেই ভিডিও ভাইরাল হয়েছে। নিজেদের অফিস ভাংচুর করে বিরোধী দলের নেতাকর্মীকে আসামি করার খেলা চলছে। ককটেল বিস্ফোরণের শব্দ কেউ শুনেনি, দেখেওনি। কিন্তু আসামি করা হয় মৃত ব্যক্তি ও কারাবন্দি নেতাদের। সারাদেশে চলছে ইতিহাসের জঘন্যতম এই ভয়াবহ মামলাবাজী আর আটক বাণিজ্য।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গায়েবী মামলা গ্রেফতার নিয়ে বিশ্বের গণতন্ত্রকামী দেশ, জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেও নিশিরাতের সরকার নিজেকে রক্ষা করতে এই অপকর্মে মরিয়া। ২০২১ সালের ২৪ জুন হাইকোর্ট এর একটি বেঞ্চ গায়েবি মামলা করে নিরাপরাধ মানুষকে হয়রানি থেকে রক্ষায় পাঁচ দফা নির্দেশনা দিলেও তা পরোয়া করেনা আওয়ামী সরকারের পুলিশ প্রশাসন। পুলিশ বাহিনী সরকারি দলীয় সংস্থায় পরিণত হয়েছে-এমন আলোচনা এখন সর্বত্র। নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনের দলবাজ হোমড়া চোমড়া ও প্রশাসনের অফিসাররা আবারো ২০১৪ ও ২০১৮ সালের মতো রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ভবনসহ এখানে সেখানে ভোট ডাকাতির কলাকৌশল ও মাঠ সাজানো নিয়ে গুপ্ত বৈঠক শুরু করেছেন।

ছাত্রদলের সাবেক এই নেতা অভিযোগ করে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার প্যাকেজ খরচ হিসাবে ১২২৬ কোটি টাকার বাজেট চেয়েছে পুলিশ। এর মধ্যে নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের দমনে ১৫৮ কোটি টাকায় অস্ত্র ও গোলাবারুদ কেনাকাটায় ব্যয় হবে। সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ঠেকাতে ৫৪০ কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ক্রয়ের প্রস্তাব রয়েছে তাদের বাজেটে। তথ্য যোগাযোগ প্রযুক্তি সরঞ্জামাদি ও কম্পিউটার এবং সফটওয়্যার কিনতে মোট ব্যয় হবে ২০ কোটি টাকা। সর্বশেষ ৮ নম্বর খাতে বলা হয়েছে, রাজনৈতিক কর্মসূচি বৃদ্ধির ফলে পুলিশের গতিও বাড়াতে হবে। এখানেই থেমে নেই আওয়ামী নির্বাচন সামনে রেখে দলীয় পরিচয় দেখে পুলিশে নিয়োগ দেওয়া হচ্ছে। নির্বাচনী রদবদল ও পদোন্নতি শুরু হয়েছে। তবে এতোসব করে এবার আর পার পাওয়া যাবে না। জনগণ রাজপথে নেমেছে অধিকার আদায়ের আন্দোলনে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে সরকারের পতন হবে।

রিজভী আহমেদ বলেন, সরকারের স্বেচ্ছাচারিতার শিকার হয়ে বেশ কয়েক মাস কারাগারে কাটাতে হয়েছে। অন্যায়ভাবে কারাগারে বন্দি থাকা হাজার হাজার মানুষ যেভাবে কারামুক্তির প্রহর গুনছে, একইভাবে দেশের কোটি কোটি গণতন্ত্রকামী মানুষ দেশে ক্ষমতাসীনদের মিথ্যাচার, অবিচার, অনাচার আর গণতন্ত্রহীনতার অন্ধকার থেকে মুক্তি চাইছে। মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রামের অনুপ্রেরণায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রহীনতার অন্ধকার থেকে গণতন্ত্রকামী মানুষের মুক্তির চলমান এই মিছিলকে গুম খুন অপহরণ করে কিংবা অন্যায়ভাবে জেল জুলুম হুলিয়া দিয়ে স্তব্ধ করা যাবেনা।

তিনি বলেন, গণতন্ত্র আদায়ে জনগণের ন্যায্য দাবীর প্রতি সরকার তাচ্ছিল্য ও অবজ্ঞার শর নিক্ষেপ করে যাচ্ছে। স্বার্থান্ধতা, ঔদ্ধত্য, অসহিষ্ণুতা, রাষ্ট্রীয় সন্ত্রাস এবং আকন্ঠ দুর্নীতিতে জনজীবনকে দূর্বিষহ করে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী ঝটপট সাদাকে কালো এবং কালোকে সাদা বানিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালালেও তাঁর সরকারের অন্যায়-অনাচার আর দুর্নীতিকে পর্দার আড়ালে রাখতে পারছেন না। তিনি তত্ত্বাবধায়ক সরকারের জনদাবীকে অগ্রাহ্য করে সামনের জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা মিশ্রিত অনিশ্চয়তা ও সন্ধিগ্ধতার জন্ম দিচ্ছেন অশুভ উদ্দেশ্য নিয়ে। তবে অনঢ়তা, একগুঁয়েমি এবং ক্ষমতা আঁকড়ে রাখার সকল ফন্দি জনগণ নস্যাৎ করে দিবে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, সেলিমুজ্জামান সেলিম, মীর নেওয়াজ আলী, মনির হোসেন, তরিকুল আলম তেনজিং, আবু নাসের রহমত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


বিভাগ : রাজনীতি


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাংলাদেশের সাথে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণার পূর্বভাস বিভিন্ন ইসলামী দলের তীব্র প্রতিবাদ
ট্রান্সশিপমেন্ট ইস্যুতে নিজেদের পায়ে কুড়াল মারলো ভারত! বাংলাদেশ পাল্টা যে ব্যবস্থা নিচ্ছে
ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস অনিবার্য : মির্জা আব্বাস
নতুন রাজনৈতিক দলের নাম ইউনাইটেড পিপলস বাংলাদেশ
বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত
আরও
X

আরও পড়ুন

পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন খালি, কাম করবেন না।’ সুনামগঞ্জে এক প্রকৌশলীকে মুঠোফোনে স্বরাস্ট্র উপদেষ্টা

পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন খালি, কাম করবেন না।’ সুনামগঞ্জে এক প্রকৌশলীকে মুঠোফোনে স্বরাস্ট্র উপদেষ্টা

আনোয়ারায় বিমান বাহিনী রাডার ষ্টেশন এরিয়ায় আগুন

আনোয়ারায় বিমান বাহিনী রাডার ষ্টেশন এরিয়ায় আগুন

নতুন রেকর্ড সোনার দামে, ভরি মাত্র ১ লাখ ৫৯ হাজার টাকা

নতুন রেকর্ড সোনার দামে, ভরি মাত্র ১ লাখ ৫৯ হাজার টাকা

নির্বিচারে বালু উত্তোলন বন্ধ করে ভোলাকে রক্ষার দাবীতে মানববন্ধন  ভোলাবাসীর

নির্বিচারে বালু উত্তোলন বন্ধ করে ভোলাকে রক্ষার দাবীতে মানববন্ধন  ভোলাবাসীর

শুক্রবার সপরিবারে থাইল্যান্ড যাচ্ছেন সিইসি

শুক্রবার সপরিবারে থাইল্যান্ড যাচ্ছেন সিইসি

বাংলাদেশের সাথে অর্থনৈতিক  যুদ্ধ ঘোষণার পূর্বভাস বিভিন্ন ইসলামী দলের তীব্র প্রতিবাদ

বাংলাদেশের সাথে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণার পূর্বভাস বিভিন্ন ইসলামী দলের তীব্র প্রতিবাদ

পারটেক্সকে হারিয়ে সুপার সিক্সে গাজী গ্রুপ

পারটেক্সকে হারিয়ে সুপার সিক্সে গাজী গ্রুপ

পদোন্নতি পেয়ে সোনালী ব্যাংকের ডিএমডি হলেন মো. শাহজাহান

পদোন্নতি পেয়ে সোনালী ব্যাংকের ডিএমডি হলেন মো. শাহজাহান

দীপু মনি দম্পতির ২২ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

দীপু মনি দম্পতির ২২ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

সীতাকুণ্ডে দুর্বৃত্তের হামলায় যুবক খুন

সীতাকুণ্ডে দুর্বৃত্তের হামলায় যুবক খুন

গাজায় হামলার প্রতিবাদে ময়মনসিংহ বিএনপির সংহতি র‌্যালীতে জনতার ঢল

গাজায় হামলার প্রতিবাদে ময়মনসিংহ বিএনপির সংহতি র‌্যালীতে জনতার ঢল

গাঁজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির সমাবেশ ও সংহতি র‌্যালি

গাঁজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির সমাবেশ ও সংহতি র‌্যালি

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনগ্রো

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনগ্রো

রামপুরাবাসিকে স্বস্তির নিঃশ্বাস দিয়েছে  ট্রাফিক বিভাগ

রামপুরাবাসিকে স্বস্তির নিঃশ্বাস দিয়েছে ট্রাফিক বিভাগ

জমিয়াতুল মোদার্রেছীনের স্ট্যান্ডিং ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মাওলানা এমরানুল হক’র ইন্তেকালে জমিয়াত পারবারের শোক

জমিয়াতুল মোদার্রেছীনের স্ট্যান্ডিং ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মাওলানা এমরানুল হক’র ইন্তেকালে জমিয়াত পারবারের শোক

স্ত্রীর চিকিৎসা নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস

স্ত্রীর চিকিৎসা নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস

যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে - মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে - মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

আগামীতে জাপানে আরও জনবল পাঠানো যাবে: আসিফ নজরুল

আগামীতে জাপানে আরও জনবল পাঠানো যাবে: আসিফ নজরুল

মেয়ে দেখতে এসে দেওয়া টাকা না নেওয়া প্রসঙ্গে।

মেয়ে দেখতে এসে দেওয়া টাকা না নেওয়া প্রসঙ্গে।

ট্রান্সশিপমেন্ট ইস্যুতে নিজেদের পায়ে কুড়াল মারলো ভারত! বাংলাদেশ পাল্টা যে ব্যবস্থা নিচ্ছে

ট্রান্সশিপমেন্ট ইস্যুতে নিজেদের পায়ে কুড়াল মারলো ভারত! বাংলাদেশ পাল্টা যে ব্যবস্থা নিচ্ছে