ঈদের আগেই কারাবন্দি আলেমদের মুক্তি দিন বিক্ষোভ সমাবেশে মজলিস নেতৃবৃন্দ
১৯ মে ২০২৩, ০৬:৫৩ পিএম | আপডেট: ১৯ মে ২০২৩, ০৬:৫৩ পিএম
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের আসন্ন ঈদের আগামেই মুক্তির দাবি জানিয়েছে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। অন্যথায় আল্লাহর গজব নেমে আসবে। এই জালেম সরকার আলেমদের কারাবন্দি করে মানবাধিকার লঙ্ঘন করছে। সরকার আগে ঘোষণা দিয়েছিল মদিনার সনদে দেশ চালাবেন। মদিনার সনদে কী আছে দেশের বিজ্ঞ আলেমদের কারাবন্দি করে রাখা। প্রহসনের নির্বাচনে আমরা অংশ নিবো না। নিরপেক্ষ জাতীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে। খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের অবিলম্বে মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধী ট্রানজিট চুক্তি বাতিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে আজ বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণমিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। দলের আমীর আল্লামা ইসমাইল নূরপুরীর সভাপতিত্বে এবং মাওলানা এনামুল হক মুসার পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ,যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা ফজলুর রহমান ও আলহাজ আতাউর রহমান। আল্লামা ইসমাইল নূরপুরী বলেন, মদিনার সনদে দেশ চালাবেন বলে ক্ষমতা গিয়ে এই জালেম সরকার বিজ্ঞ আলেমদের কারাবন্দি রেখে মানবাধিকার লঙ্ঘন করছে।সরকারের শুভ বুদ্ধির উদয় হলে আসন্ন ঈদের আগেই মামুনুল হকসহ কারাবন্দি আলেম দের মুক্তি দিন। অন্যথায় আল্লাহর গজব নেমে আসবে। তিনি বলেন, আমরা তামাশার নির্বাচন চাই না। জাতীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। তিনি বলেন, দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে জনগণ দিশেহারা। ৪০ টাকার পিঁয়াজ এক লাফেই ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এটা কী স্মার্ট বাংলাদেশের নমুনা ? এই সরকারের পতন অবশ্যই হবে। তিনি বলেন, খেলাফত মজলিসের গণমিছিল কর্মসূচি বন্ধ করে গণতান্ত্রিক রীতি বিরোধী আচরণ করেছে। তিনি বলেন, যতদিন কারাবন্দি আলেমদের মুক্তি দেয়া হবে না ততদিন আমরা রাজপথে আন্দোলন অব্যাহত রাখবো। ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ভারতকে ট্রানজিট দিয়ে সরকার স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কাজ করেছে। অবিলম্বে ভারতকে দেয়া ট্রানজিট বাতিল করতে হবে। তিনি বলেন, সরকারের পাতানো খেলার নির্বাচনে খেলাফত মজলিস অংশ নিবে না। এ জন্য সিটি করপোরেশন নির্বাচনে আমরা অংশ নেইনি। আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই দিতে হবে। তিনি বলেন, দফায় দফায় দ্রব্যমূল্য বাড়ছে। তিনি বলেন, সরকার বলছে বাংলাদেশ এখন উন্নয়নের দ্বারপ্রান্তে। আসলে বাংলাদেশ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি বলেন, পূর্ব ঘোষিত আমাদের শান্তিপূর্ণ গণমিছিল কর্মসূচি বন্ধ করে সরকার স্বৈরাচারী আচরণ করেছে। রাজনৈতিক অধিকার হরণ করা এই সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। নেতৃবৃন্দ বলেন, ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী কালো চুক্তি বাতিল করতে হবে। নির্বাচনের আগে এই সরকারকে পদত্যাগ করতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের দ্রুত মুক্তি দেয়া না হলে এই সরকার আগামীতে আস্তা কুঁড়ে নিক্ষিপ্ত হবে। পরে গণমিছিল ছাড়াই বিক্ষোভ সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়। এর আগে সকাল থেকেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর দিকের রাস্তায় দাঙ্গা পুলিশ ও রায়ট কার মোতায়েন করা হয়ে।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডেনমার্ক সরকারের আইএফইউ কর্তৃক একেএস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
রাশিয়ার জনগণকে ভালোবাসেন ট্রাম্প!
বিমানবন্দরে রাতভর তল্লাশিতে মেলেনি কিছুই : শাহজালালে ফের বোমা হামলার হুমকি বার্তা
বিপুল কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো
ইএফডি মেশিনের আগে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনুন
বিএনপিতে চাঁদাবাজ অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই : আমান উল্লাহ আমান
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
রূপগঞ্জে শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা
মাদক চাঁই রুবেল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
দুর্নীতির মামলায় খুলনার সাবেক এমপি মিজানুর রহমান কারাগারে
সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দ
জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে
এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫
নারায়ণগঞ্জে কিউলেক্স মশার উপদ্রবে নাজেহাল নগরবাসী
স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান
নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : নবীন পুলিশদের আইজিপি