২০১৮ সালের নির্বাচনের দিন কোনো ধরনের কারচুপি বা ব্যাপক অনিয়মের কথা বিএনপির নেতারাও বলেননি : জয়
২০ মে ২০২৩, ০১:২০ পিএম | আপডেট: ২০ মে ২০২৩, ০১:২০ পিএম

২০১৮ সালের একাদশ নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, নির্বাচনের দিন কোনো ধরনের কারচুপি বা ব্যাপক অনিয়মের কথা বিএনপির নেতারাও বলেননি।’
শুক্রবার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এ বিষয়ে লিখেছেন তিনি।
সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেজে লিখেছেন, ‘২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে ক্রমাগতভাবে মিথ্যাচার করেন, সেই নির্বাচনে বিপুল ভোটে পরাজিত দল বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা। এমনকি আওয়ামী লীগবিরোধী সংবাদমাধ্যমেও অবাধে রাতের ভোট তত্ত্বকে প্রতিষ্ঠা করার জন্য নিরলস চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী। অথচ নির্বাচনের দিন কোনো ধরনের কারচুপি বা ব্যাপক অনিয়মের কথা বিএনপির নেতারাও বলেননি।’
তিনি লেখেন— ‘সংবাদ প্রতিবেদনে দেখা গেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, বিএনপি নেতারা সন্তোষ প্রকাশ করছেন। কিন্তু সন্ধ্যার পরেই মির্জা ফখরুল ও কামাল হোসেনদের ভোল পাল্টে যায় এবং তারা তাদের ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করে বক্তব্য দিতে থাকেন। এখন পর্যন্ত তাদের দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণও তারা হাজির করতে পারেননি। বিদেশি পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা নির্বাচনটিকে সুষ্ঠু বলে রায় দিয়েছিলেন। বিএনপির ভরাডুবির কারণ তারা নিজেই।’
ফেসবুক পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করেছেন তিনি।
খুলনায় সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৩০০ নেতা কর্মীর নামে মামলা, গ্রেফতার ১৩
খুলনায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। খুলনা সদর থানার এসআই খালিদ উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, শুক্রবার রাতেই মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১২০০/১৩০০ জনকে আসামী করা হয়েছে। এ মামলায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ও আসামিরা হলো, খালিশপুর থানার আলমনগর এলাকার মৃত হোসেন আলীর ছেলে সোহেল রানা (২০), ২৬নং ওয়ার্ড ওয়ার্লেস ক্রস রোড এলাকার আহমেদ হোসেন গাজীর ছেলে গাজী সালাউদ্দীন (৪২), রুপসা থানার দেয়াড়া এলাকার মোঃ আজিজুর রহমানের ছেলে মোঃ আতাউর রহমান (৪৮), আইচগাতী এলাকার মৃত মখলেছুর রহমানের ছেলে মোঃ সেকেন্দার শেখ (৬০), বটিয়াঘাটা থানার বাড়োয়াড়িয়া এলাকার মৃত আলতাফ মোল্যার ছেলে মোঃ শাইখুল মোল্যা (৩৪), লবনচরা থানার হরিনটানা এলাকার মৃত নুরুল হকের ছেলে মোঃ ওয়াহিদ শেখ (৩২), দাকোপ থানার খেজুরিয়া এলাকার আব্দুল আজিজের ছেলে মোঃ রাসেল (২৪), সোনাডাঙ্গা থানার বানরগাতী ইসলাম কমিশনার মোড় এলাকার আশরাফ উদ্দিন চৌধুরীর ছেলে রাব্বি চৌধুরী (২৯), দাকোপ থানার গুনারী এলাকার আঃ সালাম গাজীর ছেলে মাহবুব গাজী (২৬), রুপসা থানার আইচগাতী এলাকার আব্দুল আজিম উদ্দিন শেখের ছেলে মনিরুজ্জামান মামুন (৪২), সোনাডাঙ্গা থানার ট্রাক স্ট্যান্ড, আব্দুল গনি সড়ক এলাকার আব্দুল জলিল শেখের ছেলে মোঃ রাজু শেখ (৪১), নগরীর নতুন বাজার ওয়াপদা ভেরীবাধ রোড এলাকার মৃত মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ আলিফ মিলন (৩১) এবং নতুন বাজার খ্রিষ্টানগলি এলাকার মোঃ আউয়ালের ছেলে মোঃ রাসেল (২৭)।
সূত্র জানায়, শুক্রবার (১৯ মে) বিকেলে সরকারের পদত্যাগ, মামলা ও গণগ্রেপ্তার বন্ধসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ আহ্বান করে বিএনপি। বিকেলে প্রেসক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়। আগে থেকেই সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রাইভেটকারে করে ক্লাবের সামনে আসেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। বিকেল সোয়া ৪টার দিকে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। অপরদিকে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় বিএনপির ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এসএম শফিকুল আলম মনা বলেন, সমাবেশে আমাদের উপর হামলা করা হয়েছে। বক্তব্য দিতে দেয়নি। উল্টো আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। হামলা-মামলা করে বিএনপি নেতাকর্মীদের দমন করা যাবে না।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন খালি, কাম করবেন না।’ সুনামগঞ্জে এক প্রকৌশলীকে মুঠোফোনে স্বরাস্ট্র উপদেষ্টা

আনোয়ারায় বিমান বাহিনী রাডার ষ্টেশন এরিয়ায় আগুন

নতুন রেকর্ড সোনার দামে, ভরি মাত্র ১ লাখ ৫৯ হাজার টাকা

নির্বিচারে বালু উত্তোলন বন্ধ করে ভোলাকে রক্ষার দাবীতে মানববন্ধন ভোলাবাসীর

শুক্রবার সপরিবারে থাইল্যান্ড যাচ্ছেন সিইসি

বাংলাদেশের সাথে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণার পূর্বভাস বিভিন্ন ইসলামী দলের তীব্র প্রতিবাদ

পারটেক্সকে হারিয়ে সুপার সিক্সে গাজী গ্রুপ

পদোন্নতি পেয়ে সোনালী ব্যাংকের ডিএমডি হলেন মো. শাহজাহান

দীপু মনি দম্পতির ২২ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

সীতাকুণ্ডে দুর্বৃত্তের হামলায় যুবক খুন

গাজায় হামলার প্রতিবাদে ময়মনসিংহ বিএনপির সংহতি র্যালীতে জনতার ঢল

গাঁজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির সমাবেশ ও সংহতি র্যালি

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনগ্রো

রামপুরাবাসিকে স্বস্তির নিঃশ্বাস দিয়েছে ট্রাফিক বিভাগ

জমিয়াতুল মোদার্রেছীনের স্ট্যান্ডিং ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মাওলানা এমরানুল হক’র ইন্তেকালে জমিয়াত পারবারের শোক

স্ত্রীর চিকিৎসা নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস

যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে - মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

আগামীতে জাপানে আরও জনবল পাঠানো যাবে: আসিফ নজরুল

মেয়ে দেখতে এসে দেওয়া টাকা না নেওয়া প্রসঙ্গে।

ট্রান্সশিপমেন্ট ইস্যুতে নিজেদের পায়ে কুড়াল মারলো ভারত! বাংলাদেশ পাল্টা যে ব্যবস্থা নিচ্ছে