দেশবাসী শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে বসবাস করছে : রিজভী
১৭ জুন ২০২৩, ০৩:৩৫ পিএম | আপডেট: ১৭ জুন ২০২৩, ০৩:৪০ পিএম
দেশবাসী একটি রুদ্ধশ্বাস, শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে বসবাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
স্মরণসভা চলাকালীন পোশাক পরে এক পুলিশ কর্মকর্তা ডায়াসের ছবি উঠান। এঘটনার কঠোর সমালোচনা করে রিজভী বলেন, এই মঞ্চে যারা বসে আছেন একজন মন্ত্রী ছিলেন, আরেকজন রাষ্ট্রদূত ছিলেন পোশাক পড়া পুলিশ এসে ছবি তুলে নিয়ে যাচ্ছে। একটা ভয়ঙ্কর দুর্বিনীত দুঃশাসন না থাকলে পুলিশ এখানে এসে ছবি তুলে নিয়ে যায়? আমরা এখানে একটি স্মরণসভা করছি দেশের বরেণ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন অথচ পোশাক পুলিশ এসে ছবি তুলে নিয়ে যায়। একটি রুদ্ধশ্বাস, শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি বলেই এই ধরনের অসদাচরণ।
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম শহিদ ডা. শাহ মাঈনুল আহসান চৌধুরী পিংকুর ৪৩তম মৃত্যবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করে শহীদ পিংকু স্মৃতি সংসদ, রাজশাহী।
পুলিশ কর্মকর্তার ওই ছবি তোলা প্রসঙ্গে রিজভী আরও বলেন, আমাদের আয়োজন আমাদের সবকিছু একটা হত্যাকান্ডের স্মরণসভা অথচ এখানে পোশাক পড়া পুলিশ এসে ছবি তুলে নিয়ে যায়। কারণ এই দুঃশাসনে শেখ হাসিনা নিজে মনে করে বাংলাদেশ তার পৌতৃক জমিদারি, এখানে অন্য কেউ কথা বলবে কেন?এখানে অন্য কেউ রাজনীতি করবে কেন? তাদের সেই অধিকার নেই। ঠিক এই সর্বগ্রাসী মনবৃত্তি না থাকলে একটি স্মরণসভায় পোশাক পড়া পুলিশ এসে ছবি তোলার সাহস পেত না।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আইনের কাছে দায়বদ্ধ নয়, জনগণের কাছে নয় তারা দায়বদ্ধ শেখ হাসিনার কাছে। শেখ হাসিনা এখন পুলিশকে ব্যক্তিগত প্রাইভেট বাহিনীতে পরিণত করেছে।
রিজভী বলেন, গণতন্ত্রের শক্ত খুঁটি হল তার প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানগুলো হচ্ছে আদালত, প্রশাসন, নির্বাচন কমিশন, প্রতিষ্ঠান হচ্ছে মিডিয়া। গণমাধ্যমের স্বাধীনতা যে দেশে নিশ্চিত হয় না সেটা গণতান্ত্রিক দেশ না, সেটা নাৎসীবাদী দেশ। যে দেশে আদালত স্বাধীনভাবে বিচার করতে পারে না সেটা কোনভাবেই গণতান্ত্রিক দেশ না।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ভাষা যখন হয় সরকারী দলের ভাষা, নির্বাচন কমিশনের বিবৃতি যদি হয় ভোট চোরদের মত বুঝতে হবে সে দেশের সকল নাগরিক স্বাধীনতাহীনতায় ভুগছে। বরিশালের নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যে আমি অবাক হয়েছি। তিনি বললেন সেখানে সুষ্ঠু, অবাধ নির্বাচন হয়েছে। কিন্তু সেখানে দেখলাম একজন মওলানা, সে মেয়র প্রার্থী তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে। মওলানা সাহেব নিহত হলে তারা হয়তো বলতো নির্বাচন কিছুটা সংঘাতপূর্ণ হয়েছে, সহিংসতা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের কথায় তাই মনে হয়। এটাকে বলা হয় ফ্যাসিবাদী শাসন, এটাকেই বলা হয় গণবিরোধী শাসন।
শহীদ ডা. পিংকুর সহপাঠী ডা. সৈয়দ আমজাদ আলী লিটনের সভাপতিত্বে স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শহীদ ডা. পিংকুর বড় ভাই ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী শাহ খালেদ হাসান পাবিনা।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাঘ শিকারী ও রোলস রয়েস চালানো ভারতীয় মুসলিম রাজকন্যা আবিদা সুলতানা
মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭, বার্ন ইনস্টিটিউটে ভর্তি
ট্রাম্পের সহায়তায় পুরো পশ্চিম তীর দখলের প্রত্যাশা ইসরায়েলের
মানিকগঞ্জে তেলের অবৈধ পাম্পে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
পঞ্চগড়ে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মা-ছেলে আটক
"অন্তবর্তী সরকারের কাছে বেশ কিছু দাবি এবং প্রশ্নের ব্যাখ্যা জানতে চেয়ে আসিফ আকবরের ফেসবুক পোস্ট"
অবশেষে বরিশালের ঐতিহ্যবাহী ‘হীমনীড়’এর ‘পদ্মপুকুর’ থেকে শ্বেতপদ্ম বিনাশের ঘটনায় তদন্ত কমিটি কাজ শুরু করল
কাজে এলো না ‘বাংলাদেশি’ ইস্যু, ঝাড়খণ্ডে বিজেপির ভরাডুবি
কপ২৯-সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য ৩০০ বিলিয়ন ডলারের চুক্তি
সভাপতি মাসুদ পারভেজ সম্পাদক মানিক খান
ছক্কা হাঁকিয়ে জয়সোয়ালের সেঞ্চুরি
পশ্চিমবঙ্গে উপনির্বাচন : ৬ আসনেই মমতার হাসি, বিজেপির ভরাডুবি
'গণহত্যা-মুক্ত' নতুন পানীয় গাজা-কোলা যুক্তরাজ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে
বঙ্গবাজারে আগুনের ঘটনায় সাবেক মেয়র তাপসসহ ৩০ জনের নামে মামলা
সরাইলে বিএনপি-যুবদলের সংঘর্ষে আহত ১০
পিকনিক বাসে তিন শিক্ষার্থীর মৃত্যু : ময়মনসিংহ পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে আজ
বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস
কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস
আজ ঢাকায় বাংলাদেশ-বেলজিয়াম রাজনৈতিক সংলাপ