গোপীবাগে যাত্রীবাহি ট্রেনে আগুন নিহত-১ দগ্ধ একাধিক ৫ বগি পুড়ে ছাই
০৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম
নির্বাচন বাতিলের দাবিতে বিএনপিসহ সমমনা দলের টানা দু’দিনের হরতালের আগে গতকাল শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস নামে যাত্রীবাহী ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন ২ জন। এছাড়া আহত হয়েছেন কয়েকজন। অপরদিকে ডেমরায় একটি বাসে আগুন এবং সেগুন বাগিচায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গোপীবাগে ট্রেনের আগুনে পুড়ে গেছে অন্ততঃ ৫টি কামরা। এতে নিহত হয়েছেন একজন। দগ্ধ হয়েছেন অন্ততঃ দু’জন। আরো আহত হবার আশঙ্কা রয়েছে। রাত সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বগির আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলো ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি কমলাপুর আসছিল। কমলাপুর পৌঁছার কিছু আগে গোপীবাগ কাঁচাবাজারের কাছে ট্রেনটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টা ৫ মিনিটে গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার সময় ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। প্রত্যেক বগিতে যাত্রীও ছিলো। খবর পেয়ে সদর দপ্তরসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু এর আগেই ট্রেনটির ৫টি বগি পুড়ে যায়। ট্রেন থেকে নামতে গিয়ে দগ্ধ হয়ে একজন নিহত হন। তবে প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উদ্ধারনকর্মীরা বলেছেন, আরো আহত কিংবা দগ্ধ হবার আঙ্কা রয়েেেছ। আগুন পুরোপুরি নির্বাপনের আগে সঠিক সংখ্যা তারা নিশ্চিত হতে পারছেন না। ফায়ারসার্ভিস আগুন লাগার কারণ ও নিশ্চিত করতে পারেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে।
এদিকে রাত সোয়া ৯টার দিকে ডেমরার আমুলিয়ায এলাকায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ডেমরার ফায়ার সার্ভিস স্টেশন থেকে ফায়ার কর্মীরা গিয়ে আগুন নিয়ন্থ্রণে আনে।
এর আগে রাজধানীর সেগুনবাগিচায় বারডেম-২ হাসপাতালের গলিতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে সেগুনবাগিচায় বারডেম-২ হাসপাতালের গলি থেকে কয়েকজন ঝটিকা মিছিল বের করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। পরে পালিয়ে যাওয়ার সময় তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ওই এলাকায় পুলিশের টহল টিম কাজ করছে বলে জানান আখতারুল ইসলাম।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : সৈয়দা রিজওয়ানা হাসান
বল হাতে বাংলাদেশের ভালো শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
মানবপাচারকারীদের প্ররোচনায় : স্বপ্ন পূরণে হাতছানি!
অবিলম্বে ফারাবিসহ সকল মাজলুম আলেমদের মুক্তি দিন, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
জগন্নাথের সহকারী প্রক্টরকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
আপনারা এখন কোথায়: আ.লীগকে জামায়াত নেতা
আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ভারতীয় শিক্ষার্থীর
বিশ্বস্ত পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্প
জনসমর্থন হারাচ্ছে জার্মানির ক্ষমতাসীন দল
ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত, নিহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপি'র সব সময় থাকবে!
বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে গতিশীল: রিজভী
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল এখন ঢাকায়
‘আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাবে কানাডা’
সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করা হবে- রেলপথ উপদেষ্টা
দেড় যুগ পর গোলাপগঞ্জে প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলনে জনতার ঢল
উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ