বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম
রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সকাল ১০ থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে বেলা ৩টা পর্যন্ত। কাউন্সিলেসভাপতি পদে ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শামিমুল ইসলাম মুন। তিনি রিক্সা প্রতিক নিয়ে নির্বাচন করেন।
তাঁর প্রতিদন্দী অধ্যাপক আব্দুস সামাদ পেয়েছেন ১৯২ ভোট। তিনি আনারস প্রতিক নিয়ে নির্বাচন করেন। এদিকে সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতিক নিয়ে ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহবুর আর রশিদ। তাঁর নিকটতম প্রতিদন্দি কাজিম উদ্দীন চেয়ার প্রতিকে ভোট পেয়েছে ১৯৬ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতিক নিয়ে ২৮৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন বাচ্চু রহমান এবং শাহীন আক্তার শামসুজ্জোহা ঘোড়া প্রতিক নিয়ে ১৮৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকটে সৈয়দ শাহীন শওকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি রাজশাহী জেলার সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জাল হোসেন তপু ও সদস্য সচি অধ্যাপক বিশ^নাথ সরকার। উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন সরকার টিটু, জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বি-বার্ষিক কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার ডি.এম জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন দ্বি-বার্ষিক কাউন্সিলের নির্বাচন কমিশনার তাজমুলতান টুটুল ও নির্বাচন কমিশনার সদর উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, অন্তবর্তীকালীন সরকারের ভাষ্য বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আসল সত্যি হলো বিএনপি ক্ষমতার জন্য পাগল না। বিএনপি চাইলে ৫ আগস্ট এর পর সকলআন্দোলনকারী দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারতো। কিন্তু করেনি। আমাদের বিশ্বাস ৩ মাস, ৬ মাস, ১ বছর পর যখনই নির্বাচন দেন না কেন,বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না।
রোববার দুপুর ২টায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বি- বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ছাড়া সকল দলকে নিয়ে নির্বাচন হবে। কারণ আওয়ামীলীগ ভারতের দল। গত ১৫ বছর ভারত ঠিক করে দিয়েছে এদেশে কিভাবে নির্বাচন হবে। এখনও তারা আওয়ামীলীগকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আওয়ামীলীগকে ফেরত আনতে বিএনপির ঠেকা পড়েনি। বিচারের পরই আওয়ামীলীগ ফিরতে পারবে। ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর আওয়ামীলীগ ভারতকে খুশি করতে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল। আর ও শেখ হাসিনা সেনাবাহিনীকে দুর্বল করতে বিডিআর বিদ্রোহের নাটক সংগঠিত করেছে।
বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা আরো বলেন, ভারত বিএনপিকে রাজনীতি থেকে সরানোর জন্য আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে ওয়ান ইলেভেন সংগঠিত করেছিলো বলে উল্লেখ করেন তিন। শেষে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন করার আহবান জানান তিনি। মোহনপুর উপজেলা বিএনপির এই কাউন্সিলে ৬টি ইউনিয়নের ৪২৬ জন কাউন্সিলর ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্ধারণ করেন। ৩টি পদের বিপরীতে প্রতিদ্ব›দ্বীতা করেন ১১জন বিএনপি নেতা।
এদিকে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ার প্রতিকের সাধারণ সম্পাদক প্রার্থী কাজিম উদ্দিন সহ আহত হয়েছে ৩ জন।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
পিলখানা হত্যাকান্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে