আ. লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটি খুনের সিন্ডিকেট: ডা.শফিকুর রহমান
২১ জানুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ০৭:২১ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি খুনের সিন্ডিকেট চক্র। স্বাধীনতার পর থকে বিভেদ তৈরি করে দেশটাকে টুকরো টুকরো করা হয়েছে। যুদ্ধ ক্ষেত্রে অনেকেই জীবন দেয়। কিন্তু এভাবে বুক পেতে জীবন দেয়া আবু সাঈদের ঘটনা বিরল। আবু সাইদ মুক্তির মহানায়ক। জুলাইÑআগস্টে শহীদরা যে জন্য জীবন দিয়েছে সেই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। তিনি বলেন, আগে জুলাই আগস্টে গণহত্যার বিচার হোক, তারপর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার প্রশ্ন।
মঙ্গলবার বিকেলে জাময়াতে ইসলামীল আমীর বরিশালের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাঁহ ময়দানে বরিশাল মহানগর ও জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন । জামায়াতের আমির বলেন, আমরা চাই গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার হোক, তাদের দলের বিচার হোক। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা তো নিজেদের দেশপ্রেমিক দাবি করেন, তো দেশপ্রেমিক হলে আসেন, বিচার মোকাবেলা করুন। আমাদের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছেন। আপনারা তো প্রকাশ্যে গণহত্যা চালিয়েছেন।
আওয়ামী লীগের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াতে ইসলামী উল্লেখ করে দলটির আমীর বলেন, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার চারদিন পর তারা নিজেরাই নিষিদ্ধ হয়েছেন। জামায়াতের আমির বলেন, জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে বেঁচে আছেন, তারা এখন জিন্দা শহীদ। দক্ষিণাঞ্চলের জনজীবন সহ আর্থ-সামাজিক উন্নয়ন প্রসঙ্গে জাময়াতের আমীর বলেন, ভোলার গ্যাস
সারাদেশে যাক, তবে সবার আগে বরিশালে আসুক। আর একটি সেতু বরিশাল থেকে ভোলা যাক। ভোলাসহ পুরো বরিশাল বিভাগকে উন্নত দেখতে চাই। আমাদের যদি আল্লাহ সুযোগ দেন তাহলে
বরিশালবাসীর সকল দাবি পূরণের চেষ্টা করবো। আর যদি বিরোধী আসনেও থাকি তবে আপনাদের দাবিগুলো তুলে ধরবো।
কর্মী সম্মেলনের সভাপতি বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ঈদগাঁহ মাঠে যাতে সম্মেলন হতে না পারে- তার ষড়যন্ত্র করা হয়েছিল। সকল বাধা উপেক্ষা করে অনুষ্ঠান সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান তিনি। তিনি বিগত সময়ে বাতিল হওয়া সকল প্রকল্প চালু করার দাবি জানান। বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার ইসলাম নির্মূল করতে সাবেক আমীর মতিউর রহমান নিজামীসহ জামায়াতের নেতাদের ফাঁসি দেয়, তারপরও জামায়াত নেতারা পালিয়ে যায়নি।
ফ্যাসিবাদের চক্রান্ত চলছে বলে দাবী কওে তিনি বলেন,আর কোনো ফ্যাসিবাদকে এ দেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। প্রশাসন ও সরকারি দপ্তরসমূহে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা
নিতে হবে। ভোটার তালিকা সঠিকভাবে তৈরি করতে হবে। আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, বিভেদ নয় ঐক্য ধরে রাখতে হবে, জনমতের মাধ্যমে ফ্যাসিসটদের কবর রচনা করতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হতে হবে। একটি দল ছাড়া এবিষয়ে দেশের সবদল একমত হয়েছে।
জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন,ফ্যাসিসটরা পালিয়ে গেছে, নতুন বাংলাদেশ গড়তে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে হবে। সেই বাংলাদেশ গড়তে জানমাল দিয়ে পাশে থাকার আহবান জানান তিনি। সকল বিভেদ ভুলে ঐক্যের রাজনীতি শুরু করার আহবান জানান ঢাকা মহানগর নায়েবে আমীর মনজুরুল ইসলাম ভ‚ইয়া।ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল সলাম মাসুদ বলেন, বরিশাল থেকে নতুন করে ইসলামী আন্দোলণের গণজাগরণ শুরু হয়ে- তা দেশের ৫৬ হাজার বর্গমাইল ছড়িয়ে যাবে। নতুন এই
বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের কর্মীদের উর্বর বাংলাদেশ। তিনি বলেন, যারা ত্যাগের রাজনীতি করে তাদের দেশ ত্যাগ করতে হয় না। আর যারা ভোগের রাজনীতি করে, তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়।
স্বাগত বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, পালিয়ে যাওয়া সরকার মনে করেছিল হত্যা করে, জেলে দিয়ে, খুন করে, ফাঁসি দিয়ে আর আয়না ঘর দিয়ে ইসলামী আন্দোলন দমন করা যাবে। এতোকিছু করেও তা সম্ভব হয়নি। তারা ভুলে গিয়েছিল এই জমিন এই দেশ আল্লাহর। তিনি বলেন, যারা ১৭ বছর অত্যাচার
নির্যাতন করেছে তারা পালিয়ে গেছে। এ দেশের মানুষ নিশ্চয়তা চায়, যাতে দেশে আর কোনো ফ্যাসিবাদ ক্ষমতায় না আসে। গম্মেলনে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা জাকির হোসেন বলেন, আমাদের সন্তানেরা যে ইচ্ছা নিয়ে শহীদ হয়েছে সেই ইচ্ছা পূরণ করতে হবে। তাদের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার আহবান জানান তিনি।
সম্মেলনে সনাতনী ধর্মের মানুষের পক্ষে বক্তব্য দেন অসীম কুমার হালদার। তিনি বলেন, এ দেশের হিন্দু স¤প্রদায় বেশি কিছু চায় না, তারা চায় শুধু শান্তি। ৫ আগস্টের পর আমার এলাকায় হিন্দুদের ওপর কোনো হামলা হয়নি। আমাদের খোঁজ রেখেছেন স্থানীয় জামায়াত নেতারা। এছাড়া তেমন কাউকে আমরা পাশে পাইনি। আমরা শান্তি চাই, আমরা কারো কাছে মাথা বিক্রি করবো না। এরআগে সকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী ও রুকনদের উদ্দেশ্যেও বক্তব্য রাখেন। জামাত আমীর মহানগরীর অদূরে চরমমোনাই ইউনিয়নে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
প্রায় ৩০ বছর পরে মঙ্গলবার বরিশাল মহানগরীতে প্রকাশ্য সমাবেশ করল জাময়াত ইসলামী বংলাদেশ। এর আগে সর্বশেষ ২০০৪ সালের মার্চে বরিশালের আউটার স্টেডিয়ামে দলের অনুরূপ কর্মী সম্মেলনে জাময়াত ইসলামীর তৎকালীন আমীর মতিউর রহমারন নিজামী-এমপি প্রধান অতিথির বক্তব্য রেখেছিলেন। সম্মেলনে দলের তৎকালীন নেতা কাদের মোল্লা-এমপিদেলোয়ার হোসেন সাঈদী সহ শীর্ষ নেতৃবন্দ বক্তব্য রেখেছিলেন।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
ট্রাম্পের সীমান্ত নিষেধাজ্ঞা নীতিতে অভিবাসীদের মধ্যে হতাশা
শিশুদেরও আটক রাখা হতো হাসিনার গোপন কারাগারে, খেতে দেয়া হতো না মায়ের দুধ
এক ছাতার নিচে খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা : ডা. জাহিদ
চীনা পণ্যে ১০% শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্পের
ভোলায় বাল্কহেডের ধাক্কায় জেলে নৌকাডুবি, ১ জেলে নিখোঁজ
বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সর্বাত্মক সহায়তার আশ্বাস জার্মানির
ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে নিহত ১০, গাজায় দুই দিনে ১২০ লাশ উদ্ধার
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
সাবেক শিল্পমন্ত্রী সামসুল ইসলাম খানের ১৯তম মৃত্যু বার্ষিকী আজ
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল আদেশের বিরুদ্ধে ২২টি রাজ্যের মামলা
লজ্জায় পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের
বিবাহ কর বাতিল, ডকুমেন্ট সত্যায়ন এখন অনলাইনে
থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঈশ্বরদী পৌরসভার গ্রাহকের কাছে বকেয়া পানির বিল পাওনা প্রায় ১৬ লাখ টাকা, পানি সরবরাহে ত্রুটির অভিযোগ
ডিআরইউ সদস্য ও পরিবারের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
৯ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে বার্সার জয়ের হাসি
জোড়া গোলে রোনালদোর 'সেঞ্চুরি', আল নাসরের জয়
লিলকে হারিয়ে লিভারপুলের সাতে সাত
ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার
কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন