প্রশ্ন: শাওয়াল মাসে রোজা রাখার গুরুত্ব কি?
১০ মে ২০২৩, ০৮:৪৫ পিএম | আপডেট: ১১ মে ২০২৩, ১২:০৩ এএম

উত্তর: দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। কেউ এখানে চিরকাল থাকবে না। একদিন আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে দিন চোখ দু‘টো বন্ধ হয়ে যাবে সে দিন বুঝে আসবে দুনিয়ার জীবনে অর্জিত নেকির কী লাভ? গুনাহের কী ক্ষতি? সে দিন নেকি যার যত বেশি হবে তার পরকাল তত সুন্দর হবে। অধিক নেকি অর্জনের মাস রমযান আমাদের থেকে বিদায় নিয়েছে। বরকতময় রমযান মাসে আল্লাহর প্রিয় বান্দাগণ ইবাদত-বন্দেগীতে নিমগ্ন থেকেছেন। সাধ্যমত চেষ্টা করেছেন দুনিয়া থেকে আখেরাতের পাথেয় জমা করে নেয়ার। রমযানের রোযা ছিল ফরজ ইবাতদ। শাওয়াল মাসের ছয়টি রোযা হল নফল। আল্লাহতায়ালা রোযার ব্যাপারে বলেন, ‘রোযা আমার জন্য এবং আমিই এর প্রতিদান দেব।’ (সহীহ মুসলিম, হাদীস : ১১৫১) সিয়াম সাধনার মাস রমযানে দিনের বেলা রোযা ও রাতের তারাবী মুমিনের অন্তরজুড়ে অপার্থিব সুখানুভূতি জাগ্রত করে তুলেছে। শাওয়ালের চাঁদ দেখে আল্লাহর আদেশে রোযার সমাপ্তি ঘটে গেল। পয়লা শাওয়াল ‘ঈদুল ফিতর’ উজ্জাপিত হল। মুমিন জীবনে ইবাদতের স্বাদÑ কাউকে বলে বোঝানো যাবে না। আল্লাহপ্রিয় বান্দারা পুরো রমযান সিয়াম-কিয়াম এর মাধ্যমে অন্তরে আমলের যে স্বাদ অনুভূত হয়েছেÑ অধিক পূণ্যার্জনের মাস রমযান শেষ হয়ে যওয়ায় মুমিন হৃদয়ে শুরু হয় এক বিশেষ হাহাকার। কী যেন হারানোর এক শূন্যতা মনের মাঝে ঝেঁকে বসে। অদৃশ্য যন্ত্রনায় তড়পাতে থাকে মুমিনহৃদয়। ঠিক সেই মুহূর্তে একপশলা বৃষ্টির মতো সান্ত¡নার পরশ নিয়ে হাজির হয় শাওয়ালের ছয়টি রোযা।
কেন রাখব ছয় রোযা? শাওয়ালের এ ছয়টি রোযার গুরুত্ব অপরসীম। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঈদ পরবর্তী দিনগুলোতেএই রোযাগুলো রাখতেন। সাহাবীদেরকেও রাখার প্রতি উদ্বুদ্ধ করতেন। হযরত আবু আইয়ূব আনসারী (রা.) থেকে বর্ণিত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমযানে রোযা রাখল, সে যেন পুরো বছর রোযা রাখার সাওয়াব লাভ করে। (সহীহ মুসলিম, হাদীস :১১৬৪) মুসলিম শরীফের ভাষ্যকার ইমাম নববী (রহ.) এই হাদীসের ব্যাখ্যায় বলেন, ‘আমাদের উলামায়ে কেরামদের মতে উত্তম হচ্ছে ঈদুল ফিতরের পরের ছয় দিন পরপর রোযাগুলো রাখা। তবে বিরতি দিয়েও রাখার অবকাশ রয়েছে। শাওয়ালের প্রথম দিন হল ঈদের দিন। এই দিনে রোযা রাখার বৈধতা ইসলামে নেই। এই দিনে যদি কেউ রোযা রাখেও নেকীতো হবেই না বরং গুনাহ হবে। শরিয়তের বিধান লঙ্ঘন করা চরম নিন্দনীয়। শাওয়ালের রোযাগুলো ঈদের পরের দিন থেকে ধারাবাহিকভাবেও রাখা যাবে। যদি কেউ একটা রোযা রেখে চার/পাঁচ দিন পর আরেকটি রাখে তাও রাখতে পারবে। শারিরীক সুস্থতার কথা বিবেচনা করে মাসের শুরু শেষ যে কোনো সময়রাখা যাবে কোনো অসুবিধা নেই। মোটকথা রোযাগুলো শাওয়াল মাসে যেভাবেই রাখা হোক আদায় হয়ে যাবে এবং নির্ধারিত ফজিলতও লাভ হবে ইনশাআল্লাহ।
সারা বছর রোযা রাখার সওয়াব লাভ : সারা বছর রোযা রাখার সাওয়াব কীভাবে লাভ হবে? আমরা দেখি আল্লাহ তার বন্দাদের নেক আমালের প্রতিদান বহুগুনে বাড়িয়ে দেন। আল্লাহপাক পবিত্র কোরআনে ঘোষণা করেন ‘যে একটি পূণ্যের কাজ করল, আল্লাহতায়ালা তাকে দশগুণ প্রতিদান দিয়ে থাকেন।’ (সূরা: আনআম, আয়াত : ১৬০) উপরোক্ত আয়াত থেকে সুষ্পষ্ট জানা যাচ্ছে, একটি নেক আমলের সাওয়াব দশগুন বাড়িয়ে দেয়া হয়। সে হিসেবে যে ব্যাক্তি রমযানের একমাস রোযা রাখল, সে ১০ মাস রোযা রাখার সাওয়াব পাবে। রমযানে ত্রিশ রোযা ও শাওয়ালের ছয় রোযা মিলে হয় ছত্রিশ রোযা। ছত্রিশকে দশ দিয়ে গুণ দিলে, তিনশষাট রোযার সমান হয়ে যায় দিন অর্থাৎ ১বছর রোযা রাখা, অতএব যে ব্যক্তি রমযান ও শাওয়ালের মোট ছত্রিশটি রোযা রাখল, সে যেন পুরো বছর রোযা রাখল।এখানে একটা লক্ষণীয় বিষয় হল, শাওয়ালের ছয় রোযাÑ বছরজুড়ে রোযা রাখার ফজিলত ওই ব্যক্তির জন্যই কার্যকর হবে যে রমযানের সবগুলো ফরজ রোযা রেখেছে। তবে যাদের রমযানের ভাংতি বা কাজা রোযা রয়েছে। সেক্ষেত্রে তাদের জন্য করণীয় হল, রমযানের কাজা রোযা আগে আদায় করে নেয়া। তারপর সম্ভব হলে শাওয়ালের নফল রোযাগুলো রাখার চেষ্টা করা। আল্লাহ রব্বুল আলামীন মুসলিম উম্মাহকে শাওয়াল মাসের ৬টি রোযা রাখার তাওফিক দান করুন, আমিন।
উত্তর: মুহাম্মদ জিয়াউল হক, খতিব, মদিনা জামে মসজিদ, রায়পুরা, নরসিংদী।
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন

ডিমললায় হাজার হাজার মানুষের পাড়া পারের একমাত্র উপায় জোড়া তালি দেওয়া কাঠের সাঁকো

ভারতের ভূপাতিত পাঁচ যুদ্ধবিমানের তিনটি রাফাল: পাকিস্তানের প্রধানমন্ত্রী

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের নামে আন্দোলনে বাঁধাদানের মামলা

খেলতে না পারার শঙ্কায় দুই দিন কেঁদেছিলেন মার্তিনেজ

মহিপুরে কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা, নিন্দার ঝড়

পেকুয়ায় হিটষ্ট্রোকে ১ জনের মৃত্যু

সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

বহিষ্কৃত নেতাদের নিয়ে পথসভা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলা যুবদলের লিফলেট বিতরণ

ঋণের কিস্তি নিয়ে পরিশোধ নিয়ে স্বামীর সাথে ঝগড়া।। বগুড়ায় গৃহবধূর আত্মহত্যা

ভারত-পাকিস্তান সংঘাতে গুরুতর উদ্বেগ প্রকাশ যুক্তরাজ্যের

শতবর্ষী গাছের উপর নির্মম হামলা অভিযোগ 'শিরক'

১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে রবি, ফ্লোসোলার ও গ্রিনপাওয়ার এশিয়ার ত্রিপক্ষীয় চুক্তি

ভিক্টোরিয়ার নবজাতক আইসিইউ ইউনিট জেলার স্বাস্থ্য খাতে একটি মাইলফলক: ডিসি

যুদ্ধের আশঙ্কায় সীমান্ত এলাকায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

শিক্ষার ভবিষ্যৎ নির্ধারণে কেমব্রিজে অনুষ্ঠিত হলো দক্ষিণ এশিয়া স্কুল সম্মেলন

উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধিতে ইইউ’র সহযোগিতা চেয়েছে ইউজিসি

শেরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান

বাউফলে কলেজ ছাত্রদলের কমিটি গঠন

ভারত-পাকিস্তানের সংঘাত নিয়ে যা বলছে রাশিয়া ও ফ্রান্স