প্রশ্ন: উত্তম চরিত্রের মহান আদর্শ কি রাসূলুল্লাহ (সা:)?
০৫ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
উত্তর: আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করে সবাইকে একটি স্বভাব বা চরিত্রের অধিকারী বানিয়েছেন। আর মানুষের আচার ব্যবহার হলো মানুষের মূল পরিচয়।
আর সৃষ্টিগতভাবে সবকিছুর পজেটিব ও নেগেটিব তথা ভালো খারাপ দুটি আছে ।ঠিক এমনই আখলাক বাচরিত্র দুই প্রকার। খুলুকে হাসান উত্তম চরিত্র আর খুলুকে রাজিলা অর্থাৎ দুশ্চরিত্র বা খারাপ চরিত্র। আল্লাহ মানব সৃস্টির শুরু থেকেই সমস্ত নবী রাসুলকে তার যুগের সর্বোত্তম আখলাক দিয়ে তৈরী করেছিলেন ।আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহু আলাইহি ওসাল্লাম হলেন মানব কুলের মধ্যে সবচেয়ে উত্তম আখলাক বা চরিত্রের অধিকারী । যেমন : আল্লাহ কুরআনে বর্ণনা করেন ,নিশ্চই আপনি উত্তম চরিত্রের অধিকারী। (সূরা কলম আয়াত ৩ )। আর হাদীস শরিফে প্রিয় নবী সা: বলেন আমি পৃথিবিতে প্রেরিত হয়েছি চরিত্রকে পরিপূর্ণতা দেয়ার জন্য। আমাদের মহানবীর চরিত্রের বর্ণনা করা সম্ভব নয়। যার চরিত্রের সাথে আর কারো কোন উপমা নেই। দিশে হারা মানব জাতিকে তার উত্তম আখলাক চরিত্রের মাধ্যমে ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়েছিলেন। কোন বিপদ গ্রস্থ লোক আসলে তাকে সহয়াতা করতেন ।কেউ তার থেকে ফিরে যেতো না ।সবার মনের শান্তি ছিলো প্রিয় নবীর কাছে কিছু সময় কাটানো। তিনি মক্কা বিজয়ের সময় মক্কার মুশরিকরা যারা নবীকে কষ্ট দিয়েছিলো ,তাদেরকে ক্ষমা করে দিয়ে বিশ্ববাসির নিকট এক উত্তম দৃষ্টান্ত স্থাপন করছেন। যেটি আজ পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত কেউ এরকম উত্তম দৃষ্টান্ত দেখাতে পারেনি পারবেও না। এমন মহান নবীর উম্মত আমরা আমাদের পুরো জীবনতো সেই মহা মানব মুহাম্মদ সাঃ এর আখলাক ও চরিত্রে পরিপূর্ণ হওয়া উচিত ছিলো। আমারা আমাদের সকল ক্ষেত্রে মহা নবীর চরিত্র গ্রহণ করতে পারতাম। আমরা আমাদের ব্যক্তি জীবনে ও পারিবারিক জীবনে ও রাষ্ট পরিচালনায় সামাজিকতার দোহাই দিয়ে বিজাতীয়দের কালচার ও চরিত্র গ্রহণ করছি ।আমরা আমাদের কোমলমতি শিশু বাচ্চাসহ শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বিজাতিয় কৃষ্টিকালচার শিখাচ্ছি ।আর এগুলোকে আধুনিকতা মনে করছি ।আর আমাদের সন্তানেরা নামে মুসলিম হলেও চরিত্রের দিক থেকে ও বেশবুশায় কাফের মুশরিক পশ্চিমাদের মত হয়ে যাচ্ছে । তারা ইসলামের প্রাথমিক জ্ঞান কালেমা , নামাযের ফরজ ,ওয়াজিব ,রোজা ও হজ্জ যাকাত কোন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে না ।এমনকি তারা অজুর ফরজ ,সুন্নত কোনটাই সঠিকমত বলতে পারবে না। আর আমাদের সন্তানেরা চলচিত্রের নায়ক ও ক্রিকেটারদের নাম নিজদের জীবনের আইডল মনে করে আর আমাদেক পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের জীবন সম্পর্কে কিছুই জানে না।ত াই সমাজে এতো বিশৃঙ্খলা হচ্ছে। যুবকরা ছোট থেকেই মারামরি ও অশান্তির কারন হচ্ছে। এমনকি নিজেদের মা বাবাদেরও সঠিক সম্মান দিতে শিখে না ।শেষ বয়সে মা বাবাদের সেবা না করে বিদ্যাশ্রমে নিয়ে রেখে চলে আসে ।আর মাস পুরালে খরচের টাকা দিয়ে দেয় ।নিজেরা নিজেদের বাবা মার সঠিক সেবা যতœ কোন খেদমত করে না ।ভালো ব্যবহাার করতে পারে না ।যে মা নিজ সন্তাকে নিজে না খেয়ে বড় করছেন সে সন্তানেরা শিক্ষিত হয়ে মা বাপকে বিদ্যাশ্রমে রেখে দেয় ।এসবসহ পুরো সমাজ দেশের সবাই চারিত্রিক অধপতনে ।তাই চারিত্রিক অধপতন থেকে যদি আমাদের সন্তানদেরকে বাচাতে হয় তবে ছোট থেকেই তাদেরকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করা উচিত ও আমাদের নবীর জীবন থেকে তার উত্তম চরিত্র শিখানো উচিত। তাহলে হয়ত আমাদের সমাজটা আবারো চরিত্রের দিক থেকে পুরো বিশ্বে উজ্জল ও উত্তম দৃষ্টান্ত হতে পারবে। তাই প্রত্যেক বাবা মার জন্য আবশ্যক হলো ,সন্তানদের দ্বীনের পরিবেশে বড় করা। তাহলে সমাজের শান্তি আবারো ফিরে আসবে। আমাদের আদর্শ হলেন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ।তাহলে আমরা চারিত্র উৎকর্ষতার চুড়ান্ত শিখরে পৌছতে সক্ষম হবো। আল্লাহ আমাদেরকে উত্তম আখলাক চরিত্রের অধিকারী হওয়ার তাউফিক দান করুন, এটাই আমাদের কামনা।
উত্তর দিচ্ছেন: মুফতী আব্দুল্লাহ রাজা চৌধুরী, ইসলামিক আলোচক, লেখক সাহিত্যিক সিনিয়র শিক্ষক, জামিআ রাব্বানিয়া নূরুল উলুম মিরপুর ২ ঢাকা ১২১৬।
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান
এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা
নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা
খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো
কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু