প্রশ্ন: উত্তম চরিত্রের মহান আদর্শ কি রাসূলুল্লাহ (সা:)?
০৫ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম

উত্তর: আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করে সবাইকে একটি স্বভাব বা চরিত্রের অধিকারী বানিয়েছেন। আর মানুষের আচার ব্যবহার হলো মানুষের মূল পরিচয়।
আর সৃষ্টিগতভাবে সবকিছুর পজেটিব ও নেগেটিব তথা ভালো খারাপ দুটি আছে ।ঠিক এমনই আখলাক বাচরিত্র দুই প্রকার। খুলুকে হাসান উত্তম চরিত্র আর খুলুকে রাজিলা অর্থাৎ দুশ্চরিত্র বা খারাপ চরিত্র। আল্লাহ মানব সৃস্টির শুরু থেকেই সমস্ত নবী রাসুলকে তার যুগের সর্বোত্তম আখলাক দিয়ে তৈরী করেছিলেন ।আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহু আলাইহি ওসাল্লাম হলেন মানব কুলের মধ্যে সবচেয়ে উত্তম আখলাক বা চরিত্রের অধিকারী । যেমন : আল্লাহ কুরআনে বর্ণনা করেন ,নিশ্চই আপনি উত্তম চরিত্রের অধিকারী। (সূরা কলম আয়াত ৩ )। আর হাদীস শরিফে প্রিয় নবী সা: বলেন আমি পৃথিবিতে প্রেরিত হয়েছি চরিত্রকে পরিপূর্ণতা দেয়ার জন্য। আমাদের মহানবীর চরিত্রের বর্ণনা করা সম্ভব নয়। যার চরিত্রের সাথে আর কারো কোন উপমা নেই। দিশে হারা মানব জাতিকে তার উত্তম আখলাক চরিত্রের মাধ্যমে ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়েছিলেন। কোন বিপদ গ্রস্থ লোক আসলে তাকে সহয়াতা করতেন ।কেউ তার থেকে ফিরে যেতো না ।সবার মনের শান্তি ছিলো প্রিয় নবীর কাছে কিছু সময় কাটানো। তিনি মক্কা বিজয়ের সময় মক্কার মুশরিকরা যারা নবীকে কষ্ট দিয়েছিলো ,তাদেরকে ক্ষমা করে দিয়ে বিশ্ববাসির নিকট এক উত্তম দৃষ্টান্ত স্থাপন করছেন। যেটি আজ পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত কেউ এরকম উত্তম দৃষ্টান্ত দেখাতে পারেনি পারবেও না। এমন মহান নবীর উম্মত আমরা আমাদের পুরো জীবনতো সেই মহা মানব মুহাম্মদ সাঃ এর আখলাক ও চরিত্রে পরিপূর্ণ হওয়া উচিত ছিলো। আমারা আমাদের সকল ক্ষেত্রে মহা নবীর চরিত্র গ্রহণ করতে পারতাম। আমরা আমাদের ব্যক্তি জীবনে ও পারিবারিক জীবনে ও রাষ্ট পরিচালনায় সামাজিকতার দোহাই দিয়ে বিজাতীয়দের কালচার ও চরিত্র গ্রহণ করছি ।আমরা আমাদের কোমলমতি শিশু বাচ্চাসহ শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বিজাতিয় কৃষ্টিকালচার শিখাচ্ছি ।আর এগুলোকে আধুনিকতা মনে করছি ।আর আমাদের সন্তানেরা নামে মুসলিম হলেও চরিত্রের দিক থেকে ও বেশবুশায় কাফের মুশরিক পশ্চিমাদের মত হয়ে যাচ্ছে । তারা ইসলামের প্রাথমিক জ্ঞান কালেমা , নামাযের ফরজ ,ওয়াজিব ,রোজা ও হজ্জ যাকাত কোন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে না ।এমনকি তারা অজুর ফরজ ,সুন্নত কোনটাই সঠিকমত বলতে পারবে না। আর আমাদের সন্তানেরা চলচিত্রের নায়ক ও ক্রিকেটারদের নাম নিজদের জীবনের আইডল মনে করে আর আমাদেক পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের জীবন সম্পর্কে কিছুই জানে না।ত াই সমাজে এতো বিশৃঙ্খলা হচ্ছে। যুবকরা ছোট থেকেই মারামরি ও অশান্তির কারন হচ্ছে। এমনকি নিজেদের মা বাবাদেরও সঠিক সম্মান দিতে শিখে না ।শেষ বয়সে মা বাবাদের সেবা না করে বিদ্যাশ্রমে নিয়ে রেখে চলে আসে ।আর মাস পুরালে খরচের টাকা দিয়ে দেয় ।নিজেরা নিজেদের বাবা মার সঠিক সেবা যতœ কোন খেদমত করে না ।ভালো ব্যবহাার করতে পারে না ।যে মা নিজ সন্তাকে নিজে না খেয়ে বড় করছেন সে সন্তানেরা শিক্ষিত হয়ে মা বাপকে বিদ্যাশ্রমে রেখে দেয় ।এসবসহ পুরো সমাজ দেশের সবাই চারিত্রিক অধপতনে ।তাই চারিত্রিক অধপতন থেকে যদি আমাদের সন্তানদেরকে বাচাতে হয় তবে ছোট থেকেই তাদেরকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করা উচিত ও আমাদের নবীর জীবন থেকে তার উত্তম চরিত্র শিখানো উচিত। তাহলে হয়ত আমাদের সমাজটা আবারো চরিত্রের দিক থেকে পুরো বিশ্বে উজ্জল ও উত্তম দৃষ্টান্ত হতে পারবে। তাই প্রত্যেক বাবা মার জন্য আবশ্যক হলো ,সন্তানদের দ্বীনের পরিবেশে বড় করা। তাহলে সমাজের শান্তি আবারো ফিরে আসবে। আমাদের আদর্শ হলেন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ।তাহলে আমরা চারিত্র উৎকর্ষতার চুড়ান্ত শিখরে পৌছতে সক্ষম হবো। আল্লাহ আমাদেরকে উত্তম আখলাক চরিত্রের অধিকারী হওয়ার তাউফিক দান করুন, এটাই আমাদের কামনা।
উত্তর দিচ্ছেন: মুফতী আব্দুল্লাহ রাজা চৌধুরী, ইসলামিক আলোচক, লেখক সাহিত্যিক সিনিয়র শিক্ষক, জামিআ রাব্বানিয়া নূরুল উলুম মিরপুর ২ ঢাকা ১২১৬।
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন

বহিষ্কৃত নেতাদের নিয়ে পথসভা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলা যুবদলের লিফলেট বিতরণ

ঋণের কিস্তি নিয়ে পরিশোধ নিয়ে স্বামীর সাথে ঝগড়া।। বগুড়ায় গৃহবধূর আত্মহত্যা

ভারত-পাকিস্তান সংঘাতে গুরুতর উদ্বেগ প্রকাশ যুক্তরাজ্যের

শতবর্ষী গাছের উপর নির্মম হামলা অভিযোগ 'শিরক'

১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে রবি, ফ্লোসোলার ও গ্রিনপাওয়ার এশিয়ার ত্রিপক্ষীয় চুক্তি

ভিক্টোরিয়ার নবজাতক আইসিইউ ইউনিট জেলার স্বাস্থ্য খাতে একটি মাইলফলক: ডিসি

যুদ্ধের আশঙ্কায় সীমান্ত এলাকায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

শিক্ষার ভবিষ্যৎ নির্ধারণে কেমব্রিজে অনুষ্ঠিত হলো দক্ষিণ এশিয়া স্কুল সম্মেলন

উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধিতে ইইউ’র সহযোগিতা চেয়েছে ইউজিসি

শেরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান

বাউফলে কলেজ ছাত্রদলের কমিটি গঠন

ভারত-পাকিস্তানের সংঘাত নিয়ে যা বলছে রাশিয়া ও ফ্রান্স
জেএফ-১৭ যুদ্ধবিমান কোম্পানির শেয়ারের দাম বাড়লো, কমলো রাফায়েলের

পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহত বেড়ে ১৫

ড. ইউনূসের বার্তা পেয়েছেন সউদী যুবরাজ

মধুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক দখল করে চলছে দেশের দ্বিতীয় বৃহত্তম কলার হাট

এএসপির লাশের পাশে চিরকুট— ‘বউ যেন সব সোনা নিয়ে যায়’

কুষ্টিয়ায় যুবদল নেতার পুকুরে বিষ দিয়ে অর্ধ কোটি টাকার মাছ নিধন

জামায়াত নেতার মুক্তির দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ