আল্লাহর নিকট জবাবদিহিতার ভয় ব্যতীত ঘুষ দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়!
০৪ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম
আল্লাহর বাণীঃ তোমরা অন্যায়ভাবে একে অপরের জেনে শুনে ভোগ করো না এবং জনগণের সম্পদের কিয়দংশ হাতেও ভুলে দিও না! (আল বাকারা-১৮৮)। ঘুষ দুর্নীতি সমাজের রঞ্জে রঞ্জে বিষবাস্পের ন্যায় ছড়িয়ে পড়েছে। দেশ ও জাতির উন্নতি-অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার প্রধান অন্তরায় হলো ঘুষ দুর্নীতি। এমন কোন সেক্টর নেই যা ঘুষ দুর্নীতির হিং¯্র থাবায় আক্রান্ত হয়নি। এ কথায় বলতে গেলে দুর্নীতি দেশ ও সমাজকে অটোপাশের ন্যায়ে আকঁড়ে ধরে আছে। যার প্রকৃষ্ঠ প্রমাণ হলো - ট্রাস্ট পারেন্সি ইন্টারন্যাশনালের রির্পোট অনুযায়ী বাংলাদেশ দুর্নীতির দিক দিয়ে সবার র্শীষে রয়েছে। যা জাতির জন্য ছিল চরম অবমানজনকর। ঘুষের আরবী শব্দ হচ্ছে রিসওয়াত যা ‘রিসাইন’ বা ‘রিসা’ শব্দ থেকে উৎপত্তি হয়েছে। রিসা ঐ রশিকে বলে যা দ্বারা (বালতি বেঁধে) কূপ থেকে পানি উত্তোলন করা হয়। ঘুষ দ্বারাও ঠিক একই কাজ করা হয়, দূরের বস্তুকে কাছে নেয়া হয়। আর দুর্নীতির আরবী শব্দ হচ্ছে গুলল। গুলুলের শাব্দিক অর্থ আতœসাৎ করা। অন্য কথায়, যা নীতি থেকে দূরে অবস্থান করে। তাই দুর্নীতি! Solial oort dictionary corruption -------------- Corruption is an political and puplic Service personal gain usually thtough bribery, extortion influence peddiug and Special teeatment given to some citizens and not to others .. রাজনৈতিক ও সরকারী প্রশাসনে দুর্নীতি বলতেসাধারণত ঘুষ, বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন প্রভাব বা ব্যক্তি বিশেষকে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে অফিস-আদালতকে ব্যক্তিগত স্বার্থ লাভের জন্য অপব্যবহার করাকে বুঝায়। যা হোক, ইসলাম অপরাধ দমনে একদিকে যেমন নির্বিধায় ও নিরপেক্ষভাবে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগকে সমর্থন করে, ঠিক একইভাবে মানুষের চিন্তা-চেতনার স্বাধীনতাকে সমর্থন করে। যে কোন আইন প্রয়োগের পূর্বে মানুষকে এ কথা বুঝানো দরকার, আইনটি তাদের কল্যানের নিমিত্তেই প্রয়োগ করা হচ্ছে। তা ছাড়া, ইসলামের মূল শিক্ষা তাওহীদের অন্যতম মর্মবাণী হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামীন হচ্ছে মানুষের একমাত্র ¯্রষ্টা, প্রতিপালক ও নিয়ন্ত্রক এবং তিনি মানুষের যাবতীয় কর্মকান্ড পর্যবেক্ষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন কোরআন মজীদে বিভিন্ন বিধি-বিধান জারীর পরে সতর্ক করে দিচ্ছেন:
আল্লাহকে ভয় করে চলো, প্রকাশ- অপ্রকাশ্য তোমরা যা কিছু করছ অথবা বলছ, এর কোন কিছু আমার জ্ঞান পরিধির বাইরে নয়। আমি তোমাদের সব কিছু শুনি ও জানি। আমরা দুজন সিআইডি ফেরেশতা তোমাদের দৈনন্দিন কর্ম কান্ডের প্রতিবেদন তৈরী করছ! তোমাদের অপরাধ প্রমানের জন্য সাক্ষীর কোন প্রয়োজন নেই। তোমাদের স্বীয় হস্তদ্বয় ও পদ যুগল সাক্ষ্য দেবে তোমরা কি করেছিলে?
তাছাড়া রাসুলুল্লাহ (সাঃ) ঘুষ প্রমানকারী ও ঘুষ গ্রহণকারী এবং যারা দুর্নীতির করে বেড়ায় তাদের সকলকে অভিসম্পদ ও সতর্কবানী দিয়েছেন। ইসলামী শরীয়তে সাদাও একটি খুবই তাৎপর্য। আল্লাহ রাব্বুল আলামীন ইবলিশ শয়তানের জন্য লা’নাত কথাটি ব্যবহার করেছেন! এ শব্দটি ঘুষ প্রদানকারী, ঘুষ গ্রহণকারী এবং এ দু’জনের মধ্যে মধ্যস্থতাকারীর জন্যও প্রয়োগ করেছেন আমাদের প্রিয় নবী (সাঃ) অর্থাৎ ঘুষ রিসওয়াত শয়তানের কাজ! কোন মুসলমানদের কাজ নয়। অতএব, যারা ঘুষ-দুর্নীতির সাথে জড়িত, তারা সবাই অভিশপ্ত,তিরস্কৃত, যেমনি ভাবে শয়তান অভিশপ্ত তিরস্কৃত। উপরন্ত ইসলাম এ বিষয়টি উপলব্ধি করার প্রতি অধিক গুরুত্বরোপ করেছে যে, এ পৃথিবীতে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে কেউ আসেনি! এ পৃথিবীতে চিরস্থায়ী মানুষ তাঁর চৌর্যবৃত্তির অর্থ সম্পদ আজীবন ভোগ করবে এবং এ পৃথিবীর আরাম আয়েশ ছেড়ে তাকে পরপারে পাড়ি দিতে হবে না। মৃত্যুই যখন মানুষের জন্য অবধারিত তৎবরবর্তী বিপদ সংকুস পথ অতিক্রমণ যখন সুনিশ্চিত এবং প্রতিটি কর্ম কান্ডের জন্য যখন আল্লাহ রাব্বুল আলামীনের বিচারালায়ে জবাবদিহি করতে হবে, তখনই অবৈধ পন্থায় সম্পদের পাহাড় গড়ে সমস্ত পাপ পল্কিলতার রোখো নিজ স্কন্ধে পে এবং পরিবার পরিজনের সমাজে ধিকৃত করে পরকারে পাড়ি দেয়া কি বুদ্ধি মানের কাজ। অতএব, শুধু মাত্র আইন করে নয় বরং মানুষের মধ্যে ত্যাগ-তিতীক্ষা দেশ প্রেম ও তাকওয়া-পরহেজগারীর এর আল্লাহর ভীতিতা বীজ বপন করে দুর্নীতি, ঘুষ- রিসওয়াত এবং ক্ষমতার অপব্যবহার ইত্যাদির মত কদর্থ কার্যকলনের মুলোৎপাটন সম্ভব। রাসুল (সাঃ) ও তাঁর সাহাবা কেরামদের গৌরদীপ্ত স্বর্ণোজ্জ্বল শাসনকালের কথা পৃথিবীর মানুষের স্মৃতিপটে আজও দেদীপ্যমান! যে শিক্ষা, সে অনুভূতি, সে ত্যাগ-তিতীক্ষা, সে উদ্যাস ও সে মানসিকতা অর্জনের নিমিত্তে আমাদেরকে অহরহ কাজ করে যেতে হবে। আজ সঠিক শিক্ষা ও দিক-নির্দেশনার বড়ই প্রয়োজ ন! কে দেবে এই সঠিক দিক- নির্দেশনা? কে দেবে ভরসা আশাহত জনগণের উৎকন্ঠিত প্রাণে? কে শোনাবে আশার অমৃত বাণী লাঞ্জিত অত্যাচারিত গণ মানুষের কর্ণ কুহরে? একজন হিসেবে নরিুৎসাহিত হওয়া শয়তানের কাজ! আমাদের শ্রদ্ধাভাজন পূর্ব পুরুষগণ যে আলোকে আলোকিত হয়ে জাহেলিয়া যুগের সকল অন্ধকার অমানিশা দূর করে পৃথিবীকে একটি সত্যিকার কল্যাণ রাষ্ট্র উপহার দিয়েছিলেন, আজও সে আলোকে আলোকিত হয়ে অন্ধ-বস্তুবাদী ধ্যান-ধারনা প্রসূত আধুনিক জাহেলিয়ার পরিবর্তন সাধন সম্ভব। ঘুষ-দুর্নীতির কারণঃ একক কোনো কারণে ঘুষ দুর্নীতি হয় না। ঘুষ দুর্নীতির বহুবিদ কারণ রয়েছে। তন্মধ্যে ১। জবাবদিহিতার অনুভূতির অভাব: ঘুষ ও দুর্নীতির প্রধান ও মূল্য কারণ হলো জবাবদিহিতার অভাব। জবাবদিহিতা দু’ প্রকার: (ক) ইহকালীন জবাবদিহিতা (খ)পরকালীন জবাবদিহিতা। ইহকালীন জবাবদিহিতা বলতে জনগণ বা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জবাবদিহিতা বুঝায়। ছলে- বলে কৌশলে মানুষ অনেক সময় এ জবাবদিহিতা থেকে রক্ষা পায় বলেই ঘুষ ও দুর্নীতি প্রতিটি সেক্টরেই সংক্রামন ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। ইহকালীন জবাবদিহিতা থেকে পেলেও পরকালীন জবাবদিহিতা থেকে রক্ষা পাওয়ার কোন উপায় নাই। ইহকালীন অসৎ কর্ম কান্ডের বিষয়েই পরকালে জবাবদিহিতা করতে হবে। এ অনুভূক্তি কারো মাঝে জাগ্রত থাকলে সে কখনো ঘুষ লেনদেন ও অন্যান্য দুর্নীতি করতে পারে না! মহান আল্লাহ তাআলা পরকালীন জবাবদিহিতার বিষয়ে সর্তক করে বলেন, নিশ্চয়ই তোমার পালন কর্তার পাকড়াও অত্যন্ত কঠিন: (নুরুজ-১২)। মানুষ তার দুর্নীতিকে দুনিয়ার মানুষের নিকট থেকে লুকাতে পারলেও আল্লাহর নিকট থেকে কিছুতেই লুকাতে পারবে না।
লেখক: অধ্যক্ষ, মাদারীপুর আহ্মাদিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা, মাদারীপুর সদর।
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন
মির্জাপুরে রাস্তায় বাঁশের বেড়া দেয়ায় জনদুভোগ এলাকাবাসির মানববন্ধন
মেধা বৃত্তির ফলাফল ঘোষণা করলো উষা
পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে : পরিবেশ উপদেষ্টা
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়