বর্তমানে কত টাকা হলে যাকাত দিতে হবে

Daily Inqilab ওলীউর রহমান

১৭ এপ্রিল ২০২৫, ১২:১০ এএম | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ১২:১০ এএম

প্রতিটি সামর্থবান তথা নেসাব পরিমাণ সম্পদের অধিকারী বালেগ, স্বাধীন এবং সুস্থ মস্তিস্কের অধিকারী মুসলমান নর-নারীর উপর যাকাত ফরজ। যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। পবিত্র কুরআনে নামাজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৮২ বার যাকাতের আলোচনা এসেছে। অথচ অনেক সামর্থবান মুসলমান যাকাত দেননা এবং অনেকে জানেনও না যে তার উপর যাকাত ফরজ বা যাকাত ফরজ হলে কিভাবে যাকাত আদায় করতে হবে। পবিত্র কুরআনে বলা হয়েছে- ‘তোমরা সালাত আদায় করো, যাকাত দাও এবং রাসূল সা. এর আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পারো।’ (সূরা নূর: ৫৬)

রাসূল সা. বলেন, যে ব্যক্তি যাকাত আদায় করবে তাকে জান্নাতের বিশেষ দরোজা ‘বাবুস সাদাকাহ’ দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে।’ (মুত্তাফাকুন আলাইহি, মিশকাত: ১/৩২৬)

কাদের উপর যাকাত ফরজ: আজাদ, বালেগ ও সুস্থ মস্তিস্কের অধিকারী মুসলমানের উপর যাকাত ফরজ। এই গুণসমূহ থেকে কোনো একটি পাওয়া না গেলে তার উপর যাকাত ফরজ হবে না। এই গুণসমূহের অধিকারী কোনো মুসলমানের উপর যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো- ১. তার কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, ২. তার এই সম্পদ তার নিত্য প্রয়োজনীয় সম্পদের অতিরিক্ত এবং ঋণমুক্ত হতে হবে, ৩. এই সম্পদের উপর পূর্ণ এক বছর অতিবাহিত হবে হবে। (আলমগিরী: ১/১৭২-১৭৪, আল বাহরুর রায়িক: ২/২০২, বাদায়িউস সানাইয়: ২/৮৮)

নেসাব: নেসাব হলো যে পরিমাণ সম্পদ হলে যাকাত ফরজ হয়। এ ক্ষেত্রে শরিয়ত দুটি পরিমাপ ধার্য করেছে। একটি হলো স্বর্ণ আর অপরটি হলো রৌপ্য। স্বর্ণের নেসাব হলো আরবী ওজনের ভিত্তিতে ২০ মিসকাল, যা তোলার হিসেবে সাড়ে সাত তোলা। আর রূপার নেসাব হলো দু’শ দিরহাম, যা তোলার হিসাবে সাড়ে বায়ান্ন তোলা। কারো কাছে যদি তার নিত্য প্রয়োজনীয় সম্পদ ছাড়া সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য অথবা এর সমমূল্যের সম্পদ থাকে তাহলে তার উপর যাকাত ফরজ। (হেদায়া: ১/২১১, তাতারখানিয়া-জাকারিয়া: ৩/১৫৫)

নিত্য প্রয়োজনীয় সম্পদ: নিত্য প্রয়োজনীয় সম্পদ অর্থাৎ যে সম্পদের উপর যাকাত আসে না সেগুলো হলো- বসবাসের ও ভাড়া দেওয়ার ঘর এবং ফ্ল্যাট, ঘরের আসবাব পত্র, ব্যবহারের কাপড়-চুপড়, চলাচলের বাহন, চাষাবাদের পশু, কারখানার যন্ত্রপাতি ও হাতিয়ার পত্র, খেদমতের দাস-দাসি, নিজের এবং নিজের উপর নির্ভরশীল স্বজনদের দৈনন্দিন খরচ ইত্যাদি। এসব সম্পদের উপর যাকাত আসে না। (কিতাবুল মাসাঈল: ২/২২৩)

যাকাতের হিসাব: যদি কারো কাছে কিছু স্বর্ণ, কিছু রৌপ্য এবং কিছু টাকা পয়সা থাকে তাহলে সবগুলোর মূল্য একত্রিত করে যদি কোনো একটি নেসাব পূর্ণ হয়ে যায় (যেমন সবগুলো একত্রিত করে যদি সাড়ে বায়ান্ন তোলা রূপার বর্তমান বাজার মূল্যের সমান হয়ে যায়) তাহলে সেই নেসাব অনুযায়ী যাকাত আদায় করা ওয়াজিব। (হিন্দিয়া: ১/১৭৯, দুররে মুখতার: ৩/২৩৪)

বর্তমানে সোনা ও রূপার মধ্যে কোনটির হিসাব ধরতে হবে: আল্লাহর রাসূল সা. এর যুগে সাড়ে বায়ান্ন তোলা রূপা এবং সাড়ে সাত তোলা সোনার মূল্য প্রায় সমান ছিলো। বর্তমান সময়ে দু’টির মূল্যের মধ্যে বিশাল ব্যবধান হয়েগেছে। সাড়ে সাত তোলা সোনার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা অন্য দিকে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্য ৮৫/৯০ হাজার টাকা। আর নিয়ম হলো দেশি-বিদেশী মুদ্রা ও ব্যবসায়িক পণ্যের নিসাব নির্ধারণের ক্ষেত্রে স্বর্ণ এবং রৌপ্যের মধ্যে যেটির হিসাব ধরলে দরিদ্র মানুষের বেশি উপকার হয় সেটিকেই পরিমাপক হিসেবে গ্রহণ করতে হবে। বর্তমানে রূপাকে পরিমাপক হিসেবে গ্রহণ করলে যাকাত দাতার সংখ্যা বেশি হবে এবং দরিদ্র মানুষেরা বেশি উপকৃত হবে। একারণে বর্তমান সময়ে দেশি-বিদেশী মুদ্রা ও ব্যবসায়িক পণ্যেও যাকাত রূপার নেসাবের হিসাবেই আদায় করতে হবে। (আহসানুল ফতওয়া: ৪/৩৯৪, আল ফিকহুল ইসলামী: ২/৬৬৯)

সহজ কথা হলো- বর্তমানে যদি আপনার কাছে নিত্য প্রয়োজনীয় সম্পদ ছাড়া সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্য পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনার উপর যাকাত ফরজ। আর যাকাত দিতে হবে যাকাতযোগ্য সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ বা শতকরা ২.৫%। সুতরাং আপনার মালিকানায় থাকা সোনা রূপার মূল্য, হাতে থাকা নগদ অর্থ, ব্যবসায় বিনিয়োগকৃত অর্থ, ব্যাংক বা অন্যান্য অর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়ী হিসাবে রক্ষিত অর্থ, প্রাইজবন্ড, বীমা পলিসি, পোস্টাল সেভিংস সার্টিফিকেট, ডিপোজিট পেনশন স্কীম এবং এরূপ নিরাপত্তামূলক তহবিলে জমাকৃত অর্থ এক সাথে হিসাব করে এর চল্লিশ ভাগের এক ভাগ যাকাত হিসেবে আদায় করতে হবে। তবে প্রভিডেন্ট ফান্ডের অর্থ নিজের দায়িত্বে সোপর্দ না হওয়া পর্যন্ত তার উপর যাকাত ধার্য হবেনা।

যাকাত আদায় করতে হবে চন্দ্রবর্ষের হিসাবে : যাকাত আদায় করতে হয় চন্দ্রবর্ষের হিসাবে। (শামী-করাচী: ২/২৫৯, শামী-জাকারিয়া: ৩/১৭৫) আর চন্দ্রবর্ষ হলো ৩৫৪ অথবা ৩৫৫ দিনে। আর সৌরবর্ষ হলো ৩৬৫ অথবা ৩৬৬ দিনে। অর্থাৎ সৌরবর্ষ হতে চন্দ্রবর্ষ ১১ বা ১২ দিন কম। তাই সৌরবর্ষের হিসাবে আপনি যাকাত আদায় করলে মূল যাকাতের সাথে অতিরিক্ত আরো ১২ দিনের হিসাব যুক্ত করে যাকাত দিতে হবে। অর্থাৎ শতকরা ২.৫% এর পরিবর্তে ২.৫৭% আদায় করতে হবে। এ বিষয়টি খেয়াল রাখতে হবে।

কত টাকা হলে যাকাত দিতে হবে: উপরের আলোচনা থেকে বুঝা গেল যে, বর্তমানে সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা এর মূল্য পরিমাণ অর্থ কারো কাছে থাকলে এর চল্লিশ ভাগের এক ভাগ যাকাত বাবত আদায় করবে হবে। এই হিসেবে সর্বনি¤œ ১৮ ক্যারেটের ১ ভরি রূপার বর্তমানে বাজারে দাম ১,৭১৪ টাকা হলে সাড়ে বায়ান্ন ভরি রূপার দাম হবে ১৭১৪৫২.৫=৮৯,৯৮৫ টাকা। সতর্কতার জন্য ৮৮ হাজার টাকা ধার্য করতে হবে। অর্থাৎ বর্তমানে যাকাতের নেসাবের সর্বনি¤œ পরিমাণ হলো ৮৮ হাজার টাকা। কারো নিত্য প্রয়োজনীয় সম্পদ ছাড়া সোনা, রূপা, নগদ টাকা, ব্যবসায় নিয়োজিত পণ্যসামগ্রির মূল্য একত্রি করে যদি ৮৮ হাজার টাকা হয়ে যায় এবং এই সম্পদ তার কাছে পূর্ণ এক বছর থাকে তাহলে এই সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ শতকরা ২.৫% যাকাত বাবত আদায় করতে হবে।

লেখক: ওলীউর রহমান, সিনিয়র মুহাদ্দিস জামেয়া আয়শা সিদ্দিকা, পেশ ইমাম ও খতীব পূর্বভাটপাড়া জামে মসজিদ, ইসলামপুর, মেজরটিলা, সিলেট।


বিভাগ : ধর্ম দর্শন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

শুক্রবার হজে যাচ্ছেন ৪ হাজারের বেশি বাংলাদেশি
ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার নেপথ্যকথা
মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর বর্ণাঢ্য জীবন
‘মহান আল্লাহর নিদর্শন নভোমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য’
রাসূলুল্লাহ (সা:)-এর আখলাক
আরও
X
  

আরও পড়ুন

মধুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক দখল করে চলছে দেশের দ্বিতীয় বৃহত্তম কলার হাট

মধুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক দখল করে চলছে দেশের দ্বিতীয় বৃহত্তম কলার হাট

এএসপির লাশের পাশে চিরকুট— ‘বউ যেন সব সোনা নিয়ে যায়’

এএসপির লাশের পাশে চিরকুট— ‘বউ যেন সব সোনা নিয়ে যায়’

কুষ্টিয়ায় যুবদল নেতার পুকুরে বিষ দিয়ে অর্ধ কোটি টাকার মাছ নিধন

কুষ্টিয়ায় যুবদল নেতার পুকুরে বিষ দিয়ে অর্ধ কোটি টাকার মাছ নিধন

জামায়াত নেতার মুক্তির দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ

জামায়াত নেতার মুক্তির দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ

১০ মে 'জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫' উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ বিতরণ

১০ মে 'জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫' উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ বিতরণ

সিংগাইরে গণসংযোগ ও অগ্নিনির্বাপক প্রশিক্ষন অনুষ্ঠিত

সিংগাইরে গণসংযোগ ও অগ্নিনির্বাপক প্রশিক্ষন অনুষ্ঠিত

নুরুল-মাহিদুলের জোড়া শতকে উড়ে গেল নিউজিল্যান্ড ‘এ’

নুরুল-মাহিদুলের জোড়া শতকে উড়ে গেল নিউজিল্যান্ড ‘এ’

যুদ্ধের মধ্যেও কি ভারত সফর করবেন পুতিন?

যুদ্ধের মধ্যেও কি ভারত সফর করবেন পুতিন?

নতুন পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু, সমবেত হয়েছেন কার্ডিনালরা

নতুন পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু, সমবেত হয়েছেন কার্ডিনালরা

পদত্যাগের একদফা দাবীতে বরিশাল বিশ^বিদ্যালয়ের ভিসি’র বাসভবনে তালা

পদত্যাগের একদফা দাবীতে বরিশাল বিশ^বিদ্যালয়ের ভিসি’র বাসভবনে তালা

গবেষণা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করলো বেক্সিমকো ফার্মা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

গবেষণা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করলো বেক্সিমকো ফার্মা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

‘সাদা পতাকা উত্তোলন করে পরাজয় স্বীকার করেছে ভারত’

‘সাদা পতাকা উত্তোলন করে পরাজয় স্বীকার করেছে ভারত’

বার্সা আবার ফিরে আসবে: ফ্লিক

বার্সা আবার ফিরে আসবে: ফ্লিক

রাজশাহীতে ১৫ মে থেকে আম পাড়া শুরু

রাজশাহীতে ১৫ মে থেকে আম পাড়া শুরু

সিগারেটে মূল্যস্তর সংখ্যা কমানোর দাবি

সিগারেটে মূল্যস্তর সংখ্যা কমানোর দাবি

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মিরাজ

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মিরাজ

স্যামসাং নিয়ে এল উচ্চ সক্ষমতা সম্পন্ন নতুন দুইটি স্মার্ট ওয়াশিং মেশিন

স্যামসাং নিয়ে এল উচ্চ সক্ষমতা সম্পন্ন নতুন দুইটি স্মার্ট ওয়াশিং মেশিন

চাঁদপুরে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

চাঁদপুরে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

সালথায় ধর্ষণ মামলা তুলতে চাপ প্রয়োগ,  প্রাণ দিল স্কুল শিক্ষার্থী

সালথায় ধর্ষণ মামলা তুলতে চাপ প্রয়োগ, প্রাণ দিল স্কুল শিক্ষার্থী

বছরের প্রথম ৪ মাসেই ৩৫ হাজার ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি

বছরের প্রথম ৪ মাসেই ৩৫ হাজার ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি